|
|
|
|
হাওয়ার সঙ্গে যুদ্ধে হেরেও সেরা দশে গগনজিৎ ভুল্লার |
সংবাদসংস্থা • তাইপে |
দু’সপ্তাহ আগে তাইপে-তে ঝোড়ো হাওয়া সামলেই জিতেছিলেন নিজের তৃতীয় এশীয় ট্যুর খেতাব। এ দিন কিন্তু সেই একই হাওয়ায় একেবারে এলোমেলো হয়ে গেল গগনজিৎ ভুল্লারের সব হিসাব। মার্কারিস তাইওয়ান মাস্টার্স-এর শেষ রাউন্ডে এ দিন আক্ষরিক অর্থেই হাওয়ায় উড়ে গেল ভারতীয় তারকার সব সুযোগ। পঞ্চম স্থানে থেকে এ দিন নিজের রাউন্ড শুরু করেছিলেন গগনজিৎ। শেষ করলেন নবম স্থানে। চতুর্থ রাউন্ডে তাঁর স্কোর চার-ওভার ৭৬। তবে টুর্নামেন্টের সেরা পাঁচ থেকে ছিটকে গেলেও সেরা দশের মধ্যে থাকায় এশীয় ট্যুরের অর্ডার অব মেরিট তালিকায় ছ’নম্বরে নিজের জায়গাটা ধরে রাখলেন গগনজিৎ।
গগনজিৎ ভুল্লার। |
টুর্নামেন্টে টিকে থাকা অন্য ভারতীয়, অনির্বাণ লাহিড়িও হাওয়ার সঙ্গে যুদ্ধে যথেষ্ট নাস্তানাবুদ হলেন এ দিন। এবং লিডারবোর্ডে ১৪তম স্থান থেকে পিছলে নেমে গিয়ে শেষ করলেন ২৫তম স্থানে।
শেষ রাউন্ডে হাওয়া ভোগাল চ্যাম্পিয়ন সাই চি-হুয়াংকেও। চিনা তাইপের গল্ফার শেষ রাউন্ডে দুই ভারতীয়ের মতোই ৭৬ স্কোর করলেন। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় রাউন্ডের লিড তাঁকে পৌঁছে দিল ট্রফি পর্যন্ত। এই নিয়ে দ্বিতীয় বার এই টুর্নামেন্ট জিতলেন চি-হুয়াং। দিনটা ছয় শটে এগিয়ে থেকে শুরু করে শেষ পর্যন্ত চার শটে টুর্নামেন্ট জিতলেন চি-হুয়াং। তাঁর মোট স্কোর হল চার-আন্ডার ২৮৪। সেখানে গগনজিত পাঁচ-ওভার ২৯৩। অনির্বাণ শেষ করলেন নয়-ওভার ২৯৭-এ। যার পরে এশীয় অর্ডার অব মেরিট তালিকায় অনির্বাণ ১০ নম্বরে।
অন্য দিকে, জাপানের নাগোয়ায় তোকাই ক্ল্যাসিক গল্ফে জীব মিলখা সিংহ শেষ করলেন সতেরো নম্বরে। আঙুলের চোট সারিয়ে ফেরার পর তাঁর সেরা ফল। টুর্নামেন্ট জিতলেন কোরিয়ার হিউন-উ রিউ। এ দিন, চতুর্থ রাউন্ডে পার ৭২ স্কোর করলেন জীব। মিয়োশি কান্ট্রি ক্লাবের কোর্সে চার রাউন্ডে তাঁর স্কোর যথাক্রমে ৭৫, ৭২, ৭১ এবং ৭২। মোট দুই-ওভার ২৯০। এই নিয়ে টানা তিন সপ্তাহ জাপানে খেলছেন জীব। যিনি আপাতত অর্ডার অব মেরিট তালিকায় আছেন একুশ নম্বরে। চলতি মরসুমে পুরস্কার মূল্যে জীবের আয় ৯৯,৫১৮ ডলার। গগনজিতের ২ লক্ষ ২০ হাজার ডলার। এশীয় ট্যুরে সেরা কুড়ির মধ্যে থাকা অপর দুই ভারতীয় অনির্বাণ এবং শিব কপূর। এই বছর পুরস্কার মূল্যে অনির্বাণ এখনও পর্যন্ত জিতেছেন ১ লক্ষ ৭১ হাজার ডলার। অর্ডার অব মেরিট তালিকায় বারো নম্বরে থাকা শিব জিতেছেন ১ লক্ষ ৫০ হাজার ডলার। |
|
|
|
|
|