খেলার টুকরো খবর |
তারাপীঠে ফাইনাল |
তারাপীঠ মিলন সঙ্ঘ পরিচালিত জয়তারা উইনার্স ও জয়বাম রানার্স ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামী ৫ নভেম্বর বর্ধমানের পালীগ্রাম আদিবাসী মা মনসা ক্লাবের মুখোমুখি হতে চলেছে বধর্মানেরই পরাসিয়া আদিবাসী ডায়মণ্ড ক্লাব। গত ১২ অক্টোবর আজিমগঞ্জ ওয়াই এসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে প্রথম সেমিফাইনালে ওঠে পরাসিয়া। অন্য দিকে, ১৭ অক্টোবর বাহিরী ফুটবল ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় সেমিফাইনালে ওঠে পালীগ্রাম। গত ২৪ সেপ্টেম্বর থেকে স্থানীয় চিলার মাঠে আট দলীয় ওই প্রতিযোগিতা শুরু হয়েছে।
|
ছাত্র-শিক্ষক ফুটবল |
ছাত্র-শিক্ষক দূরত্ব কমাতে ময়ূরেশ্বর লোকপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে হয়ে গেল প্রীতি ফুটবল প্রতিযোগিতা। তাতে যোগ দিলেন স্কুলের শিক্ষক ও ছাত্রেরা। গত ১৮ অক্টোবর স্থানীয় কলেজ মাঠে হওয়া ওই খেলায় ছাত্রদল ৩-০ গোলে জয়লাভ করে। প্রধান শিক্ষক অভিজিৎ দে বলেন, “এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-শিক্ষক সম্পর্কের দূরত্ব অনেকটাই কমে যায়। ফলে পড়াশোনা ছাড়াও নানা বিষয়ে তারা খোলাখুলি শিক্ষকদের জানাতে পারে।”
|
হার রানিপাথরের |
খয়রাশোল রানিপাথর যুব সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় রজত জয়ন্তীবর্ষ ফুটবল প্রতিযোগিতায় অয়োজক সংস্থাকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে জিতল বধর্মানের ঘাসকেন্ডা ফুটবল একাদশ। গত ২৫ অক্টোবর রানিপাথর ফুটবল ময়দানে ওই খেলা হয়। ম্যান অফ দ্য ম্যাচ হন ঘাসকেন্ডার অরুণ কোড়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (প্রশাসন) বিধান রায়, স্থানীয় বিধায়ক বিজয় বাগদি প্রমুখ।
|
নক আউট ম্যাচ |
পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় স্থানীয় কানাইপুর আদিবাসী সবুজ সঙ্ঘের মুখোমুখি হবে সাঁইথিয়া ময়ূরাক্ষী গ্রামীণ ফুটবল দল। স্থানীয় স্কুল ময়দানে ওই প্রতিযোগিতা হবে। ১৬ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল। ক্লাবের ক্রীড়া সম্পাদক কেশব ভাণ্ডারী বলেন, “খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য এ বার থেকে উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ নগদ টাকাও পুরস্কার দেওয়া হবে।”
|
জয়ী সেবা সৎকার সমিতি |
সিউড়ি সদর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতায় সিউড়ি ত্রাণ সমিতিকে সাডেন ডেথে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিউড়ির রবীন্দ্রপল্লি সেবা সৎকার সমিতি। গত ৭ অক্টোবর জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমাশাসক চন্দ্রনাথ রায়চৌধুরী, পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়, সংস্থার সম্পাদক বিদ্যাসাগর সাউ প্রমুখ।
|
ফুটবল টুর্নামেন্ট |
রঘুনাথপুর থানার কলাগড়া গ্রামে গত অগস্ট মাস থেকে শুরু হয়েছে লিগ কাম নকআউট পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। রবিবার ফাইনালে জয়ী হয়েছে মহুলবেড়িয়া অ্যাকশন ক্লাব। কলাগড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হওয়া এই প্রতিযোগিতায় এলাকার ১৬টি দল যোগ দিয়েছিল। টাইব্রেকারে ফুলবেড়িয়াকে ২ গোলে হারায় মহুলবেড়িয়া। উপস্থিত ছিলেন রঘুনাথপুর ২ ব্লকের বিডিও উৎপল ঘোষ।
|
|
বিষ্ণুপুর স্টেডিয়ামে সুপার ডিভিশন লিগের ফাইনাল ম্যাচ। |
|
স্মৃতি শিল্ড |
২৭তম ইন্দিরা গাঁধী স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল আমাকোচা আদিবাসী ফুটবল ক্লাব ও বালকডি কেডিএম হাইস্কুল। আজ বুধবার প্রতিযোগিতার ফাইনাল খেলা। কেন্দায় ইন্দিরা গাঁধী স্মৃতি শিল্ড ফুটবল কমিটির উদ্যোগে গত সেপ্টেম্বর মাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্যোক্তাদের তরফে জগন্নাথ মাহাতো জানান, এতে ৫১টি দল যোগ দিয়েছিল।
• মহানন্দ রজক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পূর্ণদিশা স্পোর্টিং ক্লাব আসানসোলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রিজ-এর সাঁওতালডিহি শাখা। সম্প্রতি সাঁওতালডিহির ট্রেনিং ময়দানে এই প্রতিযোগিতা হয়। ফাইনালে ২-০ গোলে জিতেছে কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রিজ।
• বি আর অম্বেড়কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সড়বড়ি সবুজ সঙ্ঘকে ১-০ গোলে হারায় কলকাতার শ্যামনগর অ্যাথলেটিক ক্লাব। সম্প্রতি রঘুনাথপুর স্টেডিয়ামে রঘুনাথপুর মহকুমা তফসিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ওই প্রতিযোগিতা হয়।
|
হিলটপে ফুটবল |
দুর্গাপুজো উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা হয়েছে অযোধ্যা পাহাড়ের হিলটপ ময়দানে। উদ্যোক্তা অযোধ্যা পাহাড় ষোলো আনা দুর্গাপুজো কমিটি। অষ্টমী ও নবমীতে হয়েছে পুরুষদের ফুটবল প্রতিযোগিতা। উদ্যোক্তাদের তরফে অখিল সিংসর্দার জানান, প্রতিযোগিতায় ২৪টি দল যোগ দিয়েছিল। ফাইনালে মাঠা আদিবাসী রঘুনাথ ক্লাবকে টাইব্রেকারে হরিয়ে চ্যাম্পিয়ন হয় অযোধ্যো বীর বীরসা ক্লাব। দশমীতে হয়েছে মহিলাদের ফুটবল। চারটি দল ছিল। ফাইনালে বীর বীরসা ক্লাবকে হারায় অযোধ্যা আদিবাসী উন্নয়ন সঙ্ঘ।
|
‘ফাইনালে রানিগঞ্জ’ |
পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব পরিচালিত স্পীড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল রানিগঞ্জ সুপ্রিয় সঙ্ঘ। গত শনিবার হাটকৃষ্ণনগর ফুটবল মাঠে এই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ধর্মতলা সুবারবর্ন ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা। আগামী শনিবার এই প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাঁকুড়া জেলা আদিবাসী একাদশ মুখোমুখি হচ্ছে তারকেশ্বর ফুটবল একাদশের।
|
জয়ী ইয়ুথ কর্নার |
|
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত ‘স্পীড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি-২০১২’ নক আউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল সোনামুখী ইয়ুথ কর্নার। গত বৃহস্পতিবার পাত্রসায়র ফুটবল মাঠে এই প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে হুগলির চাঁপাডাঙা একাদশকে ২-০ গোলে হারায় তারা। প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে জয়ী হয়েছে বজবজ একাদশ। গত শনিবার পাত্রসায়র ফুটবল মাঠে এই খেলায় বজবজ একাদশ ১-০ গোলে বর্ধমানের জৌগ্রাম একাদশকে হারায়। আজ, বুধবার এই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বজবজ একাদশ মুখোমুখি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের।
|
ক্রীড়া প্রতিযোগিতা |
বোরো থানার বারি হাইস্কুলের মাঠে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা হয়েছে রবিবার। প্রয়াত মন্ত্রী সীতারাম মাহাতো স্মৃতি রক্ষা কমিটির পক্ষে নিয়তি মাহাতো জানান, এ বার ১১ বছরে পড়ল এই প্রতিযোগিতা। জেলার বিভিন্ন থানা এলাকা ছাড়াও লাগোয়া ঝাড়খণ্ড থেকে কয়েকটি দল এতে যোগ দিয়েছিল। ১৬টি ক্রিকেট ছিল। গত ১৪ অক্টোবর থেকে খেলা শুরু হয়। নুন্যা চাতরা বাহাই দলকে হারায়। জয়ী দলের রাজা বিশ্বাস ম্যান অফ দ্য ম্যাচ ও বিকাশ শর্মা ম্যান অফ দ্য সিরিজ হন। ২৬ অক্টোবর থেকে ফুটবল খেলা শুরু হয়েছিল। ছেলেদের বিভাগে ১৬টি ও মেয়েদের বিভাগে ৮টি দল ছিল। ছেলেদের বারি রঞ্জিত একাদশ সেভেন স্টার ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় এবং মেয়েদের মানবাজার দুই মহিলা দল টাইব্রেকারে ধবকাটা মান দিশম গাঁওতাকে ৪-১ গোলে পরাজিত করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নীলকমল মাহাতো প্রমুখ।
•
গত ৯ ও ১০ অক্টোবর জেলাস্তরের পাইকা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে পুরুলিয়ায়। অনূর্ধ্ব ১৮ স্তরের এই প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে প্রায় ১৩০০ প্রতিযোগী ছিলেন বলে জানান জেলা যুব দফতরের আধিকারিক দীপককুমার মণ্ডল। পুরুষদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বান্দোয়ান, রানার্স হয়েছে বলরামপুর। মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয় বান্দোয়ান, রানার্স হয় বরাবাজার ব্লক। পুরুষ ও মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে পুরুলিয়া-১ ও ঝালদা-২, রানার্স বরাবাজার ও পুরুলিয়া-১ ব্লক। কবাডিতে পুরুষ ও মহিলা বিভাগে সেরা হয় সাঁতুড়ি, রানার্স বাঘমুণ্ডি ও বলরামপুর। খো-খো’র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় পুরুলিয়া-১, রানার্স মানবাজার-২। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন মানবাজার-১ ও রানার্স মানবাজার-২।
|
জয়ী মায়ের আশিস |
টান টান উত্তেজনার মাধ্যমে শেষ হল বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের ফুটবল লিগ। ফাইনালে নির্ধারিত সময়ে গোল শূন্য ছিল। টাইব্রেকারেও ম্যাচ অমীমাংসিত থাকে। সাডেন ডেথে বিষ্ণুপুরের মায়ের আশিস ক্লাব মড়ার মল্লভূম জিয়ৌড় গাঁওতাকে হারিয়ে জয়ী হয়। মঙ্গলবার বিষ্ণুপুর স্টেডিয়ামে খেলাটি হয়। আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক বরুণ দে জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল।
|
স্মৃতি যোগাসন |
মুকুন্দলাল স্মৃতি জেলা যোগাসন প্রতিযোগিতা হয়েছে আদ্রায়। সম্প্রতি আদ্রার জেএম বিশ্বাস ভবনে ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল পুরুলিয়ার বিভিন্ন স্কুল ও যোগাসন প্রশিক্ষন কেন্দ্রগুলির ১৭০ জন শিক্ষার্থী। তিনটি বিভাগ ছিল। পঞ্চম শ্রেণি পর্যন্ত ছেলে ও মেয়েদের ‘ক’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অমিত রাজোয়াড় ও স্নেহা কবিরাজ। অষ্টম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অর্ণব কুন্ডু ও প্রদ্ধা দত্ত। দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সুরজিৎ রায় ও সুকন্যা সেনগুপ্ত।
|
সংক্ষেপে |
পুরুলিয়া যোগ অ্যাসোসিয়েশন ও একটি ক্লাবের যৌথ উদ্যোগে সম্প্রতি পুরুলিয়া জলতরঙ্গে হয়েছে জেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। ২৫, ৫০, ১০০ ও ২০০ মিটার পুরুষ ও মহিলা বিভাগে ৮৫ জন প্রতিযোগী ছিলেন। মন্ত্রী শান্তিরাম মাহাতো ও বিধায়ক কে পি সিংহ দেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
•
তৃতীয় ওয়ার্ল্ড কিও কুশিন ক্যারাটে প্রতিযোগিতায় যোগ দিতে জাপান যাচ্ছে পুরুলিয়া শহরের বাসিন্দা অভিজিৎ শীল। মানভূম ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণপদ বিশ্বাস জানান, আগামী ১০-১২ নভেম্বর জাপানের টোরামা শহরে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
|
ছবিগুলি তুলেছেন শুভ্র মিত্র ও দেবব্রত দাস। |
|