পঞ্চায়েতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মাড়গ্রাম থানার রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির কালুহা পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান কংগ্রেসের ফিরদৌসি বেগম মাড়গ্রাম থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন। পাশাপাশি বিষয়টি রামপুরহাট ২ ব্লকের বিডিও-র কাছেও জানিয়েছেন। বিডিও সৌমনা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় পঞ্চায়েত ভবনে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। কর্মীদের ভয় দেখিয়ে কাগজপত্র নিয়ে পালায়।” এ দিকে পঞ্চায়েতের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, “বেলা ১১ নাগাদ তপন গ্রামের দুই বাসিন্দার পঞ্চায়েতে ঢোকে এবং প্রধানের স্বামীর সঙ্গে এলাকায় ঢালাই রাস্তা নির্মাণ নিয়ে বচসা হয়। তখন আমি পঞ্চায়েতের কিছু ব্যাঙ্কের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাঁরা আমার কাছে এসে তপন গ্রামের ভিতর দিয়ে ঢালাই রাস্তা নির্মাণের দাবি তোলেন। তাঁদের বলি, এ ব্যাপারে প্রধানের সম্মতি নিয়ে কাজ করতে হবে।” তাঁর অভিযোগ, “তখন ওই দু’জন আমার টেবিলে আগ্নেয়াস্ত্র রেখে বলেন, ব্লক অফিসে চলুন। এতে রাজি না হওয়ায় ওরা পঞ্চায়েতের রেজোলিউশন খাতা নিয়ে পালায়।” পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ওই খাতায় ২০১৩-১৪ আর্থিক বছরে কাজের ক্ষেত্রে কী কী অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে তার উল্লেখ আছে। পুলিশ পঞ্চায়েতে গিয়ে ঘটনার তদন্ত শুরু করলেও দুষ্কৃতীরা কেন ওই খাতা নিয়ে পালাল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা?
|
ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। ওই দুর্ঘটনার পর এলাকায় যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে লাভপুর ব্লক অফিস সংলগ্ন এলাকার সিউড়ি-কাটোয়া সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম ফুলবাবু শেখ (১৭)। তার বাড়ি স্থানীয় রেজিস্ট্রি পাড়া এলাকায়। সে লাভপুর যাদবলাল হাইস্কুলের ছাত্র ছিল। মৃত স্কুল ছাত্রের পরিবারের দাবি, রাস্তা পেরিয়ে মাঠ থেকে ছাগল আনতে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা বালি বোঝাই ট্রাক তাকে পিষে দেয়। এরপরেই যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা। দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককেও।
|
টোল আদায়ের জায়গা বদল বিতর্ককে কেন্দ্র করে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। শুক্রবার তিন ঘণ্টা বিক্ষোভ দেখানোর পরে সংশ্লিষ্ট বিডিও-র কাছে এ নিয়ে তারা একটি স্মারকলিপিও দেয়। তৃণমূলকর্মী হাসিব আলি খান বলেন, “টোল আদায়ের কেন্দ্র হিসেবে আগামী সাত দিনের মধ্যে আগের জায়গাটিকেই নির্ধারিত করতে হবে।” তাঁদের ওই দাবি না মানলে ক্ষতিপূরণ চাওয়া হবে বলে তিনি জানিয়েছেন। মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম বলেন, “আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন বিক্ষোভকারীরা পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে টোল আদায় করা হচ্ছে বলেও বিডিও-র কাছে অভিযোগ করেন। তা নিয়ে অবশ্য বিডিও-র দাবি, “পুলিশকে সঙ্গে নিয়ে নজরদারিতে এমন কিছু নজরে পড়েনি।”
|
পঞ্চায়েত ভবনের ৯টি তালা ভেঙে ফ্যান, বাল্বসহ বেশকিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে মাড়গ্রাম থানার বুধিগ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার রাতের ঘটনা। মাড়গ্রাম থানার বারমল্লিকা গ্রাম থেকে ৩০০ মিটার দূরে ওই পঞ্চায়েত ভবন রয়েছে। প্রধান কংগ্রেসের চাঁদ সুলতানা জানান, দুষ্কৃতীরা নতুন ভবনের জানালার গ্রিল ভেঙেছে। পুরনো ভবনের ৯টি তালা ভেঙে জিনিসপত্র নিয়ে পালিয়েছে। রামপুরহাট ২ ব্লকের বিডিও সৌমনা বন্দ্যোপাধ্যায় বলেন, “বুধিগ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা শুনেছি। প্রধানকে পুরো রিপোর্ট দিতে বলেছি।”
|
লোবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করল সারা ভারত কৃষকসভা। শুক্রবার দুপুরে সংগঠনের রামপুরহাট ১ জোনালের দশম সম্মেলন উপলক্ষে রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর মোড়ে প্রকাশ্য সমাবেশ হয়। সেখানে সিপিএমের জেলা সম্পাদক তথা সারা ভারত কৃষকসভার জেলা সভাপতি দিলীপ গঙ্গোপাধ্যায়, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলির সদস্য ব্রজ মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা লোবার ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবি করেন। |