|
|
|
|
ধৃত উদলা-প্রধান ধন্যরাম রিয়াং |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ধরা পড়ল রিয়াং জঙ্গি সংগঠন, ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন আর্মি (উদলা)-র চেয়ারম্যান ধন্যরাম রিয়াং। শনিবার ত্রিপুরা পুলিশ শিলচরগামী একটি বাস থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করে। তাদের কাছে কোনও আগ্নেয়াস্ত্র না মিললেও, বাজেয়াপ্ত করা হয় চারটি মোবাইল সেট, আটটি সিমকার্ড এবং নগদ চল্লিশ হাজার টাকা। পরিচয় ভাঁড়িয়ে ধৃতরা নিজেদের আপনজয় রিয়াং, জয়সাঙ্গ রিয়াং ও হজি রিয়াং বলে পরিচয় দেয়। তবে শেষ পর্যন্ত পুলিশি জেরায় স্বীকার করে, গত বছর রেলচালক তরুণ ভট্টাচার্য এবং কিছু দিন আগে করিমগঞ্জ জেলার ব্যবসায়ী শেখর দেব অপহরণের সঙ্গে এরা জড়িত। এর পরই ত্রিপুরা পুলিশ তাদের অসম পুলিশের হাতে তুলে দেয়।
করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপ পূজারি জানিয়েছেন, রাতাবাড়ি থানায় রেখে তাদের টানা জিজ্ঞাসাবাদ করলেও ধন্যরাম নিজের পরিচয় লুকিয়ে রাখে। তবে শুরু থেকেই পুলিশের সন্দেহ ছিল। পরে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেলে ধৃত জঙ্গিরাও স্বীকার করে নেয় নিজেদের আসল পরিচয়। ধন্যরামের বিরুদ্ধে শুধু করিমগঞ্জ বা হাইলাকান্দিতেই নয়, মিজোরামের কলাশিবেও তিনটি মামলা রয়েছে। ২০০৯ সালে সেখানে একবার ধরাও পড়ে ধন্যরাম। পরে হাইলাকান্দি পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। ধন্যরাম ন’মাস জেলেও ছিল। পরে জামিনে মুক্ত হয়ে ফের জঙ্গলে আত্মগোপন করে।
১৪ বছর আগে ধন্যরাম এবং পঞ্চুরাম রিয়াং গড়ে তুলেছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব বরাক ভ্যালি (ইউএলএফ বিভি)। পরে ২০০৭-এর সেপ্টেম্বরে পঞ্চুরাম ৩০০ জন ক্যাডার নিয়ে আত্মসমর্পণ করলে ধন্যরাম তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গঠন করে উদলা নামে নতুন জঙ্গি সংগঠন। এই বাহিনী পঞ্চাশেরও বেশি অপহরণের ঘটনায় জড়িত। |
|
|
|
|
|