অটো-গাড়ির ধাক্কায় মৃত ১
নিজস্ব সংবাদদাতা • পাড়া |
অটো রিকশার সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক আটো আরোহীর। আহত হয়েছেন আরও এক যাত্রী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার পাড়া থানার ঝাপড়া থেকে পাড়া যাওয়ার রাস্তায় ঝাপড়া মোড়ের অদূরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামাপদ বন্দোপাধ্যায় (৪৮)। তাঁর বাড়ি পাড়া থানার শাঁকড়া গ্রামে। আহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ দিন সকালে যাত্রী বোঝাই অটোটি ঝাপড়া থেকে পাড়া যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি গাড়ি অটোটিকে ধাক্কা মারে। অটোর মধ্যে বসে থাকা শ্যামাপদবাবু ছিটকে বাইরে পড়ে যান। টনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ।
|
গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
মোটরবাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। ধৃতের নাম হাসিবুল মল্লিক। বছর কুড়ির ওই যুবকের বাড়ি ইন্দাস থানার করিশুণ্ডা গ্রামে। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে ধরা হয়। পুলিশের দাবি, তার বাড়ি থেকে একটি চোরাই মোটরবাইক আটক করা হয়েছে। শনিবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১০ দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। জেলা পুলিশের এক আধিকারিক জানান, এলাকার মোটরবাইক চুরি চক্রের সঙ্গে হাসিবুল জড়িত বলে প্রাথমিক ভাবে খবর পেয়ে তাকে ধরা হয়েছে। তাকে জেরা করে ওই চুরি চক্রের সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা চলছে।
|
ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করছে রঘুনাথপুর থানার পুলিশ। মৃত শ্যামাপদ বাউরির (৪০) বাড়ি রঘুনাথপুর থানার শাঁকড়া গ্রামে। শনিবার বিকালে গ্রামের প্রান্তে একটি গাছের ডালের সাথে পরনের জামা দিয়ে বাঁধা অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পেশায় দিনমজুর শ্যামাপদবাবু দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। অন্য দিকে, রবিবার দুপুরে আদ্রা মেদিনীপুর শাখার ইন্দ্রবিল স্টেশনের অদূরে রেল লাইন থেকে বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করে রেলপুলিশ। রেল পুলিশ জানিয়েছে, ট্রেনে কাটা পড়েই ওই মহিলার মৃত্যু হয়েছে।
|
বধূর অগ্নিদগ্ধ দেহ
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি |
শ্বশুরবাড়ি থেকে এক অগ্নিদগ্ধ বধূর দেহ উদ্ধার করল বাঘমুণ্ডি থানার পুলিশ। মৃতার নাম খেমাবতী কুমার (১৯)। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতাটাঁড় গ্রামে দেহটি মেলে। তাঁর বাপের বাড়ি বাঘমুণ্ডি থানারই তোড়াং গ্রামে। মাস ছয়েক আগে তাঁর বিয়ে হয় রবি কুমারের সঙ্গে। মেয়ের বাবা কালোশশী কুমার পুলিশের কাছে অভিযোগ করেন, পণের দাবিতে তাঁর মেয়ের উপর শ্বশুর বাড়ির লোকজন মানসিক ও শারীরিক নিযার্তন চালাত। খুন করে তারাই খেমাবতীর গায়ে আগুন লাগিয়ে দেয়। জামাই ও তার বাড়ির ৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি।
|
বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল এক তরুণীর দেহ। কোতুলপুর থানার তাজপুর গ্রামের ঘটনা। মৃতার নাম ঝিলিক বন্দ্যোপাধ্যায় (১৮)। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে দেহটি ভেসে ওঠে। |