|
থিমে কর্মনাশা বনধ
কোথাও দেবী ভগ্নপ্রায় হানাবাড়িতে।
কোথাও তিনি
স্বর্ণালঙ্কারে
সজ্জিত।
ঘুরে দেখলেন
দেবাশিস দাশ ও শান্তনু ঘোষ |
|
কদমতলা দিনু লেনের সিটিবিএস: ৫৩তম বর্ষে থিম আলাদিনের আশ্চর্য প্রদীপ। মাটির ও জীবন্ত মডেলের মাধ্যমে গল্পটি তুলে ধরা হবে মণ্ডপে। ৩৫ ফুট উঁচু দৈত্যের ভিতর দিয়ে দর্শনার্থীদের ঢুকতে হবে।
কদমতলা নেতাজি সুভাষ সঙ্ঘ: ৫০তম বর্ষে ভগ্নপ্রায় হানাবাড়ির আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। ঢুকলে ভুলভুলাইয়ার মধ্যে পড়তে হবে। সেখানেই দেখা মিলবে জীবন্ত ভূতের। মানানসই কালীমূর্তি। চন্দননগরের আলো।
দক্ষিণ ব্যাঁটরা মাতৃ সঙ্ঘ: ৭৮তম বর্ষে এই পুজোর ভাবনা পৃথিবীর সপ্তম আশ্চর্য। প্লাই, রং, থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে তাজমহল, পিরামিড, স্ট্যাচু অফ লিবার্টি-র মতো সাতটি আশ্চর্য। থাকছে অন্নকূট উৎসব।
ধাড়সা ইয়ুথ অ্যাসোসিয়েশন: কর্মনাশা বন্ধের ছবি ফুটে উঠবে মণ্ডপে। এ বার ৩৬তম বর্ষ। মডেলের মাধ্যমে বাজারে অ্যাম্বুল্যান্স আটকে পড়া থেকে শুরু করে রেল অবরোধও দেখানো হবে।
কদমতলা বিজলী বালক সঙ্ঘ: মূল আকর্ষণ চন্দননগরের আলো। এলাকা সাজানো হচ্ছে আলোর মালায়। |
|
নেবুতলা সেবাদল: কদমতলার ক্ষীরোদতলা এলাকার এই পুজোর খরচ বাঁচিয়ে বেলুড় শ্রমজীবী হাসপাতালে কয়েকটি শয্যা দান করা হবে। চন্দননগরের আলোকসজ্জা। বিশাল মণ্ডপে একশো জনকে বসিয়ে পুজো দেখানোর ব্যবস্থাও থাকছে।
শিবপুর বিজয়ী সঙ্ঘ: ৫৪ বছরের এই পুজো হয় প্রতিষ্ঠিত মন্দিরে। প্রতি বারের মতো এ বারও কালীপুজোর দিন থেকে টানা দশ দিন দেবীর দশটি রূপের পুজো হবে। থাকছে অন্নকূট উৎসব।
কৈ পুকুর জাতীয় সঙ্ঘ: ৫০তম বর্ষের এই পুজোর প্রতিমা সাবেক। চন্দননগরের আলোয় মণ্ডপ ও স্থানীয় পুকুর সাজানো হচ্ছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবার ব্যবস্থা।
রথতলা মহামানব সঙ্ঘ: ৮৫তম বর্ষে মণ্ডপ তৈরি হচ্ছে শান্তিপুরের একটি মন্দিরের আদলে। থাকছে চন্দননগরের আলোকসজ্জা। এ ছাড়াও দুঃস্থদের শীতবস্ত্র দেওয়া হবে।
বেলগাছিয়া মোহনা: ৪৮তম বর্ষে মণ্ডপসজ্জায় ব্যবহার করা হচ্ছে ছাতা। সাবেক প্রতিমা।
ইছাপুর নতুন পল্লি: সাবেক পুজো। প্রতিমাকে স্বর্ণালঙ্কারে সাজানো হবে। এলাকা আলোয় সাজানো হচ্ছে। থাকছে নানা সামাজিক কর্মসূচি।
বসন্তরায়তলা শ্যামা সঙ্ঘ: ৭৮তম বর্ষে এই সাবেক পুজোর প্রতিমা স্বর্ণালঙ্কারে সাজানো হবে।
চারাবাগান নেতাজি সঙ্ঘ: ৪৫তম বর্ষে ১৪ ফুটের ভদ্রকালী প্রতিমা। গায়ের রং শিউলি ফুলের বোঁটার মতো।
দক্ষিণ ব্যাঁটরা বালক সঙ্ঘ: দেশপ্রাণ শাসমল রোডের এই পুজো সাবেক।
দক্ষিণ ব্যাঁটরা বড় কালী: সাবেক প্রতিমা। থাকছে নানা অনুষ্ঠান।
শিবপুর বেলতলা স্পোর্টিং ক্লাব: ৪৮তম বর্ষে কাল্পনিক মন্দিরের আদলে। পুজোর খরচ বাঁচিয়ে তিন বছর ধরে সুন্দরবন এলাকার আয়লা বিধ্বস্ত একটি সাঁওতাল গ্রামের বাসিন্দাদের সাহায্য করা হয়।
|
|
চ্যাটার্জিহাট গোপাল স্মৃতি সঙ্ঘ: এখানে প্রতিমা শ্যামাকালী। সারা বছর ধরেই চলে বস্ত্রবিতরণ। পুজোর সময় প্রতিমাকে যে বেনারসী পরানো হয় তা দুঃস্থ মেয়েদের বিয়েতে দান করা হয়।
বেলুড় বটতলা ইয়ং অ্যাসোসিয়েশন: ৪২তম বর্ষে পুকুরের উপরে পুরনো জমিদার বাড়ির আদলে মণ্ডপ। ভিতরে অন্ধকারের মধ্যে দেখা যাবে রেডিয়ামের প্রতিমা।
বেলুড় অগ্নিশিখা ক্লাব: দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। ভিতরে থাকছে হোগলা পাতা, বাঁশের ছিলার কারুকার্য। চন্দননগরের আলোয় এলাকা সাজচ্ছে।
বিনয় বাদল দীনেশ নগর সর্বজনীন: বালি পাঠকপাড়ার ৩৮তম বর্ষের মণ্ডপ তৈরি হচ্ছে নেপালের একটি প্যাগোডার আদলে। কৃষ্ণনগরের ১৫ ফুট উচ্চতার প্রতিমা। থাকছে চন্দননগরের আলোকসজ্জা। এ ছাড়াও স্বামীজির জীবনের উপরে প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে।
যুব সম্প্রদায় কিশোর ভারতী: বালি ঘোষপাড়ার এই পুজোর এ বার ৬৮তম বর্ষ। নাটমন্দিরের আদলে তৈরি মণ্ডপে থাকছে শ্যামাকালী।
বালি কল্যাণেশ্বর সম্মিলনী: থিম ড্রাকুলা। পোড়ো দুর্গের আদলে তৈরি মণ্ডপের ভিতরে ড্রাকুলার একটি গল্প অভিনয় করে দেখানো হবে। অন্যতম আকর্ষণ অন্নকূট উৎসব।
কল্যাণেশ্বর বালক সঙ্ঘ: বালি দেওয়ানগাজী রোডের এই পুজোয় ইসকনের মন্দিরের আদলে তৈরি মণ্ডপের ভিতরে আলো ও শব্দের মাধ্যমে নরবলির দৃশ্য দেখানো হবে।
কিশোর দল: নর্থ ঘোষপাড়ার এই পুজোয় তুলে ধরা হচ্ছে রেড ইন্ডিয়ানদের একটি গ্রাম। ছবিতে রেড ইন্ডিয়ানদের জীবনযাত্রা দেখা যাবে। থাকবে মাদুরকাঠির কারুকার্য। মানানসই প্রতিমা। |
|
দেবীরপাড়া নতুন দল: জগদীশপুরের এই পুজোর থিম বন্দেমাতরম। গ্রাম্য পরিবেশে নানা ছবির মাধ্যমে বন্দেমাতরম রচনার ইতিহাস ফুটিয়ে তোলা হবে। দেবী অবনীন্দ্রনাথের ভারতমাতা রূপী। থাকবে মনীষীদের জীবন্ত মডেল।
বালি বালক সঙ্ঘ: মণ্ডপ তৈরি হচ্ছে পুরনো জমিদার বাড়ির ঠাকুরদালানের আদলে। চার ফুটের দক্ষিণাকালী প্রতিমাকে স্থানীয় বাসিন্দাদের দেওয়া সোনা ও রূপোর গয়নায় সাজানো হয়।
নর্থ ঘোষপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন: চেন্নাইয়ের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। ভিতরে থাকছে দক্ষিণাকালীর প্রতিমা। ঘোড়ার গাড়িতে চাপিয়ে প্রতিমাকে বিসর্জনে নিয়ে যাওয়া হয়।
বালি ফাইভ স্টার: ২৩তম বর্ষে নাটমন্দিরের আদলে মণ্ডপ। উদ্যোক্তারা জানান, এক সদস্যের আকস্মিক মৃত্যুর জন্য এ বছর অন্যান্য আড়ম্বর বন্ধ রাখা হয়েছে। প্রতিমা শ্যামাকালীর।
নিশ্চিন্দা দেওয়ান চক কালী পুজো কমিটি: ২৫তম বর্ষের সাবেক পুজো। থাকছে নানা সাংস্কৃতিক, সামাজিক অনুষ্ঠান।
নেতাজি ব্যায়ামাগার: নিশ্চিন্দা পূর্ব পাড়ার এই পুজোর কালীপ্রতিমা ২৪ ফুট উচ্চতার। মেলাও বসবে।
|
ছবি: দীপঙ্কর মজুমদার |
|