টুকরো খবর |
শিক্ষক নিয়োগে দুর্নীতি, দায়ের হল অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডের গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রথাবর্হিভুত এবং বিকল্প শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগের এক চক্রের হদিশ পেল রাঁচি প্রশাসন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে ওই চক্রটি নিয়োগের আবেদনপত্রের সঙ্গে ড্রাফটের মাধ্যমে টাকা আদায় করছিল বলে অভিযোগ। তদন্তে নেমে ওই সংস্থার দুই কর্মীর কাছ থেকে এক প্রস্থ নথিপত্র আটক করা হয়েছে বলে আজ রাঁচির মহকুমা শাসক (সদর) অমিত কুমার জানিয়েছেন। একই সঙ্গে মহকুমা শাসক জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে বেশ কিছু সন্দেহজনক ঘটনা সামনে উঠে এসেছে। তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগের আবেদনপত্র গ্রহণের জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমোদনপত্র তাদের রয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা দাবি করেছিলেন। কিন্তু নিয়োগের আবেদনপত্র গ্রহণের কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কোনও বৈধ অনুমোদন সংস্থার কর্মীরা দেখাতে পারেননি। তাই আজ সংস্থার ডিরেক্টরকে ডেকে পাঠানোর পাশাপাশি সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের জন্য একটি এফআইআর দায়ের করা হয়েছে। মহকুমা শাসক জানান, ঝাড়খণ্ডের গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় প্রথাবহির্ভুত শিক্ষা কেন্দ্রে ১২০০ শিক্ষক নিয়োগের জন্য ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি আবেদনপত্র গ্রহণ করছিল। আবেদনকারীদের কাছ থেকে ড্রাফটের মাধ্যমে মাথাপিছু ১০০ টাকা করে নেওয়া হচ্ছিল। বলা হয়েছিল, ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা মাসে ১৯০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। গত কাল তদন্তে নেমে ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আট হাজার আবেদনপত্র।
|
জঙ্গি ঘাঁটির তথ্য দিল বিএসএফ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিএসএফ-বিজিবি বৈঠকে, বাংলাদেশের মাটিতে সক্রিয় ভারতীয় জঙ্গি সংগঠনগুলির ঘাঁটির বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে তথ্য তুলে দিল বিএসএফ। আলোচনা হয়েছে দু’পারের গুলির লড়াই ও চোরাচালান নিয়েও। বিএসএফ সূত্রে আজ জানানো হয়েছে, বাংলাদেশের সিলেটে চারদিনের এই বৈঠকে ভারতের তরফে নেতৃত্ব দেন আইজি (মেঘালয়) সুদেশ কুমার। বিএসএফের দলে ছিলেন গুয়াহাটি, ত্রিপুরা, মিজোরাম ও কাছারের কর্তারাও। বর্ডার গার্ড বাংলাদেশের নেতৃত্ব দেন বিজিবির ডেপুটি ডিজি তথা ব্রিগেডিয়ার জেনারেল আবু সইয়দ খান। দুই পক্ষের আলোচনায় উঠে আসে সীমান্তে গুলিচালনার ঘটনাগুলি। বাংলাদেশের দিক থেকে বিএসএফ জওয়ান ও নিরস্ত্র গ্রামবাসীদের উপরে আক্রমণের প্রতিবাদ জানায় বিএসএফ। বিজিবিও অভিযোগ তোলে, একাধিকবার ভারতের দিক থেকে গুলি চলেছে। অপহৃত হয়েছেন বাংলাদেশের গ্রামবাসীরা। সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক, ওষুধ, মদ চালানও বেড়েছে। বিএসএফ জানায়, সীমান্তে নেহাত প্রয়োজন না হলে মোটেই গুলি চালানো হচ্ছে না। প্রাণহানি এড়াতে প্রচলিত অস্ত্রের জায়গায়, জওয়ানরা স্টান গ্রেনেড ও পাম্প অ্যাকশন বন্দুক ব্যবহার করছে। দুই তরফে চোরাচালানের সময় ধরা পড়া ব্যক্তি ও বাজেয়াপ্ত সামগ্রীর তালিকাও পেশ করা হয়। সীমান্তে নারী পাচার, অস্ত্র পাচার, নকল টাকা পাচার ও জঙ্গি গতিবিধি দমনের জন্য দুই পক্ষই গোপন তথ্য আদান-প্রদান ও যৌথ প্রচেষ্টা বাড়ানোর উপরে জোর দেয়। বিএসএফ এই বৈঠকেই বাংলাদেশে ঘাঁটি গাড়া জিএনএলএ, আলফা, এইচএনএলসি, এনডিএফবি ও এনএলএফটি সংগঠনগুলির ব্যাপারে বিশদ তথ্য বাংলাদেশের হাতে তুলে দিয়েছে।
|
রাস্তায় নামছে বীরাঙ্গনা বাহিনী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ইভ টিজাররা সাবধান! গুয়াহাটির রাস্তায় মেয়েদের সঙ্গে বেগড়বাই বা অভব্যতা করলে ‘বীরাঙ্গনা বাহিনী’-র হাতে শাস্তি অনিবার্য! আজ থেকেই কম্যান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জনের বিশেষ মহিলা পুলিশ বাহিনী গুয়াহাটির রাস্তায় নেমে পড়েছেন। কেবল মহিলাদের প্রতি অত্যাচারই নয়, রাস্তাঘাটে যে কোনও ধরণের অপরাধ ঘটতে দেখলেই দ্রুতহাতে তার মোকাবিলা করবে এই বীরাঙ্গনা বাহিনী। রাজ্য পুলিশের ডিজি জয়ন্তনারায়ণ চৌধুরী জানান, ইতিহাসের বীর নায়িকাদের অনুপ্রেরণাতেই বীরাঙ্গনা বাহিনীর কথা ভাবা হয়েছিল। গত ৯ জুলাই গুয়াহাটির প্রকাশ্য রাজপথে এক যুবতীর শ্লীলতাহানির ঘটনা রাজ্য পুলিশকে এই বিশেষ বাহিনী তৈরির বিষয়টি ত্বরান্বিত করে। এর পরেই রাজ্যের বিভিন্ন ব্যাটেলিয়ন থেকে যোগ্য ও উৎসাহী মেয়েদের নিয়ে তামিলনাড়ুতে চলে বিশেষ প্রশিক্ষণ।
|
কড়ে আঙুলে ২০ বার ডন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কড়ে আঙুলে ভর করে একবার বুক ডন দেওয়াই যেখানে অসম্ভব ব্যাপার, সেখানে,ইম্ফলের মাইবাম ইতোম্বা মেইতেই ৩০ সেকেন্ডে ২০ বার দুই কড়ে আঙুলে বুক ডন দিলেন। পশ্চিম ইম্ফল নাওরেমথং এলাকায় তাঁর বাড়ি। বাবা সরকারি চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। অবসর নেওয়ার পরে আলমারি তৈরি করেন। ভারত্তোলনে বালক বিভাগে জাতীয় স্তরে সোনা পাওয়ার পরেও ইতোম্বা দারিদ্রের কারণে খেলাধুলো বা শরীরচর্চা চালিয়ে যেতে পারেননি। তখনই ভেবেছিলেন, দরিদ্ররা যেমন সমাজের দুর্বলতম অংশ তেমনই হাতেরও দুর্বলতম অংশ কড়ে আঙুল। তিনি নিজে দারিদ্রের কারণে সমাজে পিছিয়ে পড়েছেন। কিন্তু দুই কড়ে আঙুলকে পিছিয়ে পড়তে দেননি। প্রথমে পুরো হাত, তারপর চার, তিন, দুই, বুড়ো আঙুল পার করে এখন কড়ে আঙুলে ভর দিয়ে ডন দিতে পারেন সাড়ে ৫১ কিলোর ইতোম্বা।
|
টুজি নিয়ে আর্জিতে স্থগিতাদেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লি হাইকোর্টে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি সংক্রান্ত সব মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। টুজি মামলার যে কোনও আজির্র শুনানি অন্য কোনও কোর্টে হবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সিবিআই সুপ্রিম কোর্টে জানায়, এখন দিল্লি হাইকোর্টে ওই মামলা সংক্রান্ত প্রায় ২০টি আর্জি পেশ করা হয়েছে। তার পরেই এই নির্দেশ দিয়েছে বিচারপতি জি এস সিঙ্ঘভি ও কে এস রাধাকৃষ্ণনের বেঞ্চ। স্পেকট্রাম নিলাম নিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের নির্দেশ পুরো মানছে না বলেও অভিযোগ বেঞ্চের। কোর্টের বক্তব্য, বাতিল হওয়া স্পেকট্রাম সম্পূর্ণ নিলামের মাধ্যমে পুনর্বণ্টন করা হচ্ছে না।
|
গ্রেফতার স্বামী
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মহিলা কংগ্রেস কাউন্সিলর আত্মহত্যা কাণ্ডে মৃতার স্বামীকেই গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতের নাম পবন যাদব। মৃত সত্যম যাদবের পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ি থেকে পণের দাবিতে তাঁদের মেয়ের উপর অত্যাচার চলছিল বহুদিন ধরেই। সত্যমের দাদা জানিয়েছেন, পণ বাবদ দাবি করা হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা। যদিও শ্বশুর বাড়ির তরফে অস্বীকার করা হয়েছে এই অভিযোগ।
|
বিজেপির দাবি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অর্জুন মোধওয়াদিয়ার হয়ে ক্ষমা চাইতে হবে কংগ্রেসকেই, দাবি বিজেপির। কিছু দিন আগেই তাঁর বক্তৃতায় সরাসরি ভাবে না হলেও মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হনুমানের সঙ্গে তুলনা করেছিলেন প্রদেশ কংগ্রেস প্রধান মোধওয়াদিয়া। ঘটনায় স্বভাবতই ক্ষিপ্ত বিজেপি। গুজরাতের উন্নতি মেনে নিতে পারছেন না স্থানীয় কংগ্রেস নেতৃত্ব, তাই বিরূপ মন্তব্য করছেন তাঁরা, অভিযোগ বিজেপি নেতা প্রকাশ জাভাদেকারের।
|
মৃত ৩ স্কুলছাত্রী
সংবাদসংস্থা • বাহরাইচ |
পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন স্কুলছাত্রীর। শুক্রবার উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ঘটনা। সাইকেল চালিয়ে স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় বিনীতা(১২) ও মহিমা(৫)। একই জেলায় মোটরবাইকের ধাক্কায় আহত হয় ৫ বছরের এক শিশু। হাসপাতালে মৃত্যু হয় তার।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
সংবাদসংস্থা • বরেলী |
মোটরবাইকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল একই পরিবারের তিনজনের। বৃহস্পতিবার রাতে কাতরা-ফরাক্কাবাদ রাজ্য সড়কের উপর শাহজাহানপুরের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম সূরয পাল(৬০), মহেন্দ্র(৩৫) এবং রাম শরণ(৩৬)। গাড়িটির ড্রাইভার পলাতক।
|
বিজেপির দাবি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কংগ্রেসকে অর্জুন মোধওয়াদিয়ার হয়ে ক্ষমা চাইতে হবে, দাবি বিজেপির। কিছু দিন আগেই তাঁর বক্তৃতায় পরোক্ষে নরেন্দ্র মোদীকে হনুমানের সঙ্গে তুলনা করেছিলেন প্রদেশ কংগ্রেস প্রধান মোধওয়াদিয়া। গুজরাতের উন্নতি মেনে নিতে পারছে না কংগ্রেস, তাই বিরূপ মন্তব্য করছেন তাঁরা, অভিযোগ প্রকাশ জাভড়েকরের।
|
ব্যবসায়ী নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ধানবাদের তেঁতুলমারি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন চল্লিশোর্ধ্ব এক কয়লা ব্যবসায়ী। পুলিশ জানায়, নিখোঁজ ব্যক্তির নাম ওমপ্রকাশ সিংহ। ৭ নভেম্বর নিজের গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন তিনি। আজ সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের পরিবারের তরফে অপহরণের অভিযোগ করা হয়নি।
|
দ্রুত ভর্তুকি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের ৫১টি জেলায় সরাসরি ভর্তুকি দেওয়ার কাজ জানুয়ারি থেকে শুরু করতে চায় কেন্দ্র। ২০১৩ সালের ১ এপ্রিল থেকে ১৮টি রাজ্যে এই প্রকল্প চালু করতে চায় তারা।
|
খারাপ স্বামী |
রামায়ণের রামচন্দ্রকে ‘খারাপ স্বামী’ বলার জন্য বিজেপি নেতা রাম জেঠমলানীকে অভিযুক্ত করল কানপুরের কোর্ট। অভিযোগ, হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেছেন তিনি। |
|