জীবনসঙ্গী পেতে রোহন বোপান্নার আর এক সপ্তাহ। ২১ নভেম্বর তাঁর বিয়ে। আর ১৩ নভেম্বর বোপান্না পেয়ে গেলেন তাঁর কোর্টের সঙ্গীকে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রাজীব রাম। বিশ্বের ৪৪ নম্বর ডাবলস প্লেয়ারই সামনের বছর (২০১৩) পেশাদার মরসুমে বোপান্নার পার্টনার হবেন বলে আজ তাঁর এজেন্ট এক বিবৃতিতে জানিয়েছে। যে সংস্থা বোপান্নার এনডোর্সমেন্ট সামলায়।
কুর্গের বোপান্না যদি এক কফি-চাষির ছেলে হন, তা হলে ইন্ডিয়ানা-র রাজীবের বাবা (রাঘব) এক জন উদ্ভিদ-বিজ্ঞানী। মা সুষমাও বিজ্ঞানের টেকনিশিয়ান। জুনিয়র লেভেলে তিন বার মার্কিন জাতীয় সিঙ্গলস টেনিস চ্যাম্পিয়ন রাজীব ইদানীং ডাবলসেই এক রকম চূড়ান্ত মনোযোগী। এ বছরই সতীর্থ মার্কিন স্কট লিপস্কিকে নিয়ে অস্ট্রেলীয় ওপেন প্রি-কোয়ার্টারে ভূপতি-বোপান্নাকে হারিয়েছেন। জিমোনজিচের সঙ্গে জুড়িতে চ্যাম্পিয়ন হন পিটার্সবার্গে এটিপি ডাবলসে। জানুয়ারির প্রথম সপ্তাহে চেন্নাই ওপেনে এই নতুন জুটির ‘ইনিংস’ শুরু হবে। পেশাদার সার্কিটে রাজীবকে নিয়ে বোপান্নার একটাই টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে ২০০৮-এ অবাছাই হিসেবে অস্ট্রেলীয় ওপেনে প্রি-কোয়ার্টারে উঠে বিশেষজ্ঞদের বেশ নজর কেড়েছিল তাঁদের জুটি।
|
জুটি ভেঙে নতুন জুটি |
|
|
বোপান্না-রাম |
|
|
ভূপতি-নেস্টর |
|
রাজীব রাম কে
বয়স: ২৮
উচ্চতা: ৬ ফুট ৪ ইঞ্চি
বিশ্ব ডাবলস র্যাঙ্কিং: ৪৪
২০১২-এ এটিপি খেতাব: ১
কোচ: আনন্দ অমৃতরাজের ছেলে স্টিভন অমৃতরাজ
|
|
ভূপতি ২০১৩-এ ড্যানিয়েল নেস্টরকে পার্টনার করার সিদ্ধান্ত মাস দুয়েকেরও আগে চূড়ান্ত করলে বোপান্না প্রথমেই তাঁর পুরনো পাক পার্টনার আইসাম কুরেশির সঙ্গে ফের গাঁটছড়া বাঁধার প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। কিন্তু অলিম্পিক বছরে মহেশের সঙ্গে খেলার জন্য বোপান্না আচমকা কুরেশির সঙ্গ ত্যাগ করার ধাক্কা পাক টেনিস তারকা এখনও ভোলেননি। তিনি তৎক্ষণাৎ বোপান্নার প্রস্তাব খারিজ করে দেন। লিয়েন্ডারকে সার্কিটে পার্টনার পাওয়ার কোনও প্রশ্ন নেই। ফলে বোপান্না একটা সময় প্রায় পার্টনার-হীন হয়ে পড়েছিলেন পরের মরসুমের জন্য।
এ দিন সেই সমস্যা থেকে রেহাই পেয়ে বোপান্না টেনিস ওয়েবসাইটে বলেছেন, “এ বছর অলিম্পিককে মাথায় রেখেই আমি আর মহেশ একসঙ্গে সার্কিটে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই স্পেশ্যাল ব্যাপারটা শেষ হয়ে গিয়েছে। আমাদের জুটিও তাই পরের বছর আর এটিপিতে থাকছে না। আগামী মরসুমে সার্কিটে আরও ভাল ভাবে, পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য শক্তিশালী, ধারাবাহিক ভাবে টিকবেএ রকম একটা ডাবলস জুড়ির আমার দরকার ছিল। রাজীবের জোরালো সার্ভিস আর আক্রমণাত্মক স্টাইল আমার ভলি আর রির্টানের সঙ্গে খুব ভাল পরিপূরক হবে। আশা করি আমরা ভাল করব।” বিশ্বের ১২ নম্বর ভারতীয় ডাবলস তারকা দাবি করেছেন, রাজীব তাঁর বহু দিনের পুরনো বন্ধু। “আমরা অনেক দিনের ভাল বন্ধু। ডাবলসে কোর্টে তালমিলের জন্য যেটা একটা বড় ফ্যাক্টর। সে জন্যই চার বছর আমাদের একসঙ্গে না খেলার ব্যাপারটা মনে হয় না কোনও বড় সমস্যা হবে। প্রথম দু’একটা টুর্নামেন্টেই পুরো বোঝাপড়া গড়ে উঠবে বলেই আশা করছি,” বলেছেন বোপান্না। |