|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
লৌকিক সারল্যে মানবীর প্রতিমূর্তি |
মৃণাল ঘোষ |
জয়দেব বালা মানবীপ্রতিমাকে দেবী দুর্গায় উদ্বোধিত করতে চেয়েছেন। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত তাঁর একক প্রদর্শনীর একটি ছবিতে লৌকিক সারল্যে তিনি মানবী এঁকেছেন। তাঁর নিজের দুটি হাতে ধরা তৃতীয় নয়ন বুকের মাঝখানে।
কাঁধের দু’পাশে আরোপিত চারটি করে আরও আটটি হাতের পল্লব। এ ছাড়াও গালে হাত দিয়ে কার্নিশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পাশে একটি পাখি। আকাশে বাঁকা চাঁদ। দেশীয় আঙ্গিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় নিজস্ব এক রূপরীতি গড়ে তুলেছেন তিনি। |
|
|
প্রদর্শনী
চলছে
কেমোল্ড: হিরণ্ময় সরকার আজ শেষ।
চিত্রকূট: সৃজন মুখোপাধ্যায় ১২ নভেম্বর পর্যন্ত।
গ্যালারি ৮৮: চিরদীপ চৌধুরী ২০ নভেম্বর পর্যন্ত।
গ্যালারি গোল্ড: সুশান্ত, মহুয়া প্রমুখ ২১ নভেম্বর পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: সুদর্শন পট্টনায়েক ১৮ নভেম্বর পর্যন্ত।
সিদ্ধার্থ সেনগুপ্ত ২৫ নভেম্বর পর্যন্ত। |
|