|
লক্ষ্মীরূপে কালী
সাবেক প্রথার পাশাপাশি বিষয়ের বৈচিত্রেও নজর কাড়ছে বাগমারি,
কাঁকুড়গাছি, বেলেঘাটা
এলাকার পুজো। দেখে এলেন কাজল গুপ্ত |
|
২৯-এর পল্লি সাধারণ শ্যামাপুজো কমিটি: ৬৬তম বর্ষে সাবেক প্রথাতেই পুজোর আয়োজন। মন্দিরের আদলে মণ্ডপ। বরাবরের মতোই প্রতিমার রূপ শ্যামাকালী। পুজোয় অন্নকূট উৎসবে প্রায় পাঁচ হাজার মানুষ যোগ দেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই পুজো সুবিমল (খোকন) মিত্রের পুজো নামেই খ্যাত।
কাঁকুড়গাছি সম্মিলিত শ্যামাপুজো কমিটি: পরেশ পালের পুজো বলে পরিচিত এই পুজোর এ বার ৫১তম বর্ষ। পুজো পরিচালনায় ‘আমরা সবাই’ ক্লাব। সাবেক ধাঁচেই পুজোর আয়োজন। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মণ্ডপ। ভবতারিণীর মূর্তির আদলে প্রতিমা। এ ছাড়াও তারাপীঠ, কালীঘাটের প্রতিমার আদলে প্রতিমা থাকবে মণ্ডপে। থাকছে স্বামী বিবেকানন্দের উপর প্রদর্শনী ও চন্দননগরের আলোকসজ্জা। কলকাতা ও মুম্বইয়ের চিত্রতারকারা হাজির থাকবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। |
|
বাগমারি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব: ৯১তম বর্ষে থিম ‘পদচিহ্ন’। কৃষিকে কেন্দ্র করে দেবদেবীর আরাধনা। মূলত চাষবাসের নানা পদ্ধতি দেখা যাবে মণ্ডপে। সংহার রূপে নয়, বরং লক্ষ্মীরূপেই প্রতিমার পরিকল্পনা করছেন উদ্যোক্তারা।
ফুলবাগান যুবকবৃন্দ: ৪৬তম বর্ষে সাবেক রীতিতেই পুজো। প্রতিমা শ্যামাকালী।
বিবেকানন্দ সঙ্ঘ: এ বার ৬৪ বছরে পা দিল। সাবেক পুজো। মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমা সাবেক।
বেলেঘাটা হোপলাইভ অ্যাথলেটিক ক্লাব: ৬৬তম বর্ষে পা দিল। ধ্বংসের পরে পৃথিবীর রূপ ফুটিয়ে তোলা হবে মণ্ডপ ও প্রতিমা সজ্জায়। |
|
বেলেঘাটা নেতাজি স্পোর্টিং ক্লাব: ৫৭তম বর্ষে পা। থিম সাতরঙা। মণ্ডপটি হাতের উপরে ধরে রাখা পৃথিবীর আদলে। প্লাইউড, কাপড়ে সেজে উঠছে মণ্ডপ। মণ্ডপসজ্জায় সাত রঙের ব্যবহার। প্রদীপ রুদ্র পালের ১৪ ফুটের কৃষ্ণকালী প্রতিমা।
বেলেঘাটা শ্রদ্ধাঞ্জলি: ২৮তম বর্ষে উদ্যোক্তাদের ভাবনা: ‘রয়েছো নয়নে নয়নে’। শ্যামাকালীর মুখের আদলে মণ্ডপে দেখা যাবে বিভিন্ন ভঙ্গিমায় চোখ ও আলোর ছটা। মণ্ডপ জুড়ে থাকবে অসংখ্য ত্রিশূল। প্রতিমা তৈরি হচ্ছে কুলো, ঝুড়ি-সহ লোকজ সামগ্রী দিয়ে।
উড়িয়াবাগান যুবকগণ (বটতলা): পটচিত্রকে থিম হিসাবে ভেবেছেন উদ্যোক্তারা। মণ্ডপ জুড়ে সেই পট, ঘণ্টা, সরার ব্যবহার থাকবে। পটে মাতৃশক্তির বিভিন্ন রূপ তুলে ধরা হবে। পটচিত্রের আঙ্গিকেই তৈরি হচ্ছে প্রতিমা। |
|
বেলেঘাটা ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব: এ পুজোর থিম ‘ভাবনা সর্বদাই উর্ধ্বগামী’। মণ্ডপ হবে অসংখ্য সিঁড়ির আদলে। ব্যবহার করা হচ্ছে মই। থিমের ভাবনাতেই সেজে উঠছে শ্যামারূপে প্রতিমা।
বেলেঘাটা শুঁড়া যুবকবৃন্দ: ৫৩ বছরে পা দিল। মণ্ডপ ও প্রতিমা সাবেক।
এ ছাড়া, স্বপ্নার বাগান, আমরা ক’জন ক্লাবের সাবেক রীতির প্রতিমা ও মণ্ডপ দেখতেও মানুষের ঢল নামবে বলে আশা উদ্যোক্তাদের।
|
ছবি: শৌভিক দে |
|