রাজ্য সরকারের বস্ত্রশিল্প দফতরের উদ্যোগে হস্তচালিত তাঁত শিল্প উন্নয়নের গুচ্ছ প্রকল্পের (ক্লাস্টার হাউস) উদ্বোধন হল শুক্রবার। পটাশপুর ২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েত এলাকার কাটনাদিঘিতে এর উদ্বোধন করলেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর। ছিলেন কাঁথি জোনের হস্তচালিত তাঁত শিল্প উন্নয়ন আধিকারিক উত্তমকুমার মান্না, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ প্রমুখ। বিধায়ক ও আধিকারিক জানান, ৯৮ লক্ষ ৩৭ হাজার টাকার প্রকল্পটিতে রাজ্য সরকারের অনুমোদন মিলেছে। তার মধ্যে প্রথম দফায় ৩৭ লক্ষ টাকা বরাদ্দও করা হয়েছে। প্রকল্পে রয়েছে হস্তচালিত তাঁত শিল্পীদের উন্নয়নের জন্য উন্নতমানের চিত্তরঞ্জন তাঁত, মালাডবির দ্বারা উন্নতমানের তাঁত বস্ত্র উৎপাদন, প্রশিক্ষণ, উন্নত ভেষজ রং ব্যবহার থেকে দ্রব্য বাজারজাত করা সবটাই। কেন্দ্রীয় সরকারের তরফে শিল্পীদের স্বল্প মূল্যে উন্নতমানের সুতো সরবরাহ করা হবে। প্রশিক্ষিত শিল্পীদের র্যজ্যসরকারের তরফে দেওয়া হবে ‘ক্লাস্টার হাউস’ ও ‘তাঁত যন্ত্র’। এই প্রকল্পে ২১৪ জন তাঁতশিল্পী উপকৃত হবেন।
|
ব্যবসা বাড়াতে এ বার বিদেশে পা রাখল ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সি ই এস সি)। নাইজেরিয়ায় বিদ্যুৎ বণ্টন পরিষেবা পরিচালনা করবে তারা। শুক্রবার সংস্থার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করতে গিয়ে এ কথা জানান সিইএসসি-র ভাইস চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা। দ্বিতীয় ত্রৈমাসিকে সিইএসসি-র নিট মুনাফা আগের বারের থেকে ২২ কোটি টাকা বেড়ে হয়েছে ১৩৬ কোটি। আর বিদ্যুৎ বিক্রি বাবদ আয় বেড়েছে ১৭০ কোটি। ওই সময়ে বিদ্যুৎ বিক্রি থেকে সংস্থার মোট আয় ১৩৪৪ কোটি টাকা।
সঞ্জীববাবু জানান, নাইজেরীয় সরকার বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা বেসরকারিকরণ করতে টেন্ডার ডাকে। তাতেই সুযোগ পেয়েছে সিইএসসি। তবে ৫টি সংস্থার গোষ্ঠী তৈরি করে সিইএসসি প্রতিযোগিতায় নামে। যার মধ্যে শুধু সিইএসসি-ই ভারতীয় সংস্থা। পরিচালনায় কারিগরি সহযোগিতা ছাড়া পরিকাঠামো তৈরির পরিকল্পনাতেও তাঁরা অংশগ্রহণ করবেন বলে জানান সঞ্জীববাবু। এ জন্য তাঁরা বছরে ২৫ লক্ষ ডলার ফি পাবেন। বণ্টনে লোকসান ৮০ শতাংশের বেশি কমাতে পারলে বণ্টন সংস্থার বাড়তি আয়ের ১২.৫০% পাবে সিইএসসি। এ দিকে আরপি-সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর সংস্থা স্পেনসার্সকে শেয়ার বাজারে নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালন পর্ষদ। এ জন্য বাজারে শেয়ার ছাড়া হতে পারে বলে জানান সঞ্জীববাবু।
|
অক্টোবরে গাড়ি বিক্রি বৃদ্ধির হার দাঁড়াল ২৩.০৯%, প্রায় দু’বছরে সবচেয়ে বেশি। এই শিল্পের সংগঠন সিয়াম জানিয়েছে, অক্টোবরে গাড়ি বিক্রি হয়েছে ১,৭২,৪৫৯টি। এর আগে ২০১১-র জানুয়ারিতে এই হার ছিল ২৫.২৭%। সিয়াম জানিয়েছে, গত বছর অক্টোবরে গাড়ি বিক্রি ছিল খুবই কম। তার তুলনায় হিসাব করার কারণেই এ বার বৃদ্ধি অনেকটাই বেশি দেখাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সঙ্কট কাটেনি। কারণ গত বছর উৎসবের মরসুমের (২০১১-এর সেপ্টেম্বর) তুলনায় এ বছর বিক্রি বেড়েছে মাত্র ৩.৬%।
|
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য এ বার কলকাতা থেকে বিশেষ বাস চালাবে কলকাতা ট্রাম কোম্পানি (সিটিসি)। চন্দননগর পুরসভার সহযোগিতায় যাত্রীদের সেখানকার বড় বড় জগদ্ধাত্রী পুজোগুলি ঘুরিয়ে দেখানো হবে। ২০ থেকে ২২ নভেম্বর পুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমী তিন দিন এসপ্ল্যানেড থেকে সকাল আটটায় একটি ও বেলা দু’টোয় তিনটি বাস দর্শনার্থীদের নিয়ে চন্দননগর যাবে। বিকেলের একটি বাস হবে শীততাপনিয়ন্ত্রিত। সকালের বাসে ভাড়া মাথাপিছু ৪৫০ টাকা। বিকেলের শীতাতপনিয়ন্ত্রিত বাসে ভাড়া ৯০০ টাকা। অন্য দু’টিতে ৫০০ টাকা। সকালের ও বিকেলের বাসের যাত্রীদের মধ্যাহ্নভোজ ও নৈশভোজও দেওয়া হবে।
|
ধনতেরাস উপলক্ষে বেহালার বিপণিতে নতুন প্রকল্প চালু করল রূপায়ণ জুয়েলার্স। এখানে সোনার গয়নার মজুরিতে অন্তত ২০% এবং গ্রহরত্নে ১০ ছাড় মিলবে। রয়েছে উপহার পাওয়ার সুযোগও। প্রকল্পটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। |