টুকরো খবর
মারধরে অভিযুক্ত সিপিএম নেতা
থানা চত্বরে দুই পুলিশ কর্মীকে মারধরে সিপিএম নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘সুয়োমোটো’ অভিযোগ দায়ের করল পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয় পাল। সিপিএমের বিক্ষোভ-কর্মসূচি ঘিরে বুধবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে মেদিনীপুর কোতোয়ালি থানা চত্বর। জখম হন দুই পুলিশকর্মী। পুলিশের অভিযোগ, শুধু মারধর নয়, তাঁদের টাকাও ছিনতাই করা হয়েছে। সিপিএম অবশ্য জানিয়েছে, অভিযোগ মিথ্যে। গত শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের এক সিপিএম কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতর আয়ুব খানের বাড়ি থেকে দেশি বন্দুক মিলেছে বলে পুলিশের দাবি। আয়ুব এখন জেল হেফাজতে। এই গ্রেফতারের প্রতিবাদে ওই দিন থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন সিপিএম কর্মী-সমর্থকেরা। বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। সিপিএম কর্মী- সমর্থকদের একাংশ জোর করে থানায় ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দেয়। গোলমালের মধ্যে সন্ন্যাসী আড়ি ও বলাই পান নামে দুই পুলিশ কর্মী প্রহৃত হন। কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, এমন ঘটনার প্রেক্ষিতে সুয়োমোটো অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ, পুলিশ নিজেই অভিযোগ জানিয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর ওই সদস্য ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুরবান আলি, গৌর মাইতি, রবীন ঘোষ প্রমুখ নেতা-কর্মী। পুলিশের দাবি, ওই দিন প্রায় ২০০ জন থানা চত্বরে ঢুকে গোলমাল করেছেন।

উৎসব সুষ্ঠু করতে
জগদ্ধাত্রীপুজো ও মহরম সুষ্ঠু ভাবে করতে পুলিশ-প্রশাসনের উদ্যোগে বৈঠক হল শুক্রবার। এ দিন জেলা কালেক্টরেটের সভাঘরে বৈঠক হয়। মেদিনীপুর (সদর) মহকুমা স্তরের বৈঠকও হয়েছে। মহকুমার বৈঠকে ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, ডিএসপি (ডি অ্যান্ড টি) মনোজিৎ সমাদ্দার, কোতোয়ালি থানার আইসি জয়দীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জেলা স্তরের বৈঠকে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী। জগদ্ধাত্রীপুজো ও মহরম কমিটিগুলিকে প্রশাসন জানিয়েছে, ২৩ নভেম্বর জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শেষ দিন। ২৪ তারিখের মধ্যে মণ্ডপ খুলে ফেলতে হবে। ২৬ নভেম্বরের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। পুজো উপলক্ষে অনুষ্ঠান করতে হলে অনুমতি সাপেক্ষে তার পরে করতে হবে। মহরমের আখড়া ২০ নভেম্বর থেকে বের করা যাবে। ২২ তারিখ সকালে আখড়া বের করা যাবে না। বিকেলে যাবে। আবার ২৩ তারিখ সকালে আখড়া বের করা যাবে। উৎসবের দিনগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বৈঠক বলে পুলিশ-প্রশাসন জানিয়েছে।

গোষ্ঠী সংঘর্ষে ধৃত নারায়ণগড়ে
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে নারায়ণগড়ের বিরবিরা গ্রামেও। ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মূলত, এলাকার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, তা নিয়েই গোলমালের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গোলমালে জড়িত থাকার অভিযোগে সমীর মাঝি নামে স্থানীয় এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। কেন এই গোলমাল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “ওই গ্রামে একটা গোলমাল হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গোলমালে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

ডেবরায় শারদ সম্মান
ডেবরা থানার উদ্যোগে শারদ সম্মান প্রদান করা হল শুক্রবার। এ দিন সকালে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী, খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বরুণচন্দ্র শেখর, খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য। ছিলেন এলাকার বিধায়ক রাধাকান্ত মাইতি। একটি রক্তদান শিবিরও হয়েছে। ২৭৫ জন রক্ত দিয়েছেন। এর মধ্যে ৫৭ জন মহিলা। ডেবরা থানা এলাকার তিনটি পুজোকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত হয়েছে বালিচক স্কুলবাজার সর্বজনীন, ডেবরা মুম্বই রোড সর্বজনীন এবং বালিচক গেটবাজার সর্বজনীন পুজো কমিটি। ডেবরা থানার ওসি কৃষ্ণেন্দু হোতা বলেন, “এলাকার মানুষের সহযোগিতায় এই আয়োজন।”

ক্রিকেট টুর্নামেন্ট
ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল গড়বেতার দলদলিতে। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কেএসটি তেলিবেড়িয়া ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়ী হয় বিষ্ণুপুর সান স্টার ক্লাব। দলদলির গোমারডাঙ্গার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভীড় করেন উৎসাহী মানুষ। দলদলি ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে সবমিলিয়ে ১৬টি দল যোগ দিয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.