সেট-টপ বক্স
কাল সময়সীমা পেরোচ্ছে, তবুও কাটল না ধোঁয়াশা
হাতে আর মাত্র এক দিন। কাল, বৃহস্পতিবার শেষ হচ্ছে পনেরো দিনের সময়সীমা। কিন্তু মঙ্গলবার পর্যন্ত কলকাতায় ৪২ লক্ষ টেলিভিশন সংযোগের কত শতাংশ সেট টপ বক্স লাগানো হয়েছে, তার হিসাব নেই মাল্টি সার্ভিস অপারেটর (এমএসও)-দের কাছে। বৃহস্পতিবারের পরে সেট টপ বক্স ছাড়াই টেলিভিশন দেখা যাবে কি না, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি।
চলতি মাসের প্রথম দিন থেকে মেট্রো এলাকায় টেলিভিশনে ডিজিটাল সম্প্রচার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার তা মানেনি। তার পরে মৌখিক ভাবে পনেরো দিনের সময়সীমা চেয়েছিল এমএসও-রা। ইতিমধ্যে ডিজিট্যাল সম্প্রচার চালু করার নির্দেশ কতটা পালন করা হচ্ছে, তা দেখার জন্য ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল) সংস্থার প্রতিনিধিরা কলকাতায় এসে এমএসও-দের সঙ্গে বৈঠক করে যান। কেন্দ্রের নির্দেশ অমান্য করলে চ্যানেল এবং এমএসও-দের লাইসেন্স বাতিল হবে বলেও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তবু পরিস্থিতি বদলায়নি। এ দিন পর্যন্ত অ্যানালগ সম্প্রচার ব্যবস্থার মাধ্যমেই সর্বত্র টেলিভিশন দেখা গিয়েছে।
কলকাতার পরিস্থিতি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক কর্তা বলেন, “শুধু কলকাতা নয়, বাকি তিন মেট্রো শহরেও একই সমস্যা। অ্যানালগ সম্প্রচার পুরো বন্ধ হয়নি।” তাঁর কথায়, “সংশ্লিষ্ট রাজ্য, এমএসও এবং অপারেটররা সহযোগিতা না করলে কেন্দ্রের কিছু করার থাকবে না।” এ দিকে, রাজ্য কার্যত আগের অবস্থানেই অনড় রয়েছে। এ দিন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পনেরো দিন শেষ হলেও অ্যানালগ সম্প্রচার বন্ধ করা যাবে না। কারণ তাতে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হবে।” তাঁর স্পষ্ট কথা, “যত দিন সেট টপ বক্সের সরবরাহ পর্যাপ্ত না হচ্ছে, তত দিন এই ব্যবস্থাই চলবে। কোনও ভাবেই সম্প্রচার বন্ধ করা যাবে না।” মন্ত্রীর কথায় পরিষ্কার, সময়সীমার পরেও অবস্থা একই থাকবে। ডিজিটাল সম্প্রচার ব্যবস্থা কবে চালু হবে অথবা আদৌ হবে কি না, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। কারণ রাজ্যের সক্রিয় সহযোগিতা ছাড়া নতুন ব্যবস্থা যে কার্যকর করা যাবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ পুরোপুরি ডিজিটাল সম্প্রচার চালু হলে যে উন্নত মানের ছবি দেখার সুযোগ থাকত, তা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.