চিৎপুর থানা এলাকায় উমাকান্ত সেন লেনের ছিনতাইয়ের সঙ্গে শহরের অন্য ছিনতাইগুলির গুণগত তফাত খুঁজে পাচ্ছে কলকাতার গোয়েন্দা পুলিশ। যেমন, ছিনতাইয়ের অন্যান্য ঘটনায় দুষ্কৃতীরা মুখ ঢেকে না রাখলেও এ ক্ষেত্রে তার মুখ ঢাকাই ছিল। আবার, এর আগে ছিনতাইকারীরা মোটরসাইকেল ব্যবহার করেছে। চিৎপুরের ক্ষেত্রে কিন্তু দুষ্কৃতী দিব্যি হেঁটেই চলে গিয়েছে।
|
জখম ঊর্মিলা সেন।
ফাইল চিত্র |
সোমবার উমাকান্ত সেন লেনের বাসিন্দা ঊর্মিলা সেনকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবারও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ছিনতাইকারী এলাকারই বাসিন্দা। পুলিশ জানায়, ঊর্মিলাদেবীর আঘাত গুরুতর হওয়ায় মঙ্গলবারও তাঁর সঙ্গে বিস্তারিত ভাবে কথা বলা যায়নি। তবে পুলিশের অনুমান, ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় ওই মহিলার মুখে আঘাত করে দুষ্কৃতী।
এ দিকে, অন্য একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কলকাতার গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সইফুল ইসলাম। গত সপ্তাহে তপসিয়ায় মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতী এক মহিলার ফোন ছিনতাই করেছিল। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া মোবাইলটি। পুলিশের দাবি, জেরায় সইফুল জানিয়েছে, দক্ষিণ শহরতলি ও দক্ষিণ ২৪ পরগনার একটি চক্র শহরের বেশ কিছু ছিনতাইয়ের ঘটনায় জড়িত। সইফুল স্বীকার করেছে, সে একা নয়, আরও কয়েক জন রয়েছে এই চক্রে। সইফুল এবং তার আগে ভবানীপুর থেকে গ্রেফতার হওয়া ছিনতাইকারীদের জেরার পরে তদন্তকারীদের অনুমান, কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় ছয় থেকে আটটি দল দুষ্কর্ম করছে, যাদের কাজের ধরন ভিন্ন।
গত সপ্তাহে ভবানীপুরে ছিনতাই করতে গিয়ে এক মহিলার তৎপরতায় ধরা পড়ে ফৈয়াজ আহমেদ নামে এক ছিনতাইকারী। তাকে জেরা করে একবালপুর থেকে গ্রেফতার করা হয় আরও দুই ছিনতাইকারীকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কালীঘাট ও ভবানীপুরের বেশ কয়েকটি ছিনতাইয়ের কিনারা করেছিল পুলিশ।
পুলিশের অনুমান, কসবা, যাদবপুর এবং ঢাকুরিয়ায় মোটরবাইকে চেপে অস্ত্র দেখিয়ে যে ছিনতাই হচ্ছে, তার পিছনে রয়েছে দক্ষিণ শহরতলির দুষ্কৃতীরা। অপরাধ করার পরেই তারা সরে পড়ছে এলাকা থেকে। জেরায় ধৃতদের থেকে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ বলেন, “দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। সোনারপুরে গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” |