ন্যানো বাংলা ছেড়ে গুজরাতে গিয়েছে চার বছর আগে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আন্দোলনের নেত্রী।
সেই গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন আজ, শনিবার চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতার পাশে আসন নিচ্ছেন। সঙ্গে থাকছেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানও। মহড়া থেকে যা ইঙ্গিত, মমতা আজ বসবেন দুই সুপারস্টারের মাঝখানে।
ইদানীং কালে যে ক’টা হাই প্রোফাইল অনুষ্ঠান দেখেছে এ শহর, আজ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে তার মধ্যে অন্যতম সেরা কার্নিভাল। ট্রাফিক সিগনালে রবীন্দ্রসঙ্গীতের বদলে উৎসবের থিম। শয়ে শয়ে মানুষ স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ‘পাস’ পাওয়ার আশায়। যেন ইডেনের একটা বড় ম্যাচ কয়েক হাত দূরে ইন্ডোরে সরে এসেছে।
বিমানবন্দরে শাহরুখ।
শুক্রবার। ছবি: সুমন বল্লভ |
গোটা শহর বলাবলি করছে, হোপ ’৮৬-এর পর এত বড় তারকা সমাবেশ আর হয়নি। হোপ ’৮৬-এর নির্ধারিত অনুষ্ঠান প্রথম দিন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেস্তে গিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ব্যক্তিগত ভাবে মিঠুন চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন, যাতে পরের দিন অনুষ্ঠান হয়। প্রথম দিন অমিতাভ মঞ্চে ছিলেন। অসুস্থতার কারণে পর দিন থাকতে পারেনি।
আজ কিন্তু কলকাতার মঞ্চে একত্র হচ্ছেন মিঠুন-অমিতাভ-শাহরুখ। বাংলার ছেলে, বাঙালির জামাই আর বাংলার শুভেচ্ছা-দূত। সঙ্গে ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা। ‘‘অগ্নিপথের পর কৃষ্ণন আইয়ার আর বিজয় দীননাথ চৌহান আবার একসঙ্গে,” বলছিলেন মিঠুন। “অমিতজির সঙ্গে অনেক দিন পর দেখা হবে। ওঁর ৭০তম জন্মদিনের আগে জয়াদি আর অভিষেকের ফোন পেয়েছিলাম। আমি তখন হায়দরাবাদে শ্যুটিংয়ে ব্যস্ত।” এ বারের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রথমে অনিশ্চিত ছিলেন মিঠুন। উদ্যোক্তাদের জানিয়েছিলেন, শ্যুটিং আছে। পরে মমতা ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানান। মিঠুন তখন আর ‘না’ বলতে পারেননি।
নিমন্ত্রণ গিয়েছে গোটা বচ্চন পরিবারের জন্যও। সিনিয়র বচ্চন শনিবার সকালে কলকাতায় আসছেন। মিঠুন শুক্রবার রাতে শহরে নেমেছেন। বললেন, “ভাল লাগছে, শাহরুখের সঙ্গেও দেখা হবে। আজকাল তো শুধু এয়ারপোর্টেই দেখা হয়।” উটিতে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শ্যুটিংয়ের সময় শাহরুখ উঠেছিলেন মিঠুনের হোটেলে। সন্ধেবেলায় মিঠুনের ছেলে মিমোর সঙ্গে ভিডিও গেমস খেলতেন তিনি।
শুক্রবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন সেই শাহরুখ এবং তাঁর দুই নায়িকাও। যশ চোপড়ার ‘জব তক হ্যায় জান’-এর প্রচারে শনিবার সাংবাদিক সম্মেলন করবেন তাঁরা। সেই উপলক্ষেই ক্যাটরিনা-অনুষ্কার আসা। শাহরুখই ওঁদের নিয়ে যাচ্ছেন চলচ্চিত্র উৎসবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, উৎসব উদ্বোধনের মঞ্চকে কি তবে নিজের ছবির প্রচারে ব্যবহার করছেন শাহরুখ? সাধারণ দর্শকের অবশ্য এ সব ভাবার সময় নেই। তাঁরা চাঁদের হাট নিয়েই খুশি। এরই ফাঁকে শাহরুখ কেকেআর-এর দুই তারকা লক্ষ্মীরতন শুক্ল আর মনোজ তিওয়ারির সঙ্গে দেখা করেন কি না, জানার আগ্রহ রয়েছে ক্রিকেট-ভক্তদের। |
মহড়ায় পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। |
আর টলিউড? ইন্ডাস্ট্রি পাড়ায় শনিবার কোনও শ্যুটিং হচ্ছে না। বদলে রবিবারের ছুটি বাতিল করে পুষিয়ে দেওয়া হবে। উত্তেজিত গলায় শুক্রবার রাতে দেব বলছেন, “আমায় কিছু বলতে বলা হয়েছে কাল। এত বড় নক্ষত্রদের সঙ্গে মঞ্চে উঠব ভেবেই নার্ভাস লাগছে।’’ কোয়েল মল্লিক এ বারেও থালি গার্ল হওয়ার সুযোগ পেয়ে ডগমগ! বললেন, “এখনও ঠিক করতে পারিনি কোন শাড়িটা পরব!”
প্রসেনজিৎ অবশ্য নেই। তিনি নিউ ক্যাসল-এ শ্যুটিংয়ে ব্যস্ত। ঋতুপর্ণা সেনগুপ্তের ‘তিনকন্যা’ নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে গত এক সপ্তাহে। এ দিন উদ্বোধনে থাকছেন না ঋতুপর্ণা। বললেন, “একটা পারিবারিক অনুষ্ঠান আগেই ঠিক ছিল। তাই যেতে পারছি না। উৎসবের জন্য শুভেচ্ছা রইল।” |