দক্ষিণ আফ্রিকা: ১৪৬-৫ (২০ ওভারে)
অস্ট্রেলিয়া: ১৪৭-২ (১৭.৪ ওভারে)
বিস্তারিত স্কোর |
|
এ দিন আগে টস জিতে ফিল্ডিং নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ১৪৬ রানে আটকে রেখে আট বল বাকি থাকতে আট উইকেটে অস্ট্রেলিয়ার ম্যাচ জিতে নেওয়ার পিছনে ওয়াটসনের অবদান বল হাতে আঁটোসাঁটো ২-২৯ এবং ব্যাটে ৪৭ বলে ধুন্ধুমার ৭০ (৮X৪, ২X৬)। ম্যাচ শেষে যিনি বলেছেন, “আমি জানি এই টুর্নামেন্টে আমাদের দলে আমার ভূমিকা আর গুরুত্ব ঠিক কতটা। সেটাই পালনের চেষ্টা করে চলেছি। আশা করি বাকি ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা দেখাতে পারব।”
তা হলেও ওয়াটসন নন, আজকের অস্ট্রেলীয় মাস্টারস্ট্রোক বাঁ-হাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি-কে বিশ্বকাপে প্রথম খেলানো। প্রেমদাসার উইকেটে তাসমানিয়ার ২৯ বছর বয়সি স্পিনারের আর্মার, ফ্লাইট বুঝতেই পারলেন না কালিস, লেভি, দুমিনি-র মতো দক্ষিণ আফ্রিকার দুঁদে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা। অথচ এ দিনের আগে ৫টা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ডোহার্টির উইকেট সংখ্যা ছিল মাত্র ১। কিন্তু রবিবার ডোহার্টির সৌজন্যে (৩-২০) প্রথম ১১ ওভারেই ৬৪-৪ স্কোরে ঝিমিয়ে পড়া দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচের রাশ খেলার অন্তিম পর্যন্ত অস্ট্রেলিয়া নিয়ে নেয়। নতুন বলে ওপেন করে ম্যাচের তৃতীয় বলেই ডোহার্টির ফ্লাইটেড সোজা ডেলিভারি লেভির উইকেট ভেঙে দেয়। |