ধান খেতে মিলল এক যুবকের মাথা ও মুখ থেঁতলানো দেহ। তদন্ত করতে নিয়ে আসা পুলিশ-কুকুরের সূত্র ধরে মৃতের এক বন্ধুকে গ্রেফতার করা হল। মঙ্গলবার নিতুড়িয়া থানার পারবেলিয়ার লাইনধাওড়া গ্রামের কাছে জমির উপর রবিলাল মুর্মু (২৮) নামের এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। ওই গ্রামেই তাঁর বাড়ি। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই যুবককে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সার্জেন টুডু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে খবর পাওয়ার পরেই পুলিশ কর্মীরা তদন্তের জন্য আদ্রা থেকে আরপিএফের একটি কুকুর নিয়ে আসেন। দেহটি যেখানে পড়ে ছিল, সেখানকার গন্ধ শুঁকে কুকুরটি সার্জেনের বাড়ির দিকেই বার বার যায়। পুলিশের দাবি প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, রবিলাল ও সার্জেন দু’জনেই ট্রাক্টর চালক। মাসখানেক আগে টাকা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ হয়। সোমবার রাতে দুই বন্ধুতে ওই মাঠে মদ্যপান করে। মৃতদেহটি দেখে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে ও মুখে-মাথায় ভারি কিছু জিনিসের আঘাত করে রবিলালকে খুন করা হয়েছে।
|
আদিবাসী কলেজের ছাত্রাবাস থেকে এক আবাসিকের গলায় ধুতির ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় খাতড়া আদিবাসী কলেজে দ্বিতীয় বর্ষের ওই ছাত্র দেবদুলাল মুর্মু-র (২০) দেহ মেলে। হুড়া থানার প্যাচারগোড়া গ্রামে তাঁর বাড়ি। পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুর থেকে ওই ছাত্রাবাসের ঘরে একাই ছিলেন তিনি। ডাকাডাকি করে সহপাঠীরা সাড়া না পেয়ে দরজা ভেঙে ওই দৃশ্য দেখতে পান। দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
|
দুই সাইকেল চালককে ধাক্কা মেরে রাস্তার পাশে গাছে ধাক্কা মারল লরি। ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়। জখম হন এক মহিলা-সহ দু’জন। মঙ্গলবার বাঁকুড়া-দুর্গাপুর রাস্তায় কদমাঘাটির কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রতিবাদে অবরোধ করেন বাসিন্দারা। |