ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের মিডলঅর্ডারের ফাঁকা জায়গা ভরাট করবেন কে, যুবরাজ, রাহানে, রায়না না মনোজ তা খুঁজে বার করার দায়িত্ব দেওয়া উচিত ডানকান ফ্লেচারকে, মনে করেন রাহুল দ্রাবিড়। ফ্লেচার তাঁর অভিজ্ঞতা দিয়ে এই কাজটা অনেক ভাল ভাবে করতে পারবেন বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
ভারতের আগের দুই বিদেশি কোচ জন রাইট বা গ্রেগ চ্যাপেল দল নির্বাচনী সভায় যে রকম গুরুত্ব পেতেন, গ্যারি কার্স্টেনের সময় সেই ভূমিকা আর নেই বললে চলে। এতেই আপত্তি রাহুল দ্রাবিড়ের। তাঁর মতে, ফ্লেচারের মত অভিজ্ঞ কোচের দল নির্বাচনী সভায় অবশ্যই থাকা উচিত এবং দলে কোন ক্রিকেটারের থাকা উচিত বা কার নয়, সেই ব্যাপারে মতামত দেওয়ার আরও বেশি ক্ষমতা দেওয়া প্রয়োজন তাঁকে। |
অধিনায়কের সঙ্গে কোচকেও নির্বাচনী বৈঠকে চান দ্রাবিড়। |
রাহুলের কথায়, “অনেক ক্রিকেটারকে দেখেছেন ফ্লেচার। কে ভাল মিডলঅর্ডার ব্যাটসম্যান, তা খুব ভাল করেই জানেন তিনি। এই যে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচগুলো হল, সেগুলো এসে দেখলেই তিনি বুঝতে পারতেন। কিন্তু এই ম্যাচগুলোতে তাঁর না আসা বা দল নির্বাচনী বৈঠকে তাঁর না থাকাই প্রমাণ করছে, এই ব্যাপারে সম্ভবত তাঁর খুব একটা বেশি গুরুত্ব বা ভূমিকা, কোনওটাই নেই।” এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রাহুল এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “ডানকান যথেষ্ট ভাল কোচ। দলের ক্রিকেটারদের সঙ্গে ওঁর সম্পর্কও বেশ ভাল। কিন্তু তা সত্ত্বেও দল নিয়ে ওঁর মতামতের গুরুত্ব এত কম! উনি ক্রিকেটারদের অনেক কাছ থেকে দেখেন বলে ওদের খুব ভাল বোঝেনও। কার কী সমস্যা রয়েছে এবং সেই সমস্যার সমাধান সম্পর্কেও ফ্লেচারের স্পষ্ট ধারণা রয়েছে। ওঁর মত এক জন সিনিয়র কোচ দলে থাকা সত্ত্বেও কেন দল বাছাইয়ের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাইট, চ্যাপেলরা তো দল বাছাই বৈঠকে থাকতেন, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখতেন। গত তিন-চার বছর ধরেই দেখছি ভারতীয় দলের কোচেরা এ সব থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। গ্যারি দেখেননি। ডানকানও ঘরোয়া ম্যাচ দেখেন না।” |