ট্রায়াল দিয়ে নির্বাচিত হলেও লাল-হলুদ জার্সি পরে কি এ বছর খেলতে পারবেন অ্যান্ড্রু বরিসিচ? ইন্দোনেশিয়ার পুরনো ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে হঠাৎই সমস্যা তৈরি হয়েছে।
অস্ট্রেলীয় স্ট্রাইকার বরিসিচ ভারতে ট্রায়াল দিতে আসছেন ১৬ নভেম্বর। চার্চিল ব্রাদার্সের সঙ্গে খেলতে বৃহস্পতিবার গোয়া যাচ্ছে ইস্টবেঙ্গল। সুভাষ ভৌমিকের দলের সঙ্গে চিডি-মেহতাবদের খেলা ১৮ নভেম্বর। সেখানই সরাসরি যোগ দেবেন বর্তমানে ইন্দোনেশিয়ার আরিমা ক্লাবে খেলা ফুটবলারটি। ট্রায়াল দিতে এলেও শোনা যাচ্ছে পুরনো ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা চলছে অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগে বছর দুয়ের আগে খেলা ফুটবলারটির। সেটা ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যানকেও জানিয়েছেন ফুটবলারটি।
বরিসিচ চেষ্টা চালাচ্ছেন সমস্যা মেটানোর। ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য অবশ্য বললেন, “ও ভিসা পেয়েছে। ১৬ তারিখ আসছে। চুক্তি নিয়ে কোনও সমস্যা আছে কী না কাল দেখব।”
এ দিকে লাল-হলুদের হেডমাস্টার মর্গ্যানের ক্লাসে কালীপুজোর দিন থেকেই নতুন নিয়ম চালু হয়ে গেল সংবাদমাধ্যমের জন্য। গত বারের চেয়ে যা আরও বেশি আঁটোসাঁটো। এ বার থেকে মাত্র আধঘন্টার জন্য অনুশীলন দেখার সুযোগ পাবে সংবাদমাধ্যম। কোচ ও ফুটবলাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন শুধু মাত্র ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন। গত বারও গুরবিন্দার সিংহ ও টোলগের মারামারির ঘটনার পর সাংবাদমাধ্যমের উপর নিয়ম চাপিয়েছিলেন মর্গ্যান। পরে অবশ্য সেই নিয়ম উঠে যায়।
হালকা চোটের জন্য দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মেহতাব হোসেন। তিনি অবশ্য গোয়া যাচ্ছেন। তবে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া গোলকিপার অভিজিৎ মণ্ডল যাচ্ছেন না। জানা গিয়েছে, গোয়ায় সুভাষ ভৌমিকের দলের বিরুদ্ধে টিমে কোনও পরিবর্তন ঘটাচ্ছেন না মর্গ্যান।
ফিটনেসে মন ওডাফার: র্য্যান্টি মার্টিন্সের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে থাকতে আলাদা করে অনুশীলন করছেন ওডাফা ওকোলি। নিজের ফিটনস বাড়ানোর জন্য মরিয়া তিনি।
মঙ্গলবার সকালে অনুশীলনের সময় প্রায় চল্লিশ মিনিট টানা দৌড়ন ওডাফা। দলের বাকি ফুটবলাররা যখন মৃদুল বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনুশীলনে ব্যস্ত তখন ওডাফা ফিটনেস ঠিক করতে ফিজিও রোনাল্ডে’র কাছে আলাদা ট্রেনিং নিলেন। এখনও পুরো ফিট নন নাইজিরিয়ান গোলমেশিন। সে জন্যই নিজেকে ফিট করতে চেষ্টা চালাচ্ছেন মোহন-অধিনায়ক। |