টুকরো খবর
ব্যবসায়ীর দেহ উদ্ধার
আলিপুরদুয়ারের এক ঠিকাদারের দেহ মিলল ভুটানের এক হোটেলে। রবিবার ঘটনাটি ঘটে জয়গাঁও শহর সংলগ্ন ভুটানের ফুন্টশেলিং-এ। কালচিনির ভারপ্রাপ্ত সার্কেল ইন্সেপেক্টর সুদীপ ভট্টাচার্য জানান, মৃতের নাম অজয়কৃষ্ণ দেব (৫৮)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের ছেলে কুশল দেব জানান, বাবা ঠিকাদারি করতেন। আলিপুর দুয়ারে একটি হোটেল রয়েছে তাঁর। শুক্রবার সকালে তিনি একা গাড়ি নিয়ে মালবাজার যাবেন বলে বাড়ি থেকে বের হন। ওই দিন পরিবারের সাথে মোবাইলে তাঁর কথা হয়। শনিবার দুপুরের পর থেকে তাঁর মোবাইলে কর্মচারী ও পরিবারের লোকেরাও ফোন করলে গোঙানির আওয়াজ পান। সন্ধ্যায় আলিপুর দুয়ার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার ফুন্টশেলিং-এর একটি হোটেলের সামনে অজয়বাবুর গাড়ি দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। হোটেলের ১১ নম্বর রুমে গিয়ে অজয়বাবুকে ডেকেও সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ফেলেন হোটেলের কর্মীরা। সেই সময় ঘরের মেঝেতে পড়েছিলেন অজয়বাবু। তাঁকে হাসিমারার বায়ুসেনার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কুশল দেব এ দিন বলেন, “বাবা ঠিকাদারির দরপত্র ও হোটেল ব্যাবসা নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর উচ্চ রক্তচাপ ছিল। ঘটনা কী করে ঘটল বুঝতে পারছি।”

আন্দোলনের হুমকি
পুজোর আগে শামুকতলা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ২০ কিমি বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েও পূর্ত দফতর কাজ করেনি বলে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিলেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কিছুদিন আগে দু’দফায় বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করা হয়। সে সময় পূর্ত দফতর রাস্তা সংস্কারের কাজ আংশিক করে বাকিটা পুজোর আগে শেষ করা হবে বলে আশ্বাস দেয়। কিন্তু তার পরে কোনও কাজ হয়নি। পূর্ত দফতরের সহকারি বাস্তুকার তাপস সাহা বলেন, “রাস্তার বেশিরভাগ অংশ সংস্কার করা হয়েছে। বকি কাজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু করা হবে।” কংগ্রেস নেতা বাপি দাস বলেন, “গোটা রাস্তা জুড়ে গর্ত। মহাকাল চৌপথী থেকে সলসলাবাড়ি এবং তালেশ্বরগুড়ি থেকে পাইপ লাইন পর্যন্ত রাস্তার অবস্তা খুবই খারাপ। শীঘ্রই আন্দোলনে নামব।” আলিপুরদুয়ার অটো মালিক-ড্রাইভার ইউনিয়নের সম্পাদক বিজয় দেবনাথ পথ অবরোধের হুমকি দিয়েছেন।

২ ক্লাবে হানা
লাইন্সেস ছাড়া লটারি খেলা চালানোর অভিযোগে দুটি ক্লাবে হানা দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কর্মীরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির শক্তিগড় এলাকায়। বেশ কিছু টিকিট এবং কাগজপত্র বাজেয়াপ্ত করেছে গোয়েন্দা বিভাগের কর্মীরা। অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। পুলিশ সূত্রের খবর, শক্তিগড়ের দুটি ক্লাব সম্প্রতি লটারি খেলার আয়োজন করেছে। ১৬ সপ্তাহ ধরে ১৬ হাজার টিকিটের খেলা চালানোর পরিকল্পনা করে তার। তাতে ১৬ সপ্তাহে ২ কোটি ৫৬ লক্ষ টাকা লটারির টিকিট বিক্রি করে আয় করবে তারা। সেখানে পুরষ্কার দেওয়া হবে ১ কোটি ২০ লক্ষ টাকার। ওই খেলা চালানোর জন্য কোনও অনুমতি ছিল না। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” ক্লাবের তরফে জানানো হয়েছে, থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের জন্য নিয়ম মেনে তারা লটারি খেলার আয়োজন করছে।

তৃণমূলের মিছিল
কিশোর-কিশোরীর প্রেম নিয়ে মাটিগাড়ার পালপাড়ার গণ্ডগোলের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি তুলে মিছিল করল তৃণমূল। রবিবার বিকালে পালপাড়া মিছিল বের হয়। মাটিগাড়ার বিভিন্ন এলাকা ঘুরে পালপাড়ায় একটি পথসভা করে তারা। শুক্রবার রাতে কিশোর-কিশোরীর প্রেম নিয়ে দুই পরিবারের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। সে সময় কয়েকটি বাড়িতে বাসিন্দাদের একাংশ ভাঙচুর করছিল বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। তৃণমূলের দার্জিলিং জেলার মহাসচিব কৃষ্ণ পালের অভিযোগ, ৯ জন নির্দোষ বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিনব প্রতিবাদ
—নিজস্ব চিত্র।
উত্তরবঙ্গ জুড়ে বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ করল জলপাইগুড়ির সমাজ ও নদী বাঁচাও কমিটি। রবিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের পোস্টার লাগানো একটি প্রতীকী শবদেহ বানিয়ে সেটি করলা নদীর পাড়ে দাহ করেছে কমিটি লোকজন। কমিটির মুখপাত্র সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, “বেহাল জাতীয় সড়ক মেরামতির দাবিতে আন্দোলন চলছে। বেহাল সড়কে একের পর দুর্ঘটনায় প্রাণহানী ঘটছে। অথচ কতৃপক্ষ সড়ক সংস্কারের উদাসীন। এই প্রতিষ্ঠানকে ‘মৃত’ ছাড়া আর কী বলা যায়? এর প্রতিবাদেই সড়ক কর্তৃপক্ষের শব বানিয়ে এদিন দাহ করা হয়েছে। ১১ দিন পর শহরের কদমতলায় সড়ক কর্তৃপক্ষের শ্রাদ্ধও করা হবে।”

মহিলা ফুটবল
প্রদর্শনী ফুটবল খেলায় জিতল শিলিগুড়ির মহিলা ফুটবল দল। রবিবার দেওয়ানগঞ্জ হাইস্কুলের মাঠে শিলিগুড়ির গুলমা চা বাগানের মহিলা ফুটবল দল মালবাজারের আনন্দপুর চা বাগানের মহিলা ফুটবল দলকে ৫-০ হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.