নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়ানো-সহ মশার উপদ্রব থেকে বাঁচতে শান্তিনিকেতনের আদিবাসী এলাকায় মশারি বিলি ও বিনা পয়সায় ওষুধ, চিকিৎসার ব্যবস্থা করল লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোনমাথ চট্টোপাধ্যায়ের বাবা-মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত একটি সংস্থা। ওই সংস্থার দ্বিতীয় বর্ষ উপলক্ষে এই ব্যবস্থা। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, সোমনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ রামচন্দ্র ডোম প্রমুখ।
|
গলায় ক্ষতচিহ্ন ছাড়াই থাইরয়েড অস্ত্রোপচার |
নিজস্ব সংবাদদাতা • কোয়ম্বত্তূর |
থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দেওয়া হবে, কিন্তু গলায় থাকবে না কোনও ক্ষতচিহ্ন। এমন পদ্ধতি আবিষ্কার করল কোয়ম্বত্তূরের এক হাসপাতাল। বাহুমূল দিয়ে অস্ত্রোপচারটি করা হয়। ডাক্তার জন থানাকুমারের দাবি, এই ধরণের অস্ত্রোপচার পৃথিবীতে এই প্রথম। যন্ত্রণা এবং রক্তপাতও কম হয় এই নতুন পদ্ধতিতে। ২৩ বছরের এক মহিলার ওপর প্রথম এই অস্ত্রোপচারটি করা হয়েছে। তাঁর ডান দিকের থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দেওয়া হয়েছে। ২২ ঘণ্টা পরেই ছেড়ে দেওয়া হয় তাঁকে।
|
ডায়াবিটিস, হৃদ্রোগ, ক্যানসারের মতো রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে সম্প্রতি এক সম্মেলন হয়ে গেল কলকাতায়। ‘অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান্স অফ ইন্ডিয়া’র রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ছিলেন দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হৃদ্রোগের আক্রমণ ঠেকানোর উপায়, ক্যানসারের হাত ধরে আরও কী কী সংক্রমণ ছড়ায় শরীরে, পুষ্টির ঘাটতির সঙ্গে কী ভাবে জড়িয়ে আছে স্নায়ুরোগের আশঙ্কা তা নিয়ে বক্তারা আলোকপাত করেন। কিছু দুঃস্থ ও মেধাবী পড়ুয়াকে সংগঠনের তরফে আর্থিক সাহায্যও করা হয়। |