টুকরো খবর |
ক্ষমা চাক পাকিস্তান, দাবি বাংলাদেশের
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
মাত্র পাঁচ ঘণ্টার বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। আর তখনই বাংলাদেশ দাবি জানাল, ইতিহাসের জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাক পাকিস্তান। ১৯৭১ সালে যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার জন্য আন্দোলন চলছিল তখন অন্তত ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন পাক সেনার হাতে। আজ বৈঠক শুরু আধঘণ্টার মধ্যেই সেই ঘটনা প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণি বলেন, মুক্তিযুদ্ধের সময়ে যা হয়েছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে। |
|
মুখোমুখি দীপু মণি ও হিনা রব্বানি খার। শুক্রবার ঢাকায়। —নিজস্ব চিত্র |
এ ছাড়াও দু’দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে বেশ কিছু অমীমাংসিত বিষয়েরও সমাধানের দাবি জানান দীপু মণি। প্রথমে অস্বস্তিতে পড়লেও পরে পরিস্থিতি সামলে নেন হিনা রব্বানি খার। ২০০৮ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম বাংলাদেশ সফরে এলেন কোনও পাকিস্তানি মন্ত্রী। ১৯ থেকে ২২ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ডি-৮ সম্মেলন। তাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র দিতেই বাংলাদেশে এসেছিলেন হিনা। বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা এবং বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলাদা ভাবে দেখা করেন পাক বিদেশমন্ত্রী।
|
আজ মালালা দিবস বিশ্ব জুড়ে
সংবাদসংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
তার সাহসিকতার সঙ্গে পরিচিত গোটা বিশ্ব। এ বার স্বীকৃতির পালা। মালালা ইউসুফজাইকে সেই স্বীকৃতিই দিতে চলেছে রাষ্ট্রপুঞ্জ। আগামী কাল, ১০ নভেম্বর গোটা বিশ্ব জুড়ে পালিত হবে মালালা দিবস, ঘোষণা করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন। মুন জানিয়েছেন, সারা বিশ্বে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে মালালা হল অনুপ্রেরণা। একই দিনে মালালার সাহসের প্রশংসা করেছে পাক সরকারও। পাক শিক্ষামন্ত্রী শাহজাহান ইউসুফ ‘ই-৯’ শিক্ষা সম্মেলনে অংশ নিতে আপাতত ভারতে। নয়াদিল্লিতে আজ তিনি বলেন, “মালালার উপর আক্রমণ আমাদের দেশ তথা গোটা বিশ্বের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা। যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত।” পাক শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বার্মিংহামের হাসপাতালে মালালা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
|
গায়ে আগুন চার তিব্বতির, অস্বস্তিতে চিন
সংবাদসংস্থা • বেজিং |
পাঁচ বছর পরে পার্টি কংগ্রেস শুরু হয়েছে গত কাল। আর এর মধ্যেই তিব্বত সমস্যা নিয়ে প্রবল অস্বস্তিতে চিন। স্বাধীন তিব্বতের দাবিতে গত কালই সিচুয়ান ও কিংঘাই প্রদেশে গায়ে আগুন দিয়েছিলেন চার তিব্বতি। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। স্বভাবতই এই ঘটনার পরে অস্বস্তি বেড়েছে হু জিনতাও এবং তাঁর সরকারের। উদ্বোধনী বক্তৃতাতেই দেশের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে সরব হয়েছিলেন চিনের বিদায়ী প্রেসিডেন্ট। রাজধানী বেজিং-সহ বিভিন্ন শহরে বেড়েছে পুলিশি টহল। প্রয়োজন ছাড়া লোক বাড়ি থেকেও খুব একটা বেরোচ্ছেন না।
|
চাঁদে আবার
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
প্রায় চার দশক পর ফের চাঁদে মানুষ পাঠাতে চলেছে নাসা। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তাদের এই নতুন অভিযানের কথা ঘোষণা করা হবে। এই নতুন অভিযানে চাঁদের থেকেও দূরে, গভীর মহাকাশে মানুষের আস্তানা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন লগস্ডন। এই অভিযানের আনুমানিক খরচ ১৭.৭ বিলিয়ন মার্কিন ডলার। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভোটের আগেই। তবে, প্রেসিডেন্ট নির্বাচনের মুখে সে ঘোষণা করতে চায়নি নাসা।
|
ফের কান্না
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
লক্ষ্যে পৌঁছতে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের কথা বলতে গিয়ে চোখ ভিজল বারাক ওবামার। ওবামার প্রচারকারী দল একটি ভিডিও ফুটেজ আপলোড করেছে একটি ইন্টারনেট সাইটে। তাতে দেখা যাচ্ছে, শিকাগোর সদর দফতরে তাঁর দলের সমর্থক বন্ধুদের উদ্দেশে বক্তৃতা দিচ্ছেন ওবামা। তিনি বলছেন, “তোমরা যা করেছ যে ভাবে করেছ তা কোনও ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। তোমরা মানুষের জন্য করেছ।”
|
বন্ধ আর্থিক সাহায্য
সংবাদসংস্থা • লন্ডন |
আগামী চার বছরের মধ্যে ভারতকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দেবে ব্রিটেন। ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন দফতরের সচিব জাস্টিন গ্রিনিং জানান, ২০১৫ সাল অবধি ২০০ কোটি ডলার আর্থিক সাহায্য মিলবে, কিন্তু তার পর থেকে শুধু প্রযুক্তিগত সাহায্যই পাবে ভারত।”
|
ওবামার ফোন
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ বেশ কয়েক জন রাষ্ট্রনেতাকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ওবামা অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান।
|
টুইটারে পোপ
সংবাদসংস্থা • ভ্যাটিকান সিটি |
টুইটারে অ্যাকাউন্ট খুলবেন পোপ ষোড়শ বেনেডিক্ট। জানালেন ভ্যাটিকানের মুখপাত্র ফেডেরিকো লম্বার্ডি। পোপের বক্তৃতা ও আবেদন প্রচার করা হবে তাতে। পোপের নামে কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টও আছে। |
|