ইস্ট-ওয়েস্ট মেট্রো গেল রেলের হাতে |
ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্ব পুরোপুরি চলে গেল রেলের হাতে। এই প্রকল্পে রাজ্যের অংশীদারি রেলের হাতে তুলে দেওয়ার কথা জানিয়ে সম্প্রতি মুখ্যসচিব সঞ্জয় মিত্র চিঠি দিয়েছেন দিল্লিকে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ডিরেক্টর বোর্ড থেকেও রাজ্যের ৫ প্রতিনিধিকে সোমবার ফিরিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সঙ্গে যৌথ ভাবে এই প্রকল্প নির্মাণের দায়িত্বে ছিল রাজ্যের পরিবহণ দফতর। ৪৮৭৪ কোটি টাকার প্রকল্পের অর্ধেক খরচ রাজ্যের দেওয়ার কথা ছিল। কেন্দ্রে ইউপিএ-র শরিক থাকাকালীন প্রকল্পের পুরোটাই রেলের হাতে তুলে দেওয়ার দাবি জানান মমতা। অনেক টানাপোড়েনের পরে গত ২৩ অগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেই দাবি অনুমোদিত হয়। ঠিক হয়, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের হাতে ২৬% শেয়ার থাকবে। বাকি ২৪% তারা তুলে দেবে রেলের হাতে। আর রাজ্য তার পুরো অংশটাই (৫০% শেয়ার) তুলে দেবে রেলের হাতে। সেপ্টেম্বরে ইউপিএ থেকে সমর্থন তুলে নেয় তৃণমূল। ফের টানাপোড়েন শুরু হয়। কেন্দ্রের চাপে রাজ্যের মুখ্যসচিব রেল ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়ে রাজ্যের অংশ ফেরানোর কথা আনুষ্ঠানিক ভাবে জানান। মেট্রোয় রাজ্য মনোনীত ৫ ডিরেক্টরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে।
|
শহরে বাজির আগুনে ছাই তিনটি কারখানা |
কালীপুজোর রাতে কলকাতা ও বরাহনগর মিলে পুড়ে গেল মোট তিনটি কারখানা। মঙ্গলবার রাত ৮টা নাগাদ উল্টোডাঙার খালপুলের কাছে একটি কাগজ কারখানা ছাই হয়ে যায়। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। রাত দশটা নাগাদ বরাহনগরের আলমবাজার জুটমিলে আগুন লাগে। সেখানে দমকলের ১৫টি ইঞ্জিন যায়। দু’ক্ষেত্রেই জলের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে রাত কেটে যায়। রাতেই ন’টার পরে আহিরীটোলার ডালপট্টিতে আগুন লাগে। দমকলের ছ’টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি থেকে আগুন লাগে বলে অভিযোগ বাসিন্দাদের। অভিযোগ মানতে নারাজ দমকল কর্তৃপক্ষ। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কলকাতায় ৭০টি জায়গায় আগুন লাগে। পাশাপাশি হাওড়ার শিবপুর এলাকার কাসুন্দিয়া রোডে একটি বহুতলের এক তলার একটি দোকানে বাজির ফুলকি থেকে আগুন লাগে। এ ছাড়াও হাওড়াতে ১১টি জায়গায় আগুন লাগে বলে দমকল সূত্রে খবর।
|
দুই যুবকের উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। সোমবার রাতে, কসবার কাঁটাপুকুরে। অভিযোগ, দুষ্কৃতীরা ওই যুবকদের খুনের চেষ্টা করে। এক যুবক হাসপাতালে ভর্তি। পুলিশ জেনেছে, স্থানীয় দুই প্রোমোটারের মধ্যে বহু দিন ধরেই গোলমাল চলছে। এক প্রোমোটারের আশ্রিত পাঁচ দুষ্কৃতী অন্য প্রোমোটারকে খুঁজতে সোমবার কাঁটাপুকুরে যায়। তাঁকে না পেয়ে ওই দুই যুবককে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
|
এক ব্যক্তির থেকে প্রায় ৬০,০০০ টাকা হাতিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। মঙ্গলবার, বড়বাজারের কটন স্ট্রিটে। পুলিশ জানায়, একটি পরিবহণ সংস্থার কর্মী লোকনাথ প্রসাদ ওই টাকা নিয়ে যাওয়ার সময়ে এক দুষ্কৃতী তাঁর ব্যাগ কেটে টাকা নিয়ে পালায়। অফিসে ফিরে লোকনাথবাবু দেখেন, ব্যাগ কাটা এবং টাকা নেই। অন্য দিকে, সোমবার গল্ফগ্রিনে একটি ফাঁকা বাড়িতে দরজা ভেঙে ল্যাপটপ, ক্যামেরা, ঘড়ি-সহ কয়েক হাজার টাকা চুরি যায়। পুলিশ জানায়, ফ্ল্যাটের বাসিন্দা টিভি সিরিয়ালের এক অভিনেত্রী। রাতে তিনি বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙা। |