|
|
|
|
‘বর্তমানে থাকি, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আগে ভাবি’ |
মহেন্দ্র সিংহ ধোনি-কে সাংবাদিক সম্মেলনে দেখে মনে হল বেশ কিছু বছর গারদবাসের পর তাঁকে কেউ
জেল-ফাটকের বাইরে এনে দিয়েছে। আবার যেন মুক্ত এবং স্বাধীন তিনি। পুরনো দিনের মতো।
পাক ম্যাচে জয় আজও ভারত অধিনায়কের কাছে অমৃত সমান। পিছনের সব গ্লানি অদৃশ্য
করে দেয়।
সাংবাদিক সম্মেলনে গৌতম ভট্টাচার্য-র তো তাই মনে হল... |
|
মুক্তির উল্লাস। |
যুবরাজ সিংহ: সাত ব্যাটসম্যান নিয়ে খেললে যুবরাজকে বসাবার প্রশ্নই ছিল না। কারণ ও বলেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ওর অ্যাওয়ে স্পিনটা এই উইকেটে আমাদের খুব দরকার ছিল। যুবরাজকে নিয়ে নানান কথা হচ্ছিল। কিন্তু আমি জানতাম এনসিএ-তে করা পরীক্ষা আর বেশ কিছু ম্যাচ খেলে ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। আজকের ম্যাচটা যুবিকে আরও আত্মবিশ্বাস যোগাবে। আর আমরা সবাই জানি যুবরাজ ছন্দ পেয়ে গেলে ওকে রোখা কঠিন।
টস জিতে পাকিস্তানের স্ট্র্যাটেজি: দেখে বোঝা যাচ্ছিল ওরা নতুন বলে চালাতে চায়। ওদের টার্গেট ছিল শুরুতেই যত পারো রান করো। শাহিদ ভাইকে তাই তিন নম্বরে পাঠিয়েছিল। কিন্তু পরপর উইকেট পড়তে থাকায় ওদের স্ট্র্যাটেজিটা ঘুরে গেল।
ইংল্যান্ডের সঙ্গে বিশাল জিত, অস্ট্রেলিয়ার কাছে বিশাল হার, পাকিস্তানের সঙ্গে বিশাল জিত। তা হলে আর মোমেন্টাম শব্দটার মানে কী: সত্যিই এক-এক সময় মনে হয় যে, টি-টোয়েন্টির হিসেবটা বুঝি দৈনিক হয়। সে দিনের ওপর নির্ভর করে। তবে এক-আধটা হার ভাল। সিস্টেম থেকে অনেক গলদকে নিকেশ করে দেয়।
দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনালের ম্যাচ-স্ট্র্যাটেজি: আপনারা নিশ্চয়ই শোনেন আমি সাংবাদিক সম্মেলনে বারবার বলি বর্তমানে থাকার কথা। ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে দেখা যাবে। এখন এত আগে ভাবার মানে হয় না। এখন প্রথম লক্ষ্য সুপার এইট থেকে কোনও রকমে ওঠা। সেখান থেকে উঠে পড়লে গোটা ব্যাপারটাই লটারি। তার পরের দু’ম্যাচ হল লটারির সেই লাকি কুপনটা আপনার পকেটে আছে কি না।
বাদ যাওয়া হরভজন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অনিশ্চিত: কে নিশ্চিত, কে অনিশ্চিত এখন বলা সম্ভব নয়। ম্যাচের দিন সারফেস দেখে ঠিক হবে। এই ক’দিন পরে ম্যাচ থাকায় আমাদের একটা সুবিধে হয়েছে। সাড়ে তিনটের খেলাটা টিভিতে দেখে আমরা শেষ মুহূর্তে দল বাছতে পারছি।
সুপার এইটের শেষ ম্যাচ: এটা টুর্নামেন্টে আমাদের শেষ ম্যাচও হতে পারে। শুধু জিতলেই হবে না, মার্জিনটাও ভাল রাখতে হবে। কাল থেকে এ সব অঙ্ক কষার ভাবনায় নামতে হবে।
দক্ষিণ আফ্রিকার ছিটকে যাওয়ায় আশ্চর্য কি না: আশ্চর্য তো নিশ্চয়ই। এত ভাল টিম ওদের। পেস বোলার আছে। স্পিনার আছে। ব্যাটসম্যান আছে। তারা কেন যে টিম হিসেবে ক্লিক করতে পারল না এটা রহস্য। ওদের হারাতে হলে এখনও আমাদের প্রচণ্ড লড়াই করতে হবে।
আবার বিশ্বকাপ জেতা থেকে আপনি তিনটে ম্যাচ দূরে: আমায় কী আবার মনে করিয়ে দিতে হবে, বি ইন দ্য প্রেজেন্ট? তিনের প্রশ্নই তো উঠছে না এক নম্বর ম্যাচটা বার করতে না পারলে। আপাতত সেটা নিয়ে ভাবি। |
|
|
|
|
|