প্রাক শীতেই উৎসবে ঢাকা পড়তে চলেছে বহরমপুর। শীত ভর যার রেশ বয়ে নিয়ে যাবে প্রচীন এই শহর।
কাল, ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের এবিটিএ’র সপ্তম ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন। রবীন্দ্রসদনের পাশেই গাঁধীমূর্তির পাদদেশে মুক্তমঞ্চ গড়ে তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। থাকছে গান থেকে আবৃত্তি, গিটার-বাঁশি-বেহালা থেকে বাউল-ভাওয়াইয়া। শ্রুতিনাটক থেকে ‘যুগাগ্নি’র নাটক ‘আমি মেয়ে’। ‘যুগাগ্নি’ই আবার আয়োজক আগামী ১৭ নভেম্বর থেকে দু-দিনের ‘প্রাচ্য’র তিনটি প্রযোজনার। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘তৃতীয় অঙ্ক, অতএব’। নাটক, নির্দেশনা ও অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় দিন ১৮ নভেম্বর, মঞ্চস্থ হবে ব্রাত্য বসুর নাটক ‘সুপারি কিলার’। নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। ১৯ নভেম্বর, ‘রোমিও জুলি’। নাট্য নির্মাণ উজ্জ্বল চট্টোপাধ্যায়।
২৪ নভেম্বর থেকে রবীন্দ্রসদনে শুরু হবে বহরমপুরের নাট্যগোষ্ঠী ‘রঙ্গাশ্রম’-এর তৃতীয় বছরের নাট্যোৎসব ‘নাট্য সমারোহ’। ‘রঙ্গাশ্রম’-এর কর্ণধার সন্দীপ ভট্টাচার্য বলেন, “২৪ নভেম্বর থেকে শুরু হয়ে নাট্য সমারোহ শেষ হবে ৩০ নভেম্বর। ওই ৭ দিনে বাংলাদেশ, বিহার, অসম, সিকিম ও কলকাতা-সহ মোট ৮টি নাট্যগোষ্ঠীর মোট ৮টি নাটক মঞ্চস্থ হবে। ২৪ নভেম্বর নাট্য সমারোহের উদ্বোধন করবেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে আসাদুজ্জামানের নাটক ‘দেওয়ান গাজির কিসসা’। রঙ্গাশ্রমের ওই প্রযোজনার নির্দেশক সন্দীপ ভট্টাচার্য। অভিনীত হবে বিহারের ‘ফ্যাক্ট রঙ্গমণ্ডল’-এর পুরস্কৃত নাটক ‘সমঝোতা’। সুমন কুমারের ওই নাটকের নির্দেশক প্রবীণ গুঞ্জন।
২৬ নভেম্বর কলকাতার ‘নান্দীকার’ মঞ্চস্থ করবে ‘হৃদ মাঝারে’। নাট্য ভাবনা সুপ্রিয় চক্রবর্তী। বিন্যাস ও নির্মাণে সোহিনী সেনগুপ্ত ও কমল চট্টোপাধ্যায়। ২৭ নভেম্বর কলকাতার ‘সংসৃতি’ মঞ্চস্থ করবে দেবেশ চট্টোপাধ্যায়ের লেখা ও তাঁর পরিচালিত নাটক ‘সূর্য পোড়া ছাই’। ২৮ নভেম্বর সকাল ১১টায় অভিনীত হবে কুচবিহারের ‘কম্পাস’-এর নাটক ‘আবর্ত’। সন্ধ্যায় সিকিমের ‘এনএসডি রেপার্টরি-র নাটক ‘হাম হি আপনা আপ’। আশিফ ইকবালের লেখা ওই নাটকের পরিচালনা করছেন বিপিন কুমার। অসমের ‘আখড়া ঘর নাট্য প্রশিক্ষণ কেন্দ্র’-এর পুরস্কৃত প্রযোজনা ‘চুপ এক প্রহসন’ মঞ্চস্থ হবে ২৯ নভেম্বর। নিজের লেখা ওই নাটকের নির্দেশকও অসীমকুমার শর্মা। ৩০ নভেম্বর সমাপ্তি সন্ধ্যায় মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘থিয়েটার আর্ট ইউনিট’-এর নাটক ‘কোর্ট মার্শাল’।
এখানেই শেষ নয়, ডিসেম্বরে বহরমপুরের ‘ঋত্বিক’ আয়োজিত দেশ বিদেশের নাট্যমেলা ১২ বছরে পড়ল। ১২ ডিসেম্বর নাট্যমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের নাট্যসংস্থা ‘আরণ্যক’-এর কর্ণধার মামনুর রশিদ। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। নাট্যকর্মী বিভাস চক্রবর্তী, নাট্যোসংস্থা ‘গোবরডাঙার নকশা’ ও ঢাকার নাট্যপত্রিকা ‘মঞ্চপত্র’-কে এ বার সম্মান জানাবে ঋত্বিক। |