শব্দবাজির অভিযোগে মিলবে ডকেট নম্বর
নিষিদ্ধ শব্দবাজি সংক্রান্ত প্রতিটি অভিযোগের নথিভুক্তি নিশ্চিত করতে ডকেট নম্বর দেবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশ সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগ সবুজ মঞ্চের দাবি মেনে এই নতুন ব্যবস্থায় রাজি তারা।
সবুজ মঞ্চের অভিযোগ ছিল, শব্দবিধি ভাঙার অভিযোগ নিতে দুর্গাপুজো এবং কালীপুজোয় পর্ষদ কন্ট্রোল রুম খোলে। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পর্ষদ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিল কি না বা সেই অভিযোগ আদৌ নথিভুক্ত হল কি না, তা পরে খোঁজ নেওয়ার কোনও উপায় থাকে না। সবুজ মঞ্চের দাবি মেনে এ বার প্রত্যেক অভিযোগের জন্য ডকেট নম্বর দেবে পর্ষদ।
শব্দবাজির দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সবুজ মঞ্চ ছয় দফা দাবি তুলেছে। সেগুলি তাঁরা রাজ্য সরকার, পুলিশ ও পর্ষদকে চিঠি দিয়ে জানায়। পরে পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার, পরিবেশসচিব আর পি এস কাহালোঁ, পর্ষদের চেয়ারম্যান বিনয়কান্তি দত্ত ও কলকাতা পুলিশের প্রতিনিধিরা এক বৈঠকে দাবিগুলি নীতিগত ভাবে মেনে নেন। কাহালোঁ বলেন, “প্রত্যেক অভিযোগকারী ডকেট নম্বর পাবেন।”
এ ছাড়া, যে সব আবাসনের বিরুদ্ধে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ পাওয়া যাবে এবং তা প্রমাণিত হবে, সেখানকার ফ্ল্যাট-মালিক সমিতির পদাধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিল সবুজ মঞ্চ। তা-ও নীতিগত ভাবে মেনে নিয়েছেন পরিবেশকর্তারা। এ বার থেকে আবাসনে বা বহুতলে বাজি ফাটানোর অভিযোগ পেলে সেখানকার কর্তাদের অভিযুক্ত করতে পারবে পর্ষদ। ইতিমধ্যে পুলিশ এই মর্মে আবাসনের কর্তাদের চিঠি দিয়ে তা জানিয়েও দিয়েছে।
সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী রাত ১০টার পরে শব্দবাজি ফাটানো নিষেধ। অথচ ফি বছর রাত ১০টার পরেই বাজির তাণ্ডব শুরু হয়।
মঞ্চের আহ্বায়ক নব দত্ত বলেন, “পুলিশ এবং পর্ষদের নজরদারি কম থাকায় এই বছর বিপুল পরিমাণ শব্দবাজি ইতিমধ্যেই কলকাতা এবং শহরতলির বাজারে পৌঁছে গিয়েছে। সব চেয়ে উদ্বেগের বিষয় এটাই। লক্ষ্মীপুজোয় উত্তর ২৪ পরগনার হাবড়ায় বা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় যে ভাবে অবাধে শব্দবাজি ফেটেছে, তাতে আমাদের উদ্বেগ আরও বেড়েছে।”
তবে এ বছর কালীপুজোয় নজরদারি বাড়াবে পর্ষদ এবং পুলিশ। পরিবেশ দফতর এই বছর নজরদার দলের হাতে আরও বেশি শব্দ মাপার যন্ত্র দেবে বলেও দফতরের এক কর্তা জানান। পর্ষদের পক্ষ থেকে কুড়িটি নজরদারি দল শহর ও শহরতলিতে টহল দেবে। রাত দশটার পরে যেন বাজি না ফাটে, অন্য দিকে, বেলুড় চাঁদমারি থেকে ২৫০ কিলোগ্রাম শব্দবাজি উদ্ধার করেছে বালি থানার পুলিশ। ঘটনায় পণ্ডিত দে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আলোর আড়ালে শব্দ
• টপ টেন স্কাই ফ্ল্যাশ • সুপার স্টার • কালার মিরচি • ডলফিন ডাইভ টুয়েলভ শটস্
• ট্রাই কালার আকাশ বরসাত • ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া • ব্রেক ডান্স ১০০ শটস্
• সিংগিং বার্ডস্ ১০০ শটস্ • ওহ্ কলকাতা ৫০০ শটস্ • ১০৫ কালার বলস
• মিউজিক পার্টি • অ্যারাবিয়ান নাইটস • নাইট জুয়েল • স্কাই ম্যাজিক • ধুম ১০০

কলকাতা পুলিশ
• ২২১৪৩২৩০ • ২২১৪৩৪৩০
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
• ২৩৩৫৮২১২ • ১৮০০ ৩৪৫ ৩৩৯০
সবুজ মঞ্চ
• ২৪৭৩৩২৪৪ • ৯২৩০৫৬৮৯০২
অভিযোগ
জানাতে



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.