|
|
|
|
দিল্লি হাফ-ম্যারাথন |
রুডিশার সঙ্গে দিল্লি মাতালেন বিপাশাও |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ছুটছেন বিপাশা বসু, রাহুল বসু। আর তাঁদের সঙ্গে পা মেলাচ্ছেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স নক্ষত্র ডেভিড রুডিশা!
রবিবাসরীয় দিল্লির রাজপথে এ ভাবেই অলিম্পিক উৎকর্ষে লাগল বলিউড গ্ল্যামারের ছোঁয়া!
সৌজন্য দিল্লি হাফ ম্যারাথন। যা নিয়ে সাধারণ মানুষের উৎসাহ এ দিন কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল ডেভিড রুডিশার মতো বিশ্ব সেরার পাশে বিপাশা, রাহুলদের উজ্জ্বল উপস্থিতি। রাহুল দাপুটে অভিনেতা হওয়ার পাশে ভারতের রাগবি অধিনায়কও। অন্য দিকে, বলিউডের সব থেকে ফিট অভিনেত্রী বিপাশা হাজির ছিলেন কালো টি-শার্টে। যাতে সাদা অক্ষরে লেখা ‘লাভ দ্য বডি ইউ লিভ’। |
|
দিল্লি হাফ ম্যারাথনের মঞ্চে বিপাশা বসু ও ডেভিড রুডিশা (ডানদিকে)। ছবি: পিটিআই |
তবে বলিউডের দুই তারকাই মুগ্ধ ছিলেন রুডিশায়। লন্ডন অলিম্পিকের অন্যতম তারকা, ৮০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক, কেনিয়ার তেইশ বছরের মহাতারকা গত দু’দিন দিল্লিতেই আছেন। হাফ ম্যারাথনের ইভেন্ট অ্যাম্বাস্যাডর হিসাবে। এবং এ দিন কাঠফাটা গরমের মধ্যেও লাগাতার উৎসাহ দিয়ে গেলেন প্রতিযোগীদের। তাঁর পাশে বিপাশাও কখনও চেঁচিয়ে, কখনও হাত নেড়ে, কখনও বা নিছক মোহিনী হাসিতে মন কাড়লেন দৌড়োতে আসা বত্রিশ হাজার দিল্লিবাসীর। সেপ্টেম্বরের গনগনে সূর্যের নীচে অ্যাথিলটদের হাঁসফাঁস দশা কিছুটা যেন জুড়োল বিপাশার সৌন্দর্য্য-পরশে।
মারাথন-উৎসবে অবস্য খলনায়ক হয়ে উঠেচিল গরম। অসম্ভব গরমে এ দিন অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু প্রতিযোগী। কয়েক জনকে তো হাসপাতালে ভর্তি পর্যন্ত করাতে হয়। যে কারণে হাফ ম্যারাথনের জন্য কেন এই সময়টাকে বেছে নিচ্ছেন আয়োজকরা, সে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ম্যারাথনের সময় পরিবর্তনের জন্য নানা প্রস্তাবও আসতে শুরু করেছে।
তবে, গরমকে জয় করে সাফল্য স্পর্শ করলেন কেনিয়ার কিপাইগো আর ইথিওপিয়ার ওয়াইমার উদে। পুরুষ বিভাগে কিপাইগো ২১.০৯৭ কিলোমিটারের দূরত্ব করলেন এক ঘন্টা পঞ্চান্ন সেকেন্ডে। মহিলা বিভাগের চ্যাম্পিয়ন ওয়াইমার উদে সময় নিলেন এক ঘন্টা এগারো মিনিট দশ সেকেন্ড। এ দিকে, গত দু’বারের চ্যাম্পিয়ন ইথোপিয়ার মার্জিয়া, পায়ের চোটের কারণে দৌড় শেষ করতে পারলেন না। |
|
|
|
|
|