|
|
|
|
গ্রুপ সেরা হয়েই শেষ চারে যেতে চায় শ্রীলঙ্কা |
নিজস্ব প্রতিবেদন |
দু’টো দলের সামনে মরণ-বাঁচন ম্যাচ। একটা দল তো আবার টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটদের তালিকায় এক নম্বরে ছিল। কিন্তু এখন পরিস্থিতি যেমন, তাতে ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডকে বিশ্বকাপে টিকে থাকতে গেলে কালকের ম্যাচে জিততে হবে। অন্য দিকে তাদের দুই প্রতিদ্বন্দ্বীদের এক জন, শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেই গিয়েছে। আর এক জন নিউজিল্যান্ডকে বিশেষজ্ঞরা খুব একটা নম্বর দিতে নারাজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে চিন্তায় রাখছে দুটো নাম লিউক রাইট এবং ইয়ন মর্গ্যান। জয়বর্ধনে বলছিলেন, “এই দু’জন ইংল্যান্ড টিমের সঙ্গে অনেক দিন থেকেই রয়েছে। মর্গ্যান তো ইংল্যান্ড টিমে নিয়মিত। আর লিউক টানা ম্যাচ না খেললেও অভিজ্ঞতার কমতি নেই। ওরা আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আমাদের সেই চ্যালেঞ্জ সামলাতে হবে।”
জয়বর্ধনে। সেমিফাইনালে চোখ। |
উল্টো দিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ টিমের গেমপ্ল্যান হল: বাড়তি এক জন স্পিনার খেলাও। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন সামি এ দিন বলেছেন, “আমরা এক জন বাড়তি স্পিনার খেলানোর কথা ভাবছি। আগের দিনের মতো পিচ যদি শুকনো থাকে তাহলে আমরা স্যামুয়েল বদ্রিকে খেলাতে পারি।” তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা নন, ঝামেলায় পড়ে গিয়েছিলেন তাঁদের ব্যাটসম্যানরা। লঙ্কার স্পিনারদের বিরুদ্ধে সফল হননি গেইল-পোলার্ডরা। সামি অবশ্য সে জন্য বিশেষ চিন্তিত নন। বলছিলেন, “প্রথম দিকে ব্যাটে ভালই বল আসছিল। কিন্তু যত সময় যাচ্ছে, উইকেট স্লো হয়ে আসছে। শ্রীলঙ্কায় অবশ্য এটা প্রত্যাশিতই। তবে আমাদের ব্যাটিং লাইনে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ওরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে।”
কালকের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে। জয়বর্ধনে স্পষ্ট করে দিয়েছেন, সেটাই তাঁদের লক্ষ্য। তাদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড অবশ্য বিশ্বকাপ শুরুর আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। পিটারসেন বিতর্ক এখনও তাড়া করে যাচ্ছে স্টুয়ার্ট ব্রডের দলকে। ইংল্যান্ড অধিনায়কও স্বীকার করে নিয়েছেন, তাঁদের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন। ব্রড এ দিন বলছিলেন, “আমরা জানি, আমাদের শুধু মাঠের ভিতরের নয়, বাইরের চ্যালেঞ্জটাও সামলাতে হবে। গোটা মাঠ শ্রীলঙ্কার হয়ে গলা ফাটাবে। ওই অবস্থায় আমাদের সেরা খেলাটা বার করে আনতে হবে। দেখা যাক কী হয়।” |
|
|
|
|
|