টুকরো খবর
হতাশ বাজার পড়ল ২০৫
মূল্যবৃদ্ধি যুঝতে সুদ কমায়নি রিজার্ভ ব্যাঙ্ক। কমিয়েছে শুধু নগদ জমার অনুপাত। তার উপর আবার বেড়েছে ব্যাঙ্কের অনাদায়ী সম্পদ বাবদ তুলে রাখা টাকার অনুপাতও (প্রভিশনিং)। ২ থেকে বাড়িয়ে তা ২.৭৫% করেছে শীর্ষ ব্যাঙ্ক। আর এ সব কারণেই মঙ্গলবার হতাশ হয়েছে শেয়ার বাজার। ২০৫ পয়েন্ট নেমে গিয়েছে সেনসেক্স। এমনিতে রেপো বা রিভার্স রেপো রেট কমার আশা তেমন ছিল না। কিন্তু ঘাটতি কমাতে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতির পর এ নিয়ে ক্ষীণ আশা তৈরি হয় বাজারে। তাই সেই আশা ভঙ্গ টেনে নামিয়েছে সূচককে। পড়েছে নির্মাণ, গাড়ি সংস্থার শেয়ার দর। যাদের চাহিদা অনেকটাই সুদের উপর নির্ভরশীল। কমেছে ব্যাঙ্কের শেয়ার দরও। বাজারের আশঙ্কা, নগদ জমার অনুপাত কমায় যে বাড়তি টাকা ব্যাঙ্কের হাতে আসত, তা অনেকটাই তুলে রাখতে হবে অনাদায়ী সম্পদ খাতে। এই টাকা লাভ-ক্ষতির হিসাবে না-থাকায় প্রভাব পড়বে ব্যাঙ্কের মুনাফাতেও।

কর্মী ছাঁটবে ইউবিএস
খরচ কমাতে আগামী তিন বছরের মধ্যে বিশ্ব জুড়ে ১০ হাজার (১৬%) কর্মী ছাঁটাই করবে সুইস ব্যাঙ্ক ইউবিএস। এখন তাদের কর্মী সংখ্যা ৬৪ হাজার। ভারতেও ১০ শতাংশের বেশি ছাঁটাই হতে পারে বলে সংস্থার ইঙ্গিত। ইউবিএস কর্তৃপক্ষের দাবি, সেপ্টেম্বর ত্রৈমাসিকে হওয়া প্রায় ২৩৬ কোটি ডলারের ক্ষতি সামাল দিতেই এই সিদ্ধান্ত। কাটছাঁট করা হবে পণ্য-পরিষেবাতেও।

সিস্টেমা নিয়ে ভারত
সিস্টেমার টুজি স্পেকট্রাম বাতিল নিয়ে গতকালই আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া। উত্তরে মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিলেন, আইনের পথে হাঁটার স্বাধীনতা রয়েছে বিষয়টিতে জড়িত সব পক্ষেরই। ভারতের আশা, শান্তিপূর্ণ সমাধানের খোঁজ মিলবে। তবে বাণিজ্যিক স্বার্থ জড়িত থাকায় আইনের সাহায্য নিতে পারে যে কেউই।

বিমানসচিবের সঙ্গে বৈঠক মাল্যর
ডিজিসিএ-র কাছে কিংফিশার এয়ারলাইন্সের পুনরুজ্জীবনের পরিকল্পনা জমা দেওয়ার আগে বিমানসচিব কে এন শ্রীবাস্তবের সঙ্গে দেখা করলেন সংস্থার কর্ণধার বিজয় মাল্য। এয়ারপোর্ট অথরিটি অফ্ ইন্ডিয়া (এএআই)-সহ বিভিন্ন পাওনাদারের টাকা কী ভাবে মেটাবেন, তা জানতেই মাল্যকে ডাকেন শ্রীবাস্তব। ২৯৩ কোটি টাকা বকেয়া থাকায় কিংফিশারকে কলকাতা ও চেন্নাই বিমানবন্দরের দু’টি হ্যাঙ্গার খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে এএআই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.