সংশয় কাটিয়ে বোর্ড জানাল দিন্দা নাকি ‘স্ট্যান্ডবাই’
শোক দিন্দা কি দীপাবলিতে বাংলার জন্য শুভ খবর? তিনি কি বাংলার মানুষের আশা পূর্ণ করে ধোনির দলে সত্যিই ঢুকলেন?
মঙ্গলবার রাতে যেন তুবড়ির মতো বাংলার ক্রিকেটমোদীদের আশাকে উস্কে দিয়ে দিন্দার আবার অবতরণ ঘটল। দিনের শেষে জানা গেল, না, তিনি নিছকই স্ট্যান্ডবাই। কলকাতা থেকে বুধবার দুপুরের বিমানে তিনি আমদাবাদ উড়ে আসছেন ঠিকই। কিন্তু সেটা দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। রাতে টিম হোটেলে দাঁড়িয়ে এক মুখপাত্র বললেন, “ইশান্ত তো এখানেই রয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে দিন্দাকে আনা হচ্ছে।” এর অর্থ দাঁড়ায়, ইশান্তকে জ্বর নিরাময়ে এখনই দিল্লি ফেরত পাঠানো হচ্ছে না।
অথচ মঙ্গলবার তেমনই খবর ছিল। মোহালিতে রঞ্জি খেলে দিল্লি থেকে কলকাতার বিমান ধরছিলেন দিন্দা। হঠাৎ বোর্ড সচিব জাগদালের ফোন পান। তাঁকে বলা হয়, “তোমাকে এখনই আমদাবাদ উড়ে যেতে হবে।” দিন্দা বলেন, তিনি প্লেনে বসে গিয়েছেন। কলকাতা ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। জাগদালে বলেন, সুরু নায়েককে যেন অবিলম্বে তিনি তাঁর সূচি জানিয়ে দেন। তখন অবধি জোর হাওয়া ছিল, ইশান্তের বদলে দিন্দা চূড়ান্ত চোদ্দোয় ঢুকে পড়বেন। জাতীয় মিডিয়ায় এই নিয়ে তুমুল জল্পনাও শুরু হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে বোর্ড সরকারি বিবৃতি দিয়ে জানায়, দিন্দাকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা থেকে দিন্দার বিমান বুধবার যখন পৌঁছবে, ততক্ষণে ধোনিদের প্র্যাক্টিস শেষ হয়ে যাবে। দিন্দা অবশ্য তা নিয়ে বিচলিত নন। বললেন, “আমি তো ম্যাচ প্র্যাক্টিসেই আছি। এক দিন প্র্যাক্টিস না করলে কিছু এসে যায় না। খেলালে খেলেও দেব।”
ধোনি তাঁর জীবনে এ রকম ফাটকা প্রচুর খেলেছেন। তবে এই ক্ষেত্রে মনে হয় না ভাগ্যদেবী দিন্দার প্রতি এতটা প্রসন্ন হবেন বলে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.