টুকরো খবর |
ওসি’র বাড়িতে চুরি, ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে শিলিগুড়ি মহিলা থানার ওসি মমতাজ বেগমের বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার চুরির অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই তরুণকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম শঙ্কু মোহান্ত। তার বাড়ি বালুরঘাটের হিলিতে। ওসি’র পরিচিত হওয়ার সুবাদে ওই বাড়িতে তার যাতায়াত ছিল। ধৃতের কাছ থেকে বেশ কিছু চুরির অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “অলঙ্কার চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, মমতাজ বেগম বালুরঘাটে থাকার সময়ে হিলির ওই তরুণের সঙ্গে পরিচয় হয় তাঁর। গরিব ওই তরুণের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করতেন তিনি। শঙ্কুর বাড়িতে মা ও দিদা আছেন। তাঁদের অসুখ থেকে শুরু করে যে কোনও সমস্যায় পাশে থাকতেন ওসি। তিনি শিলিগুড়িতে মহিলা থানার ওসির দায়িত্ব নেওয়ার পরও সে সম্পর্ক অটুট ছিল। সেই সুবাদেই শঙ্কু মমতাজ বেগমের ডাঙ্গিপাড়ার বাড়িতে যাতায়াত করত। বাড়িতে ওসি এবং তাঁর ছোট মেয়ে থাকতেন। ওসি জানান, ৬ নভেম্বর একটি বিয়েবাড়িতে যাবেন বলে তিনি আলমারির লকার খুলে দেখেন একটিও অলঙ্কার নেই। তিনি বলেন, “কিছুদিন আগেই তাদের বাড়িতে ঘরের জানালা দেওয়ার জন্য বেশ কিছু টাকা দিই। যার উপকার করলাম সে এরকম ভাবে চুরি করবে ভাবতে পারিনি।”
|
আইন মেনেই জমি সৌরভকে, দাবি অশোকের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিকনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর আমলে সমস্ত আইন মেনেই জমি দেওয়া হয়েছিল বলে দাবি করলেন এসজেডিএ-র প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। শুক্রবার অশোকবাবু জানান, সম্প্রতি বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে সৌরভকে ঠিকঠাক নিয়ম মেনে জমি দেওয়া হয়নি। যা একেবারেই ভিত্তিহীন। এসজেডিএ-র ১১০ তম বোর্ড মিটিঙে ওই জমির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আড়াই একর জমির জন্য কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়। চারটি সংস্থা আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সৌরভ সর্বোচ্চ এক একর পিছু সাড়ে ৯১ লক্ষ টাকা দর দিয়ে জমিটি পায়। প্রথমে আড়াই একরের জন্য প্রাক্তন ভারত অধিনায়ক ২ কোটি ২৯ লক্ষ টাকা জমাও করে দেন। পরে জমির পরিমাণ একটু কম থাকায় সৌরভকে ১২ লক্ষ টাকা ফেরৎ দেওয়া হয়।
|
জওয়ানদের প্রশিক্ষণ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নতুন কনস্টেবলদের পাসিং আউট প্যারেড হল শিলিগুড়ির বৈকুন্ঠপুরে ট্রেনিং সেন্টারে। উপস্থিত ছিলেন বাহিনীর নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এসকে সুদ। বিএসএফের তরফে জানানো হয়েছে, দেশে এই প্রশিক্ষণ কেন্দ্রটি অন্যতম। ৩৬৫ জন কনস্টেবলের মধ্যে ১৬৫ জন অসম, ১৬০ জন জম্মু, ১৭ জন হিমালচল প্রদেশ এবং বাকি ২৩ জন অন্যান্য রাজ্য থেকে এসে এদিন প্রশিক্ষণ শেষ করেন। আইজি অনুষ্ঠানে জানান, ৩৪ সপ্তাহের প্রক্ষিক্ষণ শেষে ওই জওয়ানদের দেশের সীমান্ত এলাকায় নিয়োগ করা হবে। এর পাশাপাশি, বৈকুন্ঠপুরেই বাহিনীর ইন্টার ফ্রন্টিয়ার হকি প্রতিযোগিতাও এদিন শেষ হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু, জখম দুই |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় একটি ছোট গাড়ির আরোহীর মৃত্যু হয়েছে। আহত হন দু’জন। শুক্রবার ঘটনাটি ঘটে হাসিমারা আউটপোস্টের চিলাপাতা এলাকায়। আহতদের বায়ু সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসিমারা আউটপোস্টের ওসি বিভুতিভূষন বমর্ন জানিয়েছেন, মৃতের নাম সুখদেব সাহা (৩২)। সুব্রত দাস ও অনিন্দ দাস গুরুত্বর জখম হন। এদিন সকাল এগারোটা নাগাদ ছোট গাড়িটি কোচবিহার থেকে হাসিমারার দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এক জনের মৃতু্য হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির আরোহীরা কোচবিহারের বাসিন্দা।
|
কাকার ছুরিতে নিহত ভাইপো |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মদ খেয়ে বিবাদের জেরে কাকার হাতে ছুরিকাহত হয়ে হাসপাতালে মৃতু হল ভাইপোর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের ঘরঘরিয়া হাট এলাকায়। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য জানান, মৃতের নাম বিনোদ হরিজন (২২) বৃহস্পতিবার রাতে বাড়িতে কাকা জগন্নাথ হরিজনের সঙ্গে মদ্যপান করছিল বিনোদ। রাত আটা নাগাদ কাকা ভাইপোর মধ্যে পারিবারিক বিবাদ হয়। সেই সময় পকেট থেকে ছুরি বের করে জগন্নাথ বিনোদের পেটে ঢুকিয়ে দেয়। বিনোদকে প্রথমে বাবুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের চিকিসার জন্য আনা হয়। শুক্রবার সকাল আটটা নাগাদ বিনোদ মারা যায়। ঘটনার পর জগন্নাথকে গ্রেফতার করা হয়েছে।
|
৫১-এ ছোটা ভীম |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জংশন এলাকায় রেল কর্মীদের শ্যামা পুজোর এ বার ৫১ বছর। শিশুদের মনোরঞ্জনের কথা ভেবে মণ্ডপ সজ্জার কাজ চলছে। কার্টুনের ঢোলকপুর গ্রাম সহ বিভিন্ন চরিত্রকে তুলে ধরা হবে সেখানে। পুজো কমিটির পক্ষে কমল দে জানান, শিশুরা এখানে এসে পেয়ে যাবে তাদের প্রিয় ভীম, রাজুকে। জংশন রেল হাসপাতাল সংলগ্ন ময়দানে পুজোর উদ্বোধন হবে ১৩ নভেম্বর।
|
শতবর্ষে বাকি চার |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কালচিনির হ্যামিল্টনগঞ্জের কালী পুজোর এ বার ৯৬ বছর। ওই পুজো ঘিরে এ বারও মেলার আয়োজন হবে। পুজো উদ্যোক্তারা জানান, ১৪ নভেম্বর মেলার উদ্বোধন করবেন বনমন্ত্রী হিতেন বর্মন। মেলা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রায় পাঁচশো দোকান বসবে। থাকবে সার্কাস।
|
উৎসবে ধবলগিরি |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ধবল গিরির আদলে জংশন রবীন্দ্র সঙ্ঘের পুজো মণ্ডপ। ওই পুজোর এ বার ৬৭ বছর। আলোর এই উৎসবে থাকবে আলোর কারুকাজ। পুজো কমিটির সভাপতি অসীম বসু জানান, মণ্ডপের ভিতরে ঢুকে দর্শনার্থীরা রকমারি পৌরাণিক মূর্তি দেখবেন।
|
গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চরস ও গাঁজা বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সাদা পোশাকের পুলিশ। শুক্রবার এনজেপি পুলিশ ফাঁড়ির ট্রাকস্ট্যান্ড লাগোয়া এলাকায়। ধৃতের নাম মহম্মদ সাকিল। বাড়ি রাজাহোলিতে। তার পানের দোকান থেকে ২ কেজি গাঁজা এবং আড়াইশ গ্রাম চরস উদ্ধার হয়েছে।
|
১২ই ত্রিপাক্ষিক |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
বন্ধ মেটেলি চা বাগানের জট কাটাতে ১২ নভেম্বর ত্রিপাক্ষিক বৈঠক ডাকলেন মহকুমাশাসক। ৩১ অক্টোবর বাগান ছেড়ে কর্তৃপক্ষ চলে যান।
|
স্বামীকে খুন |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। ক্রান্তি ফাঁড়ির ঘটনা। নিহতের নাম আব্বাস আলি। |
|