সামিল গ্রামীণ শৌচাগার গড়ার প্রকল্পে
ডার্টি পিকচার দূর করতে গাঁধীগিরি বিদ্যার
‘ডার্টি পিকচারে’র অভিনেত্রী এ বার ‘ডার্টি’ বা অস্বাস্থ্যকর অভ্যাস হঠাও অভিযানের নায়িকা।
দেশ জুড়ে শৌচাগার ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে নির্মল ভারত যাত্রা শুরু করছে কেন্দ্র। অভিনেত্রী বিদ্যা বালন তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন বলে কথা দিয়েছিলেন। গত শুক্রবার রাজধানীতে প্রকল্পটির উদ্বোধনে হাজির ছিলেন তিনি। এ বার থেকে সারা ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেবেন বিদ্যাই।
আগামী সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন গ্রামে ঘুরবে ‘নির্মল ভারত যাত্রা’-র মেলা। সেই মেলাতেই গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য প্রচার করা হবে। সাবান দিয়ে হাত ধোওয়া এবং খোলা জায়গায় প্রাতঃকৃত্য না সারার কথা বলা হবে।
একবিংশ শতকেও ভারতের অধিকাংশ গ্রামেগঞ্জে নিকাশি ব্যবস্থা বলতে প্রায় কিছুই নেই। এখনও প্রাতঃকৃত্য সারতে খোলা মাঠ আর ছাতাই ভরসা গ্রামবাসীদের। গত এক দশকে অবস্থা আরও খারাপ হয়েছে। এই বছরের প্রথম দিকেই তাই কেন্দ্র ঘোষণা করেছিল যে, আগামী ১০ বছরের মধ্যে ভারতের সব ক’টি গ্রামের প্রতিটি বাড়িতে যাতে শৌচাগার থাকে, তা নিশ্চিত করতে হবে। শুক্রবার নয়াদিল্লিতে বসে বিদ্যাও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে আরও বেশি করে সচেতন করে তোলা যাতে ভারতে প্রাতঃকৃত্য সারতে আর কেউ খোলা মাঠে না যান।’’ আগামী সপ্তাহ থেকেই টেলিভিশন এবং রেডিও-তে বিজ্ঞাপনের ফাঁকে শোনা যাবে বিদ্যার গলা। একটি বিজ্ঞাপনে তিনি বলবেন, গ্রামের মেয়ে-বউরা লোকের সামনে ঘোমটা সরাতে লজ্জা পান! কিন্তু খোলা মাঠে প্রাতঃকৃত্য সারাটা কি কম লজ্জার কথা?
কিন্তু অনেকেই একটা জরুরি প্রশ্ন তুলছেন। সেটা হল, শৌচাগারে না যাওয়ার পিছনে শুধুই কি সচেতনতার অভাব? শৌচাগার তৈরির খরচ কোথা থেকে আসবে? শৌচাগার হলে তার জলের ব্যবস্থা কোথা থেকে হবে?
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ স্বীকারও করেছেন, ভারতের নানা জায়গায় ২৪ ঘণ্টা জলের ব্যবস্থা এখনও নেই। শুক্রবারই বিদ্যার পাশে দাঁড়িয়ে রমেশ ঘোষণা করেন, গ্রামগুলিতে ২৪ ঘণ্টা জল এবং শৌচাগার তৈরির জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। আপাতত একটি ভারতীয় এবং মার্কিন সংস্থা যৌথ ভাবে ‘নির্মল ভারত যাত্রা’র আয়োজন করেছে। উদ্যোক্তারা ক্রিকেট এবং সিনেমা জগতের আরও কয়েক জনকে এই প্রচারের সঙ্গে যুক্ত করার কথাও ভাবছেন। বিদ্যা তো এগিয়ে এসেইছেন। কেন এমন একটি প্রকল্পে উৎসাহ পেলেন তিনি?
বিদ্যা জানান, সম্প্রতি ভারতের নিকাশি ব্যবস্থা সংক্রান্ত একটি রিপোর্ট পড়েন তিনি। সেখান থেকেই বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন। আর তাই এই পদক্ষেপ। সমীক্ষা বলছে, শুধুমাত্র খোলা মাঠে প্রাতঃকৃত্য সারার জন্যই ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যায় এক হাজার শিশু।
আগামী ৫১ দিনে পাঁচটি রাজ্যের গ্রামে এই মেলা হবে। মেলাটি শেষ হবে বিহারের বেতিয়াতে। ওই গ্রাম থেকেই শুরু হয়েছিল গাঁধীর সত্যাগ্রহ আন্দোলন। গাঁধী নিজে গ্রামীণ নিকাশি ব্যবস্থারও অন্যতম হোতা ছিলেন। বিদ্যাও নিজে গ্রামে গ্রামে গিয়ে প্রচারে অংশ নেবেন বলে কথা দিয়েছেন! হাজার হোক গাঁধীগিরিকে নতুন করে ফিরিয়ে আনার ছবি ‘লগে রহো মুন্নাভাই’-এর নায়িকাও তো তিনিই ছিলেন!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.