টুকরো খবর
পানশালার মালিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ
পানশালার মালিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে শুক্রবার বেশ কিছুক্ষণ হিরাপুর থানার ইসমাইল রোড অবরোধ করলেন বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে পানশালা চালানোর অভিযোগ তুলে সেটি বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার আসানসোলের অতিরিক্ত জেলাশাসকের কাছে আবেদন করেছিলেন বাসিন্দারা। তার পর শুক্রবার সকাল থেকেই ওই পানশালার মালিক এলাকার বাসিন্দাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। প্রতিবাদে বাসিন্দারা সকাল সাড়ে ১১টা নাগাদ ইসমাইল রোড অবরোধ শুরু করেন। ঘন্টা দেড়েক পরে ঘটনাস্থলে আসে হিরাপুর থানার পুলিশ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পুলিশ জানায়, বাসিন্দাদের লিখিত ভাবে নির্দিষ্ট অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি লটারি চালানোয় ধৃত। বেআইনিভাবে অনলাইন লটারি চালানোর অভিযোগে শুক্রবার দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ওই ডেরায় অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় কম্পিউটারও।

সিপিএম-তৃণমূল সংঘর্ষ
—নিজস্ব চিত্র।
পতাকা নামানোকে কেন্দ্র করে জামুড়িয়ার চুরুলিয়ায় সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ হল শুক্রবার। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে। জামুড়িয়া ১ ব্লকের তৃণমূল সভাপতি পূর্ণশশী রায়ের অভিযোগ, এ দিন সকালে এক দল সিপিএম সমর্থক তাঁদের চুরুলিয়া আঞ্চলিক কমিটির কার্যালয়ে যান। সেখানে তৃণমূলের পতাকা নামিয়ে দেন তাঁরা। প্রতিবাদ করতে গিয়ে তিন তৃণমূল কর্মী নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ। কার্যালয়ের সামনে বোমা ফাটানো হয় বলেও দাবি তাঁর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের চুরুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি পিন্টু মিশ্র জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্তের পাল্টা অভিযোগ, এ দিন তাঁদের জামুড়িয়া ১ নম্বর কার্যালয়ে অতর্কিতে আক্রমণ করে কিছু তৃণমূল সমর্থক। বিনা প্ররোচনায় দলীয় পতাকা নামাতে বলে তারা। অভিযোগ, ওই তৃণমূল সমর্থকদের হাতে মাউজার, পিস্তল এবং বোমা ছিল। মনোজবাবুর দাবি, স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে এগিয়ে এলে পুলিশের সামনেই বোমাবাজি চালায় তারা। জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন সিপিএম-কর্মী নন্ডী রুইদাস। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তদন্ত শুরু হয়েছে।

ডাম্পার থেকে কয়লা চুরি
কয়লা পরিবহনের সময়ে ডাম্পার থেকে কয়লা চুরির অভিযোগ উঠল জামুড়িয়া ২ নম্বর ব্লকে। প্রদেশ তৃণমূল সদস্য মুকুল বন্দ্যোপাধ্যায় ইসিএলের নিউ কেন্দা কোলিয়ারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, জামুড়িয়া ২ নম্বর ব্লকের কেন্দা ও সংলগ্ন এলাকায় ইসিএলের খনিগুলি থেকে কয়লা পরিবহনের সময়ে ডাম্পার থেকে কয়লা চুরি করছে চোরেরা। অভিযোগের প্রতিলিপি কেন্দা ফাঁড়ি এবং পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, কেন্দা এবং সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই ডাম্পার থেকে কয়লা নামাচ্ছে চোরেরা। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও প্রতিকার হয়নি। ইসিএল কর্তৃপক্ষ জানান, বিষয়টি পুলিশকে জানিয়েছেন তাঁরা। পুলিশ জানায়, অভিযান চলছে। তদন্ত হবে।

পানীয় জলের দাবি, বিক্ষোভ
জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বুধবার থেকে কার্যত পানীয় জল নেই নিউ কেন্দা কোলিয়ারির ইস্ট কেন্দা খনিকর্মী আবাসনে। প্রতিকারের দাবিতে শুক্রবার নিউ কেন্দা কোলিয়ারির এজেন্টকে ঘন্টা দুয়েক ঘেরাও করে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ সরবরাহও অনিয়মিত হয়ে পড়েছে। কোলিয়ারির এজেন্ট সোমনাথ সিংহ জানান, জলের পাইপ চুরি হওয়ায় এই বিপত্তি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বিক্ষোভ চলছেই
ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরির দাবিতে শুক্রবারেও বিক্ষোভ দেখাল দুর্গাপুরের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট’ (এনপিটিআই) এর বি-টেক পড়ুয়ারা। বৃহস্পতিবার সারা দিন ধরে পঠন-পাঠন বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছিলেন তাঁরা। পড়ুয়াদের দাবি, কর্তৃপক্ষের তরফে বৃহস্পতিবার কোনও সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় শুক্রবার দুপুর থেকে ফের অবস্থান বিক্ষোভ শুরু হয়। প্রতিষ্ঠার ডিরেক্টর সুবীর কুমার বসু পড়ুয়াদের ধৈর্য ধরতে বলেন।

অনূর্ধ্ব ১৪ ফুটবল
দুর্গাপুরের নবদিগন্ত মাঠে চলছে অনূর্ধ্ব ১৪ ফুটবল। ছবি: বিশ্বনাথ মশান।
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগে শুক্রবার নবদিগন্তের মাঠে জিতল আইএন দিশারী। তারা উখড়া ফুটবল অ্যাকাডেমিকে ২-১ গোলে হারায়।

জয়ী মহীশিলা
বড়থল নেতাজি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল মহীশিলা এসি। বড়থল মাঠে তারা শ্যামবাঁধ এসসিকে ১-০ গোলে হারায়।

দোকানে চুরি
একটি মোবাইলের দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে অন্ডাল মোড়ের ওই দোকানে ওই ঘটনা ঘটে। দোকানের মালিক অজয় মণ্ডল অন্ডাল থানায় লিখিত অভিযোগে জানান, শুক্রবার সকালে দোকান খুলে তিনি দেখেন দোকানের চাল ভাঙা। জিনিসপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২ নম্বর জাতীয় সড়কের অন্ডাল মোড়ে বারবার এমন ঘটনা ঘটেছে। কেউ ধরা পড়েনি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

গম আটক
বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ৬০ কেজি গম-সহ একটি পিক-আপ ভ্যান আটক করল রানিগঞ্জের আমলাসোঁতা ফাঁড়ির পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.