হাতির দল লালগড়েই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বন দফতরের আধিকারিকেরা প্রথমটায় ভেবেছিলেন, এ বার হাতির দলটি ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলের দিকে যেতে পারে। তবে তাঁদের অনুমান সত্যি হল না। দলমার দামালেরা লালগড় থেকে এ বার মেদিনীপুরের দিকে আসতে শুরু করেছে। মঙ্গলবার বিকেলে দলটি লালগড় রেঞ্জের ভাউদি বিটের অন্তর্গত তালডাঙায় এসে পৌঁছয়। তাদের গতিবিধি দেখে বন দফতরের আধিকারিকদের অনুমান, এ বার তারা মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার দিকে যাবে। তারপর কংসাবতী নদী পেরিয়ে খড়্গপুরের দিকে এগোতে পারে। বন দফতরের রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “এক সময় মনে হয়েছিল, দলটি মালাবতীর জঙ্গলের দিকে যেতে পারে। তবে এখন মনে হচ্ছে, দলটি মেদিনীপুরের চাঁদড়ার দিকেই আসতে পারে। দলটির গতিবিধির উপর সব সময়ই নজর রাখার চেষ্টা হচ্ছে।” এক সপ্তাহেরও বেশি হাতির দলটি গোয়ালতোড়ের নানা এলাকা দাপিয়ে বেরিয়েছে। খেয়ে, মাড়িয়ে প্রচুর ফসলের ক্ষতি করেছে তারা। কয়েকটি মাটির বাড়িও ভেঙেছে। দলটিতে ১৩০ থেকে ১৪০টি হাতি রয়েছে বলে বন দফতর সূত্রে খবর। হাতিগুলি গোয়ালতোড়ের দুধপত্রি, বেলাবনি ছেড়ে বেরোতেই চাইছিল না। কয়েকটি হাতি রামগড়ের দিকে এসেও ফিরে যায়। একটি হাতি বাচ্চা প্রসব করাতেই এই পরিস্থিতি। গত মঙ্গলবার গভীর রাতে বেলাবনি-বাবুইবাসা সংলগ্ন এলাকায় ওই বাচ্চাটির জন্ম হয়। মা হাতিটি বাচ্চাকে ছেড়ে যেতে চাইছিল না। ফলে দলটির গতি কমে গিয়েছে। শেষমেশ সোমবার ভোরে দলটি গোয়ালতোড় ছেড়ে লালগড়ে ঢুকে পড়ে। মঙ্গলবার দিনভর লালগড়-শালবনি সীমানা লাগোয়া কয়েকটি এলাকা দাপিয়ে বেড়িয়েছে হাতিগুলি। ডিএফও বলেন, “গতিবিধি দেখে মনে হচ্ছে, দলটি চাঁদড়া পেরিয়ে খড়্গপুরের দিকে যেতে পারে। নজর রাখা হয়েছে।”
|
পাঁকে পড়ে মৃত গন্ডার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পাঁকে আটকে মারা গেল একটি গন্ডার। ঘটনাটি ঘটেছে কাজিরাঙায়। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক গন্ডারটির দেহ আগরাতলি রেঞ্জের আহতগুড়ির কাছে পাওয়া গিয়েছে। বনরক্ষীরা তার খড়্গটি সংগ্রহ করে নেন। অন্য দিকে, কাজিরাঙা লাগোয়া কার্বি আংলং-এর ধনসিরিকুম গ্রাম থেকে পুলিশ আজ একটি .৩০৩ রাইফেল উদ্ধার করে। শিকারি গনেশ দোলের বাড়িতে লুকানো ছিল রাইফেলটি। গণেশ পুলিশের কাছে স্বীকার করে, সম্প্রতি আগরাতলিতে গন্ডার হত্যার কাজে এই রাইফেল ব্যবহার করা হয়েছিল।
|
ময়াল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
৯ ফুট লম্বা একটি ময়াল সাপ ধরা পড়ল হিরাপুরের জুনুট গ্রামে। গ্রামবাসীরাই সাপটিকে বস্তাবন্দি করে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। তাঁরা জানান, বেশ কিছুদিন ধরে গ্রামের হাঁস ও মুরগি নিখোঁজ হয়ে যাচ্ছিল। মঙ্গলবার সকালে একটি পুরনো ইটভাটায় সাপটিকে আস্ত একটি মুরগি খেতে দেখেন বাসিন্দারা। সেটিকে বস্তাবন্দি করা হয়।
|
আট হাজার পাউন্ডেরও বেশি দামে বিক্রি হয়ে রেকর্ড গড়ল মারচুপ মিজ। শিপডগ প্রজাতির এই কুকুরটি বিক্রি হয়েছে ব্রিটেনের উত্তর ইয়র্কশায়ারের একটি নিলামে। এখন সে-ই বিশ্বের সব চেয়ে দামি শিপডগ। |