নতুন জাতীয় ক্রিকেট নির্বাচক কমিটি সবে মাত্র একটাই বৈঠকে বসেছে। যেখানে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টো টেস্টে অধিনায়ক ধোনির পছন্দের রায়নাকে বাদ দেওয়ার মতো সাহস দেখিয়েছিল। কিন্তু তার ক’দিনের মধ্যেই সেই রায়নার বেফাঁস মন্তব্য নির্বাচকদের প্রধান সন্দীপ পাটিলকে অদূর ভবিষ্যতে সমস্যায় ফেলে দিলে অবাকের কিছু নেই।
কারণ, ধোনির চেন্নাই সুপার কিংসের অপরিহার্য ব্যাটসম্যান রায়না আজ দাবি করেছেন, পাটিলের আশ্বাস পেয়ে টেস্ট দলে ফিরে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
পুণেতে সদ্যসমাপ্ত মহারাষ্ট্র-উত্তরপ্রদেশ রঞ্জি ম্যাচের সময় জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছিল রায়নার। দু’জনের সেই সাক্ষাত নিয়ে রায়না বলেছেন, “পাটিল স্যরের সঙ্গে যখন দেখা হলে তিনি আমাকে বলেন, ‘চিন্তা কোরো না, খেলায় মন দাও, খুব তাড়াতাড়িই দলে ফিরবে তুমি’। আসলে উনি তো প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাই এক জন ক্রিকেটারের মানসিকতা খুব ভাল বোঝেন। তাই ওঁর সঙ্গে কথা বলে মানসিক ভাবে খুব চাঙ্গা হয়েছি আমি।”
শর্ট বলেই রায়নার বেশি দুর্বলতা। তা সত্ত্বেও তিনি বলেছেন, “আমি আসলে টেস্ট ক্রিকেটারই। তাই টেস্ট দলে আমি ফিরবই।” শর্ট বলের সমস্যা থেকে বার হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রায়না। বলেছেন, “গত বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্টে ভাল খেলেছিলাম। ইংল্যান্ডে প্রথম টেস্টেও খারাপ খেলিনি। আমি আসলে টেস্ট ক্রিকেটারই। তাই ফিরে আসার জন্য পরিশ্রম করছি।”
সীমিত ওভারের ক্রিকেটার-এর তকমাটা ঝেড়ে ফেলতে চান রায়না। তাঁর কথায়, “লোকে যাই বলুক, আমি ও সবে কান দিই না। শর্ট বল খেলতে না পারলে তো ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডে রানই পেতাম না। আমার হাতে সময় রয়েছে। টি-টোয়েন্টি আর এক দিনের ক্রিকেটে দলকে জিতিয়েছি। কিন্তু টেস্টে তেমন সুযোগ পাইনি। ছয় বা সাত নম্বরে নেমে বড় রান করা মোটেই সোজা কাজ নয়। তবে আশা করি আমার কাছে আর ব্যাপারটা খুব একটা কঠিন থাকবে না।”
আপাতত ঘরোয়া ক্রিকেটেই বেশি মন দিতে চান রায়না। তাঁর মতে, “দু’টো রঞ্জি ম্যাচ খেলেছি। আরও দুটো সামনে রয়েছে। টেস্ট দলে থেকেও মাঠে নামার সুযোগ না পাওয়ার চেয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ভাল। সামনে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটে টেস্ট। বেশ কয়েকটা ওয়ান ডে। তাই আপাতত ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে তৈরি রাখাই ভাল।” |