আত্মহত্যায় প্ররোচনা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া |
এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর এবং দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রাজবাড়ি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম তপতী পাত্র (২৮)। বছর আটেক আগে তাঁর সঙ্গে রাজবাড়ি গ্রামের নারায়ণ পাত্রের বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার করতেন শ্বশুরবাড়ির লোকেরা। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা বসলেও পরিস্থিতি বদলায়নি। ওই যুবতীর মায়ের অভিযোগ, বুধবার সকাল থেকে মেয়ের উপর অত্যাচার চালান শ্বশুরবাড়ির লোকেরা। সেই কারণেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার মা। তার ভিত্তিতে মৃতার স্বামী নারায়ণ, শ্বশুর শ্রীদাম এবং দেওর প্রদীপ পাত্রকে পুলিশ গ্রেফতার করে। |
মাইক বাজেয়াপ্ত করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গণেশ পুজো। বৃহস্পতিবার সকাল থেকেই তারস্বরে বেশ কয়েকটি মাইক বাজছিল রহড়ার হরিসভা এলাকায়। গানের গুঁতোয় অনেকেরই কান ঝালাপালা। শেষে বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা ও সামনে ছেলের পরীক্ষার কথা জানিয়ে খড়দহ থানায় বার বার ফোন করে মাইক বন্ধের আর্জি জানান এক ব্যক্তি। তাঁর অভিযোগ, “স্থানীয় থানা গা দেয়নি। বাধ্য হয়ে পুলিশের উপর তলায় খবর দিই।” এর পরেই ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বজিৎ ঘোষের নির্দেশে পুলিশ গিয়ে মাইকগুলি বাজেয়াপ্ত করে। বন্ধ করে রাতের অনুষ্ঠানও। বিশ্বজিৎবাবু বলেন, “খবর পেয়েই স্থানীয় থানাকে ব্যবস্থা নিতে বলা হয়।” |
শিশুকে ধর্ষণের নালিশ, ধৃত |
বছর পাঁচেকের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে ধরল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটে বাদুড়িয়ার নারায়ণপুরে। ধৃত আতিকুল গাজি নামে বছর আঠারোর যুবককে বসিরহাট আদালতে তোলা হয়। বুধবার বাড়ির কাছে খেলছিল ওই শিশু। অভিযোগ, আতিকুল লজেন্সের লোভ দেখিয়ে তাকে পোলট্রি ফার্মের ঘরে নিয়ে অত্যাচার করে। পরে গ্রামবাসীরা আতিকুলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। |
উপপ্রধানের বিরুদ্ধে সোনারপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। উপপ্রধান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। |