|
|
|
|
ভারতে খেলার খরচ দিতে রাজি পাকিস্তান |
আফ্রিদিদের আইপিএল খেলা নিয়ে আশাবাদী পাক বোর্ড প্রেসিডেন্ট |
সংবাদসংস্থা • কলম্বো |
ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক পুনর্স্থাপন করতে কতটা মরিয়া তারা, তা আরও এক বার বুঝিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরফ এ দিন বলে দিলেন, ভারতের মাটিতে ভারত-পাক সিরিজ আয়োজনের ছাড়পত্র পেলে তার সব খরচ দিতে রাজি পাক বোর্ড। শুধু ভারত নয়, অন্যান্য দেশের বিরুদ্ধেও সিরিজ আয়োজনের খরচ পাক বোর্ড দেবে বলে তিনি জানিয়েছেন। এমনকী পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিয়েও আশাবাদী আশরফ। |
|
পাক অধিনায়কের সঙ্গে আশরফ। |
“ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলাতে গেলে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক নতুন করে গড়া খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। ওঁকে বলেছি, আমরা বিশ্বের যে কোনও জায়গায় ভারতের সঙ্গে সিরিজ খেলতে তৈরি। নিরপেক্ষ দেশ হলেও আমাদের কোনও আপত্তি নেই,” এ দিন বলেছেন আশরফ। সঙ্গে যোগ করেছেন, “ভারত তো বটেই, অন্যান্য দেশের বিরুদ্ধে বেশি করে খেলার সুযোগ পেলে সে সব ম্যাচ আয়োজনের যাবতীয় খরচও আমরা দিতে পারি।”
আইপিএল প্রসঙ্গে আশরফের মন্তব্য, “ভারত-পাক সিরিজ যদি হতে পারে, তা হলে আফ্রিদিদের আইপিএলে খেলাটা কি খুব দূরের ব্যাপার? এটা খুবই ছোট একটা ইস্যু। খুব তাড়াতাড়িই এর নিষ্পত্তি হয়ে যাবে। পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলছে আর ভারতীয়রা পাকিস্তান প্রিমিয়ার লিগেএমন দিন খুব দূরে নেই।”
ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা যে ক্রিকেটবিশ্বে কত বড় আকর্ষণ, ভালই জানেন পাক বোর্ড প্রেসিডেন্ট। আশরফের কথায়, “ভারত-পাক সিরিজের আর্থিক প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। দু’দেশেই ক্রিকেটপ্রেমীর সংখ্যা এত বেশি বলে ভারত-পাক ম্যাচ হলেই তার দর্শক সংখ্যা সব সময় দু’গুণ হয়ে যায়।” তাঁর আরও ব্যাখ্যা, “টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারানোর ঘণ্টাখানেকের মধ্যেই শুনলাম, ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এটা থেকেই তো বোঝা যাচ্ছে ভারত-পাক ম্যাচের আকর্ষণ কোন জায়গায় রয়েছে।”
ডিসেম্বরে ভারতের মাটিতে দুই দেশের যে সিরিজ আয়োজনের কথা হয়েছে, তার জন্য ভারতের বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণকে কৃতজ্ঞতা জানিয়েছেন আশরফ। ভারত-পাক সিরিজ দেখতে যাতে প্রচুর সংখ্যাক পাক সমর্থক ভারতে আসতে পারেন, তার ব্যবস্থা করে দিয়েছেন কৃষ্ণ। “সিরিজটা হবে সেই ঘোষণা হওয়ার পর থেকে দু’দেশের সরকার একসঙ্গে কাজ করছে যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আমাদের দেশের সমর্থকদের ভারতে গিয়ে ম্যাচ দেখার ব্যাপারে এসএম কৃষ্ণ খুব সাহায্য করেছেন।” |
|
|
|
|
|