খুনের অভিযোগে বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
খেলতে গিয়ে আর ফিরে এল না অদিতি
খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী অদিতি ভট্টাচার্য (১১)। দু’দিন পরে বাড়ির কাছে একটি নির্মীয়মাণ বাড়ির লাগোয়া জলায় মেয়ের মৃতদেহ পেলেন বাবা-মা। শুক্রবার সকালে অদিতির মৃতদেহ উদ্ধারের পর তাকে অপহরণ করে খুন করার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজগর আলি মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন লাগিয়ে দেওয়া হয় তার ভাইয়ের গাড়িতেও। বসিরহাটের চাঁপাপুকুর গ্রামে এই ঘটনায় এসডিপিও আনন্দ সরকার বিশাল বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, “মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আজগর, তার মা ও স্ত্রী-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে অদিতি খুনের আসল কারণ জানা যাবে।” এ দিন সন্ধ্যায় ডিআইজি অনিল কুমার এবং উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সুগত সেন ঘটনাস্থলে যান। তাঁরা অদিতির বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং উপযুক্ত তদন্ত করে দোষীদের কড়া শাস্তির আশ্বাস দেন।
আজগরের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠলেও তার বক্তব্য, “মানুষ ‘পারাপার’ করি এটা সত্যি। ওদের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্কও ভাল। ওকে মেয়ের মতো দেখতাম। খুন করার কথা ভাবতেই পারি না। অন্য কেউ শত্রুতা করে আমার বাড়ির সামনে দেহ ফেলে রেখে আমাকে ফাঁসিয়েছে। পুলিশি তদন্তেই সব জানা যাবে।”
বসিরহাট শহর লাগোয়া চাঁপাপুকুর এলাকায় মহিলা পাচার নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আজগর এলাকায় ধুর পাচারকারী খোঁড়া আজগর (একটি পা খারাপ) নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় অভিযোগও রয়েছে। কিছুদিন আগেই তার বাড়ি থেকে ১৮ জন বাংলাদেশিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় আজগরকে।

জ্বলছে অভিযুক্তের বাড়ি।

জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি।
সম্প্রতি সে জামিনে ছাড়া পায়। চাঁপাপুকুরে বড় রাস্তার একদিকে বাড়ি অদিতির বাবা পেশায় ভ্যানচালক গণেশবাবুর। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার। তাঁর বাড়ির উল্টোদিকেই বাড়ি আজগরের। দুই পরিবারের মধ্যে সম্পর্কও ছিল ভাল। স্থানীয় চাঁপাপুকুর হাইস্কুলের ছাত্রী বুধবার বেলা ১১টা নাগাদ খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে মা কাকলীদেবী জানান। মেয়ে বিকেল পর্যন্ত না ফেরায় গণেশবাবু সন্ধ্যায় বসিরহাট থানায় নিখোঁজ ডাইরি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, অদিতিদের বাড়ির কাছেই একটি বাড়ি তৈরি হচ্ছিল। সেখানেই তাকে শেষ দেখা যায়। বাড়ির ভিতের মাটি কাটার জন্য সেখানে জল জমে ছিল। পুলিশকে সঙ্গে নিয়ে ওই দিন গণেশবাবু জলে নেমে খোঁজাখুঁজি করলেও মেয়ের সন্ধান পাননি। ফিরে যায় পুলিশ। অথচ শুক্রবার সেখানেই অদিতির দেহ মেলায় রহস্য দানা বেঁধেছে।
বৃহস্পতিবার প্রতিবেশী আজগরের বাড়িতে একজন অপরিচিত লোককে দেখে সন্দেহ হয় গণেশবাবুর। তিনি পুলিশকে তা জানালে পুলিশ এসে আজগর এবং তার মা ও আলম মণ্ডল নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। কাকলীদেবীর দাবি, “ওদের পুলিশ নিয়ে যাওয়ার পরে আজগরের স্ত্রী মেহেরুন বিবি আমাকে বলে ‘লাখ টাকা দিলে তবে মিলবে মেয়ে’। এ কথা শুনে আমি বলি অত টাকা কোথায় পাব? কুড়ি হাজার টাকা হলে দিতে পারি। এ কথা শুনে মেহেরুন বলে সে আমার সঙ্গে ইয়ার্কি করছিল।” কাকলীদেবীর বক্তব্য, “এমন বিপদের সময় কেউ ইয়ার্কি করতে পারে? আসলে বিপদে পড়েছে বুঝতে পেরে ওরা কথা ঘুরিয়ে দেয়।” গণেশবাবুর বক্তব্য, “আজগর যে মেয়ে পাচারের সঙ্গেও জড়িত তা পুলিশকে জানানোয় তা জানতে পেরে তার স্ত্রী আমাদের এই বলে শাসায় যে, লাখ টাকা দিলেও মেয়েকে ফিরে পাবি না। তাই ওরাই আমার মেয়েকে খুন করেছে বলে আমাদের বিশ্বাস।”

ধৃত অভিযুক্ত আজগর আলি মণ্ডল।

শোকার্ত মা-বাবা।
পুলিশের মতে, যে ভাবে দু’টো বাড়ির সামনে (অদিতি ও আজগরদের বাড়ি) দেহ মিলেছে তা রহস্যজনক। অদিতির হাত বাঁধার চিহ্ন ও মাথায় কাদা লেগে থাকতে দেখে পুলিশের অনুমান অন্য কোথাও তাকে খুন করে দেহ এখানে ফেলে যাওয়া হয়েছে। সে ক্ষেত্রে দ্বিতীয় কারও জড়িত থাকার সম্ভাবনা প্রবল। তা ছাড়া আজগরের বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশিদের এপার-ওপার করানোর অভিযোগ থাকলেও নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে নেই বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি অদিতিকে খুন করলে দেহ অন্যত্র না সরিয়ে নিজের বাড়ির কাছেই কেন ফেলে রাখল সে প্রশ্নও উঠেছে। তবে কাকলীদেবীর দাবিমত কেন আজগরের স্ত্রী তাঁকে অদিতির সম্পর্কে ওই কথা বলেছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে ধুর পাচারকারী আজগরের বিরুদ্ধে এলাকারবাসীর ক্ষোভ ছিলই। এ দিন নিখোঁজ অদিতির দেহ উদ্ধারের পর তাতে ঘৃতাহুতি পড়ে। উত্তেজিত জনতা আজগরের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তার ভাইয়ের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে জনতাকে বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এলাকায় পুলিশ পিকেট বসেছে।

—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.