সিপিএমের বিরুদ্ধে বোমাবাজি, মারধরের অভিযোগ তুলল তৃণমূল। জামুড়িয়ার চুরুলিয়ায় বৃহস্পতিবারের ঘটনা। তৃণমূলের ব্লক সভাপতি পূর্ণশশী রায়ের অভিযোগ, ওই দিন রাত সাড়ে ৯টা নাগাদ সিপিএম কর্মী নন্দ রুইদাস সহ সাত জন সিপিএম সমর্থক তাঁদের চুরুলিয়া কার্যালয়ের পাশে পরপর দু’টি বোমা ফাটায়। ভিতরে ঢুকে চার তৃণমূল কর্মীকে মারধর করে। এক জনের গয়না-সহ হাজার দুয়েক টাকা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। পূর্ণবাবুর দাবি, কিছুদিন আগেও নন্দবাবু তৃণমূল কার্যালয়ে হামলা চালিয়েছিলেন। তবে সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্তের বক্তব্য, “যাঁরা তৃণমূলে গিয়েছিলেন ভুল বুঝতে পেরে তাঁরা ফের সিপিএমে ফিরছেন। তাতেই ভয় পেয়ে বোমাবাজি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
বেআইনি কয়লা পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৯ মেট্রিক টন কয়লা। পুলিশ জানায়, ধৃত অরুণ বাগদির বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার পালাজুড়ি গ্রামে। গ্রেফতার করা হয়েছে লরির চালক মারাই খানকেও। তাঁর বাড়ি বীরভূমের খয়রাশোলের বেলডাঙায়। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ঘটনায় জড়িত অভিযোগে খয়রাশোলের ভীমগড় ইটভাটার মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ।
|
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের শুক্রবারের ডিপিএসএ মাঠের খেলায় জিতল তানসেন এসি। তারা ৪ গোলে নবারুণ এসিকে হারায়। সুভাষ সিংহ তিনটি ও বিপ্লব বাউরি ১টি গোল করেন। এ দিনের এমএএমসি মাঠের খেলায় জেতে বীরভানপুর স্পোর্টিং ক্লাব। তারা অআকখ কালচারাল ক্লাবকে ১-০ গোলে হারায়। গোল করেন সন্দীপ দেহরি।
|
বদলি খনিকর্মীদের ফিরিয়ে আনার দাবিতে আইএনটিইউসি, আইএনটিটিইউসি এবং ইউসিএমইউয়ের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে ঘণ্টা দুয়েক উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। কেন্দা কোলিয়ারি থেকে হরিপুর কোলিয়ারিতে ৩০ জন খনিকর্মীকে বদলি করা হয়েছে। স্থানীয় নেতা পার্থ ভট্টাচার্যের অভিযোগ, কোনও কারণ ছাড়াই এই কর্মী বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তির চেষ্টা চলছে। |