কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্প ধনেখালিতে |
ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে হুগলির ধনেখালি ব্লকে শুরু হল কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্প। অর্থাৎ, এই প্রকল্পে বিভিন্ন বাড়ি থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করে সার তৈরি করা হবে। সেই কাজে যুক্ত করা হচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে। হুগলির গ্রামাঞ্চলে ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে বুধবার এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যুগ্ম সচিব পান্নালাল মহাপাত্র। উপস্থিত ছিলেন হুগলির অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মধুসূদন চট্টোপাধ্যায়-সহ জেলা এবং ব্লকের আধিকারিকেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ‘নির্মল ভারত অভিযান’ প্রকল্পের অধীন এই প্রকল্পের মূল লক্ষ্য যত্রতত্র আবর্জনা ফেলা রোধ করে দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা। ধনেখালিতে এই প্রকল্পটির নাম ‘নির্মাল্য’। পুর এলাকাগুলিতে বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা চালু থাকলেও গ্রামাঞ্চলে এমন ব্যবস্থা প্রথম হল। ধনেখালির বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, “প্রাথমিক ভাবে সমসপুর পঞ্চায়েতের ৫টি সংসদে এই কাজ শুরু হল। এ জন্য বরাদ্দ হয়েছে ২০ লক্ষ টাকা। প্রতিটি ঘরে আবর্জনা ফেলার জায়গা দেওয়া হয়েছে। সেই আবর্জনা সংগ্রহ করে আনবেন স্বনির্ভর গোষ্ঠী। ব্লকে নির্মাণ হচ্ছে সার তৈরির প্ল্যান্ট। তৈরি সারও বিক্রি করবে স্বনির্ভর গোষ্ঠী।” এই প্রকল্প জেলার সব ব্লকের সব পঞ্চায়েতে হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মধুসূদন চট্টোপাধ্যায়।
|
কালীপুজোর মুখে নিষিদ্ধ শব্দবাজি সহ ৪ জনকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে, জীবনতলার নারায়ণপুরের মাকালতলায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি বারুইপুরের চম্পাহাটি এলাকায়। তাদের কাছ থেকে চার হাজার নিষিদ্ধ শব্দবাজি ও দুটি মোটরবাইক আটক করা হয়েছে।
|
উদ্ধার হল প্রায় সাড়ে চারশোটি কচ্ছপ। বরেলী থেকে দিল্লিতে অ্যাম্বুল্যান্সে করে পাচার করা হচ্ছিল তাদের। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ কচ্ছপগুলিকে আনা হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে।
|