টুকরো খবর
ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনায় মৃত দুই
হায়দরাবাদে চিকিৎসা করে দীপাবলীর আগেই বাড়ি ফিরে আসবেন বলে আইনজীবী কাকাকে জানিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরা হল না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বাসিন্দা প্রবীর সোমের (৫০)। শনিবার রাতে সেকেন্দ্রাবাদের গাঁধীনগর থানা এলাকায় পরিবার সহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান তিনি ও তাঁর স্ত্রী মালা সোম (৪৩)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দুই মেয়ের সেখানকার যশোদা হাসপাতালে আইসিইউতে ভর্তি। বড় মেয়ে প্রথম বর্ষের ছাত্রী রাকা এবং ছোট মেয়ে নবম শ্রেণীর পড়ুয়া ঋত্বিকা। পুলিশ জানিয়েছে, রাত ৮টা নাগাদ রাস্তা পার হওয়ার সময় সরকারি বাসের নীচে তাঁরা চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যান প্রবীরবাবু ও মালাদেবী। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁদের দুই মেয়েকে। ওই দিন গভীর রাতে বালুরঘাট থানরা মাধ্যমে দুর্ঘটনার খবর শহরের বাস স্ট্যান্ডপাড়া এলাকার সোম বাড়িতে পৌঁছয়। গোটা পাড়ার বাসিন্দারা চোখের পাতা এক করতে পারেননি। বালুরঘাটের পুরনো বাসিন্দা তথা লজ ব্যবসায়ী প্রবীরবাবু ও তাঁর স্ত্রী’র মৃত্যুতে এদিন সকাল থেকে এলাকা জুড়ে ছিল শোকের ছায়া। শহরের প্রবীণ আইনজীবী শেখর দাশগুপ্ত ভাইপোর পরিবারের এমন অবস্থায় শোকে কাতর হয়ে পড়েছেন। রবিবার খবর পেয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র মৃত প্রবীরবাবুদের বাড়িতে যান। তিনি হায়দরাবাদে কংগ্রেস সাংসদ মধু রকসির সঙ্গে কথা বলেন। ওমপ্রকাশবাবু বলেন, “প্রবীরবাবুর দুই মেয়ের চিকিৎসা যাতে ঠিক হয় সে ব্যাপারে সেখানকার নেতৃত্ব খোঁজ নিচ্ছেন। বিমানে প্রবীরবাবুদের মৃতদেহ কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা থেকে মৃতদেহ দুটি বালুরঘাটে আনা হবে।”

নিষিদ্ধ ক্যারি-ব্যাগ অবাধ ইসলামপুরে
নিষিদ্ধ ঘোষণা করার পরেও ইসলামপুর শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রমরমিয়ে চলছে বলে অভিযোগ উঠেছে। সব্জিথেকে মাছ বাজার সর্বত্র চলছে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। বাসিন্দাদের একাংশও প্লাস্টিকের ক্যারিব্যাগ দোকান থেকে চেয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, “সচেতন মানুষরা প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে বিরোধিতা করছেন। কী ভাবে দূষণ ছড়াচ্ছে তা সবাইকে বোঝানো হচ্ছে। তার পরেও দোকানি ও বাসিন্দাদের একাংশ জোর করে তা ব্যবহার করছেন। শহরকে দূষণমুক্ত করতে এর বিরুদ্ধে যৌথ ভাবে রুখে দাঁড়াতে হবে।” ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করার জন্য বাসিন্দাদের সহযোগিতা চেয়ে বলেন, “আইন করে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধের উদ্যোগ হয়েছে। বাসিন্দাদের সচেতন করার চেষ্টাও করছি আমরা। শহরের সুস্থ পরিবেশ বজায় রাখা আমাদের লক্ষ্য। আশা করছি সবাই আমাদের সঙ্গে সামিল হবেন।” কিন্তু পুর কর্তরা ওই আশ্বাসে খুশি নন বিভিন্ন পরিবেশপ্রেমী সংস্থা এবং বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তায় নেমে জরিমানা করুক পুরসভা। যারা প্লাস্টিক ক্যারিব্যাগে মদত দিচ্ছে আইনত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এলাকার বাসিন্দা জীববিদ্যার শিক্ষক বিশ্বজিৎ দাস বলেন, “এ ভাবে প্লাস্টিক ব্যবহার করে বাসিন্দাদের একাংশ নিজেদের সঙ্গে প্রত্যেকের ক্ষতি করছেন। শহরকে দূষিত করছেন। ক্যারিব্যাগ জল ধারণ ক্ষমতা কমিয়ে দিয়ে মাটির উর্বরতা শক্তি নষ্ট করছে।” কিছু দিন আগে ইসলামপুর পুরসভারল তরফে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধে শহরে সচেতনতামূলক প্রচার করা হয়। আইনত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। সেই সময় কিছুদিনের জন্য ক্যারিব্যাগ বন্ধ থাকলেও সম্প্রতি তা রমরমিয়ে চলছে বলে অভিযোগ। পুরসভার চেয়ারম্যান বলেন, “ফের শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করার বিষয়ে অভিযানে নামার কথা ভাবা হচ্ছে।”

পথে বরাদ্দ ১০ কোটি
মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকা থেকে দিল্লি-দেওয়ানগঞ্জ পর্য়ন্ত ফুলহার বাঁধের বেহাল রাস্তা আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ কিলোমিটার ওই রাস্তা নতুন করে পাকা করার জন্য ১০ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আগামী সপ্তাহ থেকেই ওই রাস্তার কাজ শুরু হবে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। বেহাল ওই রাস্তা সংস্কারের দাবিতে গত কয়েকবছর ধরেই আন্দোলন করছেন বাসিন্দারা। বাঁধের ওই রাস্তা সংস্কারের দাবিতে বিধানসভায় সরব হন হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমূল হোসেন। রাস্তাটি তৈরির কাজ শুরু হওয়ার কথা জেনে গোটা এলাকা জুড়েই খুশির আবহ তৈরি হয়েছে। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক বলেন, “১৫ বছর আগে রাস্তাটি তৈরি হওয়ার পর সংস্কার না হওয়ায় তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল। রাস্তা হলে ৩টি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।” হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা, দৌলতনগর ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা ওই বাঁধের রাস্তা। কিন্তু সংস্কারের অভাবে গত ৫ বছর ধরে তা এতটাই বেহাল হয়ে পড়ে যে যান চলাচল বন্ধ হয়ে যায়। মঞ্চ গড়ে আন্দোলনে বাসিন্দারা এক সপ্তাহ এলাকায় বন্ধ পালন করেন।

খুনের চেষ্টার নালিশ
প্রেমিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করল প্রেমিকার বাবা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার ইলুয়া বাড়িতে। ওই এলাকার বাসিন্দা মহম্মদ মাগুর অভিযোগ, দু’বছর ধরেই প্রেমের সম্পর্ক ছিল তাঁর মেয়ে ও পড়শি এক যুবকের মধ্যে। প্রেমিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক এলাকা থেকে পালিয়ে যায়। সম্প্রতি ওই যুবক ফিরলে শনিবার দুপুরে তাঁর বাড়িতে যায় মহমম্গ মাগুর মেয়ে। সেখানেই তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেন, “এক তরুণীকে খুন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

শিকলে বন্দি মেয়ে
পঞ্চায়েতে দরবার করেও লাভ হয়নি। সহায়তাও মেলেনি কারও কাছে। দু’বছর ধরে ভারসাম্যহীন মেয়েকে কুঁড়ে ঘরে শিকল দিয়ে বেধে রেখেছেন বিধবা নয়নী মার্ডি। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ধলপাড়া অঞ্চলের কিসমতদাপটের দিঘিরপাড় এলাকার ঘটনা। ৩ মেয়ে ও ২ ছেলে নিয়ে বিধবা নয়নীদেবীর অভাবের সংসার। ত্রিমোহিনী হাটে ঝাড়ুদারের কাজ করে কোনও মতে দিন চলে। বড় মেয়ে সবিতা (২৭) বিয়ের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে স্বামী গোবিন্দ মুর্মু তিন বছর আগে তাকে বাবার বাড়িতে রেখে যান। নয়নীদেবী বলেন, “সামর্থ্য মত চিকিৎসা করিয়েও লাভ হয়নি। পঞ্চায়েতের সাহায্যও পাইনি। মেয়ের উন্মত্ত আচরণে বাসিন্দাদের আপত্তিতে ওকে বাধ্য হয়ে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছি।” ভারসাম্যহীন সাবিত্রীর ভাই উপেন হেমব্রম বলেন, “ভাল হাসপাতালে দিদিকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই।” হিলির বিডিও মিথিয়াস লেপচা বলেন, “ঘটনার খবর পেয়ে নয়নীদেবীকে মেয়ের চিকিৎসার জন্য আবেদন জানাতে বলে লোক পাঠিয়েছিলাম। কিন্তু তারা আবেদন করেননি।” বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে সাংবাদিকদের আশ্বাস দেন।

মানীদের সংবর্ধনা
এলাকার সমস্ত পুরোহিত ও মন্দির কমিটির সম্পাদকদের সংবর্ধনা দিলেন বিধায়ক। রবিবার বিকালে মালদহের মালতিপুর বাসস্ট্যান্ডে ব্যক্তিগত উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করেন মালতিপুরের আরএসপি বিধায়ক আব্দুর রহিম বক্সি। সবকটি পুজোর উদ্যোক্তাদের শারদ সম্মান জানান তিনি। বিধায়ক বলেন, “ইমাম, পুরোহিত সম্মাননীয় ব্যক্তি। সমাজে তাদের দায়বদ্ধতাও অনেক। সে কথা ভেবেই ওই সম্মান দেওয়া হয়েছে।” এলাকার ১৩৩টি মন্দিরের পুরোহিত ও মন্দির কমিটির সম্পাদক সহ ১৭৫ জন উদ্যোক্তাকে হাজার টাকা দিয়ে সম্মান জানানো হয়।

শিশুকে ফেরাতে
মার্কিন আদালতের নির্দেশ মেনে তোজোর ভরণপোষণের জন্য দায়িত্বশীল অভিভাবক বাছার প্রক্রিয়া শুরু হল। রবিবার এ কথা জানিয়েছেন তোজোর ঠাকুর্দা নির্মলকৃষ্ণ সাহা।

দুর্ঘটনায় মৃত্যু
চিকিৎসা করাতে গিয়ে শনিবার সেকেন্দ্রাবাদে দুর্ঘটনায় মারা গেলেন বালুরঘাটের বাসিন্দা প্রবীর সোম (৫০) ও তাঁর স্ত্রী মালা সোম (৪৩)। তাঁদের দুই মেয়ে আহত অবস্থায় আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন।

গ্রেফতার
ভারতীয় ভোটার পরিচয় পত্র সহ এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তুফানগঞ্জ থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালাভূত এলাকার ঘটনা। পুলিশ ধৃতের নাম রিপন আলি। তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.