হারের ধাক্কায় মোহনবাগান, প্রয়াগ ইউনাইটেডের মতো এ বার কোচ বদল ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডেও।
র্যান্টি-কার্লোসদের কাছে লজ্জাজনক ১-১০ গোলে হারের পর কোচের পদ গেল ফিলিপ ডি’রাইডারের। নতুন কোচ ভাইচুং ভুটিয়া স্বয়ং। নজিরবিহীন ভাবে চলতি আই লিগে ১৪টি দলের মধ্যে তিনিই একমাত্র কোচ-কাম-ফুটবলার।
ভাইচুং কোচের দায়িত্ব সামলালেও তাঁর ‘এ’ লাইসেন্স নেই। তাই ম্যাচের সময় কোচের জায়গা আপাতত খালি রাখতে হবে ইউনাইটেড সিকিমকে। যে ভাবে বিগত এক মাস ধরে চলেছে মোহনবাগান। করিম বেঞ্চারিফা না থাকায় সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু ম্যাচের দিন টিম লিস্টে কোচের জায়গা ফাঁকা রাখতে হচ্ছে মোহনবাগানকে। এ বার ঠিক সেই অবস্থাই হচ্ছে সিকিমের দলটির। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আগামী আড়াই মাসের মধ্যে ‘এ’ লাইসেন্স কোচ খুঁজে নিতে হবে ভাইচুংয়ের দলকে। |
ইস্টবেঙ্গল মাঠে দল নিয়ে প্র্যাক্টিস কোচ ভাইচুংয়ের। ছবি: শঙ্কর নাগ দাস। |
জীবনে প্রথম বার কোচের জুতোয় পা গলানোর বিকেলেই ভাইচুং ইস্টবেঙ্গল মাঠে পাক্কা দেড় ঘণ্টা অনুশীলন করালেন সফর সর্দার-বুধিরামদের। হাতে ধরে দেখিয়ে দিলেন ভুলভ্রান্তি। যা দেখে মাঠের বাইরে বসা ভাইচুংয়ের একদা সতীর্থ আলভিটো ডি’কুনহা বলছিলেন, “শিক্ষক হিসাবে ভুটি (এই নামেই ভাইচুংকে ডাকেন আলভিটো) দুর্দান্ত। আশা রাখছি এ বার ওর দলের ছন্দ ফিরবে।” আর অনুশীলন শেষে সতীর্থের কাঁধে হাত রেখে ড্রেসিংরুমে যাওয়ার পথে পাহাড়ি বিছে বললেন, “ব্যাপারটা হঠাৎ ঘটে গেল। তবে দলের প্রয়োজনে ফুটবলার হিসাবেও মাঠে নামব।”
কোচের পদ থেকে সরলেও ফিলিপ ডি’রাইডার অবশ্য যুক্ত থাকছেন ক্লাবের অন্য কাজে। তিনি সামলাবেন দলের ফুটবল-প্রশাসকের দায়িত্ব। প্রয়াগ ইউনাইটেডের কাছে চূর্ণ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রাইডার বলেছিলেন, কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কোনও প্রশ্ন নেই। এ দিন সেই রাইডারই চাপের মুখে একশো আশি ডিগ্রি ঘুরে বললেন, “মরসুমের শুরুতেই দায়িত্ব থেকে সরতে চেয়েছিলাম। তবে কোচের দায়িত্ব যাওয়ার সঙ্গে দশ গোলে হারের কোনও সম্পর্ক নেই।” তা হলে কী এমন হল যে, ৭২ ঘণ্টার মধ্যে পদ থেকে সরতে হল বেলজিয়ান কোচকে?
কোচ বদল প্রসঙ্গে ভাইচুংও বলছেন, “প্রয়াগ ম্যাচের ফলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে ফল খারাপ হলে আমাদের মতো কম বাজেটের দলে নেতিবাচক প্রভাব পড়েই। তাই এই পরিবর্তন। দল খারাপ জায়গায় রয়েছে। সেখান থেকে ফিরতেই হবে।” যদিও বিশ্বস্ত সূত্রের খবর, ফুটবলার বাছা থেকে ড্রেসিংরুমে প্লেয়ার-ম্যানেজার সকলের আস্থাই হারিয়েছিলেন ডি’রাইডার। সেই ডামাডোল সামাল দিতেই কোচের জোব্বা পড়ে আসরে নামতে হল ভাইচুংকে।
বুধবারও কলকাতায় অনুশীলন করবে ভাইচুংয়ের দল। বৃহস্পতিবার শহর ছাড়বে ইউনাইটেড সিকিম। ১৮ নভেম্বর মারগাওতে তাদের ম্যাচ স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে। সেখানেই কোচ হিসাবে অভিষেক হবে ভাইচুংয়ের। |