রূপনারায়ণপুরের পলিটেকনিক কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাম্ব মণ্ডলকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার সকালে তাকে আসানসোল আদালতে তোলা হয়। হেফাজতে পাওয়ার পরেই তাকে রূপনারায়ণপুরে নিয়ে যায় পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য উদ্ধারের চেষ্টা করছে। গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্ত মিথিলেশ ওঝা কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, তা-ও শাম্বর কাছ থেকে জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ। |
গত ৯ অক্টোবর ওই কলেজের ছাত্র সংসদ অফিসে মাদক-পানীয় খাইয়ে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছাত্রীটির বাবা পুলিশের কাছে এই ঘটনায় টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সহ-সম্পাদক শাম্ব-সহ কলেজের তিন ছাত্রছাত্রী, এক নিরাপত্তারক্ষী ও এক বহিরাগত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নিরাপত্তারক্ষী ও এক ছাত্রকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার দুপুরে ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশন চত্বর থেকে শাম্বকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা দফতরের একটি দল।
গণধর্ষণের অভিযোগ ওঠার পরে শাম্বকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছিলেন কলেজ কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও সাসপেন্ড করে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। শাম্বকে গ্রেফতারের ঘটনায় খুশি অভিযোগকারিণী ও তাঁর পরিবারও। তবে ঘটনায় অন্যতম অভিযুক্ত মিথিলেশ ওঝা এখনও অধরা। সে-ও ধানবাদ বা তার আশপাশের এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ধারণা। তাকে শীঘ্রই ধরে ফেলা হবে বলে আশ্বাস পুলিশের। |