জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করার পাঁচ দিন পরে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মেমারি থানার মালম্বার ঘোষপাড়ার কাছে একটি পুকুরের পাশে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছিল শশাঙ্ক হাজরা (৩৬) নামে ওই যুবককে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পরে মৃতের ভাই লক্ষ্মণ হাজরার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, মৃতের স্ত্রীর সঙ্গে গ্রামের এক জনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। সে সংক্রান্ত বিবাদের জেরেই বুধবার রাতে দুর্গাপুজোর বিসর্জনের সময়ে তাঁর উপরে চড়াও হয় কয়েক জন। অভিযুক্তদের খোঁজ চলছে।
|
পুকুরে ডুবে মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে বর্ধমান-কালনা রোডে এগ্রিকালচার ফার্মের কাছে। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সে দিন দুপুরে বাড়ির লোকজন লক্ষ্মীপুজোর আয়োজনে ব্যস্ত থাকার সময়ে একটি পুকুরে তলিয়ে যায় দেব নামে ওই শিশুটি। বিকেল ৩টে নাগাদ তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
|
লক্ষ্মীপুজোর রাতে প্রদীপ থেকে শাড়িতে আগুন লেগে মৃত্যু হল এক বধূর। সোমবার রাতে ঘটনাটি ঘটে কাঁকসার সিংহপাড়ায়। পুলিশ জানায়, মৃতার নাম গঙ্গা বাগদি (২৮)। তাঁর পরিবারের তরফে জানানো হয়, রাত ১০টা নাগাদ পুজো চলাকালীন তাঁর শাড়িতে আগুন লাগে। রাতে তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। |