স্যর অ্যালেক্সের লক্ষ্য পুরনো ছাত্র পলের ছেলে
ন্স আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে! তবে ৪৪ বছরের পল ইন্স নয়, ২০ বছরের টমাস ইন্স। তরুণ উইঙ্গার টমাস আসলে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক পলেরই ছেলে। সব ঠিকঠাক চললে জানুয়ারির ‘ট্রান্সফার উইন্ডো’-য় রুনি-ফান পার্সির সতীর্থ হিসেবে দেখা যেতে পারে টমাসকে।
১৯৮৯-এ পল ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন স্যর অ্যালেক্স ফার্গুসনের হাত ধরেই। শোনা যাচ্ছে, ২৩ বছর পর ছেলেকেও ফার্গুসন তাঁর দলে চাইছেন। কারণ, পর্তুগিজ তারকা নানি এখন কোচের বিরাগভাজন। গত সপ্তাহে নানির ঝামেলা লেগেছিল ম্যান ইউয়ের উঠতি ফুটবলার ডেভিড পেত্রুচ্চির সঙ্গে। ট্রেনিংয়ের সময় নানির সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়েছিল। পরে রিজার্ভ দলের মিডফিল্ডার পেত্রুচ্চিকে নানি ঘুঁষিও মারেন। এই ঘটনাতেই চটেছেন ফার্গি। তা ছাড়া চলতি মরসুমে নানির বর্ণহীন ফর্মও চিন্তায় রেখেছে ‘রেড ডেভিল’ সমর্থকদের। শনিবার টটেনহ্যামের কাছে ২-৩ হারের ম্যাচে নানি গোল করলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গালাতাসারের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেন তিনি।
বর্তমান ও অতীত
বাবা পল ইন্সকে অনুসরণ করেই ২৩ বছর পরে
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পথে টমাস (বাঁ দিকে)।
অন্য দিকে চ্যাম্পিয়ন্সশিপের দল ব্ল্যাকপুলে দুরন্ত খেলে নজর টানতে শুরু করেছেন পল-পুত্র। প্রশিক্ষণ শুরু লিভারপুলের অ্যাকাডেমিতে। সেখান থেকে ২০১০-এর শেষ দিকে তিন মাসের লোনে গিয়েছিলেন নটস কাউন্টিতে। যেখানে তখন কোচ ছিলেন টমাসের বাবা পল। তার পর গত মরসুমের শুরু থেকেই টমাস ব্ল্যাকপুলের নিয়মিত সদস্য। পারফরম্যান্সের জোরে খুলে ফেলেছেন অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ এবং চলতি বছরে অনূর্ধ্ব ২১ জাতীয় দলের দরজা। খেলতে পারেন দুই উইংয়ে। বেশি জোরালো বাঁ-পা। এ বছরটা দারুণ শুরুও করেছেন টমাস। ছ’ম্যাচে ছ’গোল। ফলে বিতর্কিত পতুর্গিজ উইঙ্গার নানির পরিবর্ত হিসেবে আরও বেশি করে উঠে আসছে ফার্গির প্রাক্তন ছাত্রের ছেলের নাম। শোনা যাচ্ছে, স্যার অ্যালেক্স টমাসকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে চান ছ’মিলিয়ন পাউন্ডের চুক্তিতে। ২৩ বছর আগে পলকে এনেছিলেন এক মিলিয়ন পাউন্ডে। যদিও সে বার পলের সঙ্গী ছিল বিতর্ক। অনেকটা হালফিলের টোলগে-বিতর্কের মতো। ম্যান ইউয়ে সই করার আগেই একটি সংবাদপত্রে পলের ম্যান ইউ জার্সিতে ছবি বেরিয়ে যায়। পরে জানা যায়, ছবিটা তোলা ছিল সইয়ের দিনে ছাপার জন্য। সংবাদপত্রের ভুলে সেটা ছাপা হয়ে গিয়েছিল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.