থিম আর সাবেকিয়ানায় রঙিন দীপাবলি দুই শহরে
থিম আর সাবেকিয়ানার মিশেলেই সেজে উঠেছে মেদিনীপুর। কালীপুজো আর দীপাবলি ঘিরে শহরের সর্বত্র উৎসাহ-উদ্দীপনা। সন্ধে নামতেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর। পুজো দেখতে পথে নেমেছে ছোট-বড় সকলে। বড় বাজেটের কালীপুজো খড়্গপুরেই বেশি হয়। তবে পুজোর সংখ্যায় পিছিয়ে নেই মেদিনীপুর। শহরের সেকপুর, সিপাইবাজার থেকে জুগনুতলা, নিমতলাচক সর্বত্রই উৎসবের ধুম।
জেলা পরিষদ মোড়ের ‘মিড নাইট’ ক্লাবের পুজোর এ বার ১৮ তম বর্ষ। গোটা মণ্ডপ সেজে উঠেছে খড়ের কারুকাজে। প্রতিমা সাবেক। পুজোর উদ্যোক্তা কার্তিক ঘোষ, শুভাশিস দাস বলেন, “পুজোর সময় সকলে আনন্দ করি। এটাই ভাল লাগে।” মণ্ডপের আশপাশ নানা রঙের আলোয় সাজানো হয়েছে। সুভাষনগরের ‘জীবন সঙ্ঘ’ ক্লাবের পুজোর এ বার ৭ম বর্ষ। মন্দিরের ধাঁচে মণ্ডপ। কালী প্রতিমা দশভূজা। পুজোর উদ্যোক্তা পার্থজিৎ চক্রবর্তী বলেন, “আমাদের সদস্য সংখ্যা সীমিত। নিজেরা চাঁদা দিয়ে পুজো করি। পাশেই রাস্তা। তাই বড় মণ্ডপ তৈরিরও সুযোগ নেই।” রাঙামাটির সমাগম ক্লাবের পুজোর ২০ তম বর্ষ। এখানেও মণ্ডপ মন্দিরের আদলে। প্রতিমা ১২ ফুটের। শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ নানা আয়োজন রয়েছে। পুজোর অন্যতম উদ্যোক্তা শিবশঙ্কর দাস বলেন, “পুজোর ক’টা দিন বন্ধুরা এক জায়গায় হই। এই সময়টার জন্যই তো বছরভরের অপেক্ষা।”
খড়্গপুরে রঙ্গোলি। মঙ্গলবারের নিজস্ব চিত্র।
মানিকপুরের ভ্রাতৃ সংঙ্ঘ ক্লাবের প্রতিমা প্রতি বছরই থাকে গরুর গাড়ির উপরে। এ বারও তাই হয়েছে।
মেদিনীপুর-খড়্গপুর, দুই শহরেই কালীপুজো ও দীপাবলি ঘিরে উৎসাহ-উদ্দীপনায় খামতি নেই। নিমতলা, মিরবাজার থেকে জুগনুতলা, ছোটবাজার আলোয় ভাসছে গোটা মেদিনীপুর শহর। শহরের প্রায় প্রতিটি পাড়াতেই কালীপুজো হয়েছে। ছোট বাজেটের পুজো। তবে থিম পুজোর সংখ্যা বেড়েছে। সন্ধে নামতেই কেরানিতলা, কর্নেলগোলা থেকে ছোটবাজার, বড়বাজার, নতুন বাজার সেজে উঠেছে নানা রঙের আলোয়। শুধু মণ্ডপেই নয়, শহরের বটতলাচক, হবিবপুর প্রভৃতি এলাকার কালী মন্দিরগুলিতেও ভিড় ছিল চোখে পড়ার মতো।
‘মিনি-ইন্ডিয়া’ খড়্গপুরে বহু ভাষাভাষি মানুষের বাস। আলোর উৎসবেও তাই এখানে নানা রঙ। তেলুগু সম্প্রদায়ের লোকজন এ দিন বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন। প্রসাদ বিলিয়েছিল পড়শিদের। বাড়ির আশপাশ নানা রঙের আলোয় সাজানো হয়েছে। অবাঙালির বাড়িতে সাজানো হয়েছিল রঙ্গোলি। পাড়ায় পাড়ায় চলেছে হইহুল্লোড়। শহরের ইন্দা, পুরাতন বাজার থেকে মালঞ্চ, তালবাগিচা আলোর উৎসবকে কেন্দ্র করে নজরকাড়া উদ্দীপনা সর্বত্র। তালবাগিচায় কয়েকটি বড় বাজেটের কালীপুজো হয়। এ বারও হয়েছে। পুজো দেখতে সামিল হয়েছিলেন, আট থেকে আশি সকলেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.