রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতেই খুশিতে ভাসলেন রায়গঞ্জ-কালিয়াগঞ্জের কংগ্রেসের নেতা-কর্মী, সমর্থকেরা। খুশির হাওয়া রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপাদেবীর স্বামী অসুস্থ প্রিয়বাবুর কালিয়াগঞ্জের বাড়িতেও। ২০০৮ সালে তৎকালীন কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী প্রিয়বাবু অসুস্থ হয়ে পড়েন। সেই থেকে তিনি দিল্লিতে চিকিৎসাধীন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন দীপাদেবী! প্রিয়বাবু অসুস্থ হওয়ার চার বছর পর রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তাঁর স্ত্রী দীপা শপথ নেওয়ার পর উচ্ছ্বাস চাপতে পারেননি কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকেরা। দীপাদেবীর শপথ গ্রহণের অনুষ্ঠান বিভিন্ন সংবাদ চ্যানেলে এদিন সম্প্রচারিত হতেই কংগ্রেসের নেতা-কর্মী সমর্থকেরা জেলা জুড়ে উৎসবে মেতে ওঠেন! দুপুরে রায়গঞ্জ রেলস্টেশন সংলগ্ন দলের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সামনে হাতে দলীয় পতাকা নিয়ে পটকা ফাটিয়ে আবির খেলায় মেতে ওঠেন দলের কর্মী সমর্থকেরা। একই সময়ে প্রিয়বাবুর কালিয়াগঞ্জের বাড়িতেও খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। |
দীপাদেবী কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার খবর চাউর হতেই ওই বাড়িতে ভিড় জমান দলের কয়েকশো কর্মী সমর্থক! প্রিয়বাবুর দুই দাদা নিখিলরঞ্জনবাবু, ধ্রুবরঞ্জনবাবু, দুই ভাই পবিত্র রঞ্জনবাবু ও অসীম রঞ্জনবাবু কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টি বিলি করেন! কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় ও কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি অরুণ দে সরকারের নেতৃত্বে দলের কয়েকশো কর্মী সমর্থক কালিয়াগঞ্জ শহরের মিছিল করেন। প্রিয়বাবুর ভাই অসীমরঞ্জনবাবু বলেন, “বৌদি (দীপাদেবী) নিজের যোগ্যতায় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। দাদা (প্রিয়বাবু) সুস্থ থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আমরা খুব খুশি। দাদা যে সমস্ত উন্নয়নের স্বপ্ন দেখতেন তা বাস্তবায়িত করাই হবে তাঁর প্রথম কাজ হবে বলে বৌদি আমাদের জানিয়েছেন।” জেলা তৃণমূল সভাপতি ইটাহারের বিধায়ক অমল আচার্যের অভিযোগ, “কংগ্রেস হিংসার রাজনীতি করছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতেই নাকি দীপাদেবীকে মন্ত্রী করা হয়েছে বলে কংগ্রেস নেতারা প্রচার করবেন কেন?” অমলবাবু জানান, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, জবরদস্তি জমি না নিয়ে জেলায় দুটি সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে। |