‘অপমান’-এর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকা: ১৪৬-৫ (২০ ওভারে)
অস্ট্রেলিয়া: ১৪৭-২ (১৭.৪ ওভারে)
ঞ্চাশ ওভারের বিশ্বকাপে তাদের চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক আছে। উপমহাদেশের পিচে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার গৌরব। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্ব ক্রিকেটের অমিতবিক্রমশালী অস্ট্রেলীয়রা যেন বরাবর একটু নরমসরম। শ্রীলঙ্কায় বিশ্বকাপে আসার আগে তো অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে রীতিমতো লাঞ্ছিত হওয়ার মতো ঘটনা ঘটেআইসিসি টি-টোয়েন্টির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আয়ার্ল্যান্ডেরও নীচে নবম স্থানে চলে যায় অস্ট্রেলিয়া! চারদিকের হতাশাবাদের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সিডনিতে বসে বলেছিলেন, তাঁর দেশের টি-টোয়েন্টি দলেও প্রতিভা আছে। জেতার ক্ষমতা আছে। এবং বড় মঞ্চে অস্ট্রেলিয়া চিরকালই ভাল খেলতে পছন্দ করে।
কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষরা। আয়ার্ল্যান্ডকেই গুঁড়িয়ে ‘লাঞ্ছনা’র জবাব দিয়ে গ্রুপে যাত্রা শুরু। তার পরে একে একে উড়ে যাচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো সুপার এইটের হেভিওয়েটরাও। দু’ম্যাচ থেকে পুরো চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক রকম উঠেই গেছে অস্ট্রেলিয়া। শেন ওয়াটসন একাই একশো। টুর্নামেন্টে এই মুহূর্তে সবচেয়ে বেশি রান (২৩৪), সবচেয়ে বেশি উইকেট (১০), সবচেয়ে বেশি ‘ম্যান অব দ্য ম্যাচ’ (৩)সবেতেই সবার আগে ওয়াটসন।

ডোহার্টি: ৪ ওভার ৩ উইকেট ২০ রান। ছবি: এএফপি

ওয়াটসন: ৪৭ বলে ৭০। ছবি: এএফপি
এ দিন আগে টস জিতে ফিল্ডিং নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ১৪৬ রানে আটকে রেখে আট বল বাকি থাকতে আট উইকেটে অস্ট্রেলিয়ার ম্যাচ জিতে নেওয়ার পিছনে ওয়াটসনের অবদান বল হাতে আঁটোসাঁটো ২-২৯ এবং ব্যাটে ৪৭ বলে ধুন্ধুমার ৭০ (৮X৪, ২X৬)। ম্যাচ শেষে যিনি বলেছেন, “আমি জানি এই টুর্নামেন্টে আমাদের দলে আমার ভূমিকা আর গুরুত্ব ঠিক কতটা। সেটাই পালনের চেষ্টা করে চলেছি। আশা করি বাকি ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা দেখাতে পারব।”
তা হলেও ওয়াটসন নন, আজকের অস্ট্রেলীয় মাস্টারস্ট্রোক বাঁ-হাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি-কে বিশ্বকাপে প্রথম খেলানো। প্রেমদাসার উইকেটে তাসমানিয়ার ২৯ বছর বয়সি স্পিনারের আর্মার, ফ্লাইট বুঝতেই পারলেন না কালিস, লেভি, দুমিনি-র মতো দক্ষিণ আফ্রিকার দুঁদে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা। অথচ এ দিনের আগে ৫টা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ডোহার্টির উইকেট সংখ্যা ছিল মাত্র ১। কিন্তু রবিবার ডোহার্টির সৌজন্যে (৩-২০) প্রথম ১১ ওভারেই ৬৪-৪ স্কোরে ঝিমিয়ে পড়া দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচের রাশ খেলার অন্তিম পর্যন্ত অস্ট্রেলিয়া নিয়ে নেয়। নতুন বলে ওপেন করে ম্যাচের তৃতীয় বলেই ডোহার্টির ফ্লাইটেড সোজা ডেলিভারি লেভির উইকেট ভেঙে দেয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.