দুর্ঘটনায় জখম এক যুবকের মৃত্যুকে ঘিরে রবিবার ভোরে ভাঙচুর হল বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। হামলাকারীদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ওই ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম মহম্মদ হাসান আলি (২৭)। তাঁর বাড়ি বারাসতের পীরগাছার বরা এলাকায়। বুধবার রাতে হাসান আলি তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি চোলপুর থেকে বাড়ি ফিরছিলেন। টাকি রোডে আমিনপুর স্টেশনের কাছে মিনি-ট্রাকের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় হাসান আলিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত দু’টো নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর। এর পরেই মৃতের আত্মীয়স্বজন চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে চড়াও হয়ে ইট-লাঠি দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
মৃতের পরিবারের লোকজনের দাবি, চিকিৎসায় গাফিলতির জন্যেই হাসান আলির মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। হাসপাতালের চিফ সেক্রেটারি নির্মল বসু বলেন, “অস্ত্রোপচারের পরে হাসানকে আইসিইউ-তে রাখা হয়েছিল। সার্জেন, মেডিক্যাল টিম সর্বক্ষণ দায়িত্বের সঙ্গে চিকিৎসা করেছেন।” |