টুকরো খবর |
প্রতিষ্ঠা দিবসে নানা অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার (মহিলা) ৪১ তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল বৃহস্পতিবার। সকাল ৯ টা থেকেই অনুষ্ঠান শুরু। গোটা ক্যাম্পাস সাজিয়ে তোলেন ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, বিএড কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় নন্দী, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু, মেদিনীপুরের প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ প্রমুখ। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছাত্রীরা নাটক মঞ্চস্থ করেন। কয়েক বছর এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। সরকারি অনুমতি মেলার পর এ বছর থেকে পঠনপাঠন শুরু হয়েছে। শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষা সবিতা দেব রায় বলেন, “পরিকাঠামোগত কিছু সমস্যা আছে। আমরা তা কর্তৃপক্ষকে জানিয়েছি।” সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেদিনীপুরের বিধায়ক। তিনি বলেন, “কয়েকদিন আগেই আমি এখানে এসেছিলাম। ক্যাম্পাস ঘুরে দেখেছি। কর্তৃপক্ষ ও ছাত্রীদের কাছে সমস্যাগুলো জেনেছি। এখানে একটি গভীর নলকূপ দ্রুত মেরামতের প্রয়োজন রয়েছে। এ জন্য উদ্যোগও নিচ্ছি।” এি দন সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের মূল অনুষ্ঠানটি শুরু হয়। দেওয়াল পত্রিকাও প্রকাশিত হয়েছে।
|
পুলিশের দ্বারস্থ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দলীয় কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস। বৃহস্পতিবার দলের এক প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপার (সদর)-কে স্মারকলিপি দেন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সঙ্গে ছিলেন ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে মেদিনীপুর শহরে ছাত্র পরিষদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী- সমর্থকদের সংঘর্ষ হয়। দু’পক্ষের মধ্যে মারধর-পাল্টা মারধর চলার মধ্যে টিএমসিপি’র একদল কর্মী জেলা কংগ্রেস অফিসে গিয়ে ‘হামলা’ করেন বলে অভিযোগ। কংগ্রেসের অফিসের বাইরে কয়েকটি চেয়ার-টেবিল রাখা ছিল। সেগুলি ভাঙচুর করা হয়। অফিস লক্ষ করে ইট ছোড়া হয়। যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব জানিয়েছে, সবই মিথ্যে অভিযোগ। চেয়ার- টেবিল ভাঙচুর করেছেন ছাত্র পরিষদের কর্মী- সমর্থকেরাই। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।
|
হাতিহল্কায় মিছিল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সদর হাতিহল্কায় মিছিল করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে এই মিছিল হয়। দলের কয়েকশো কর্মী-সমর্থক মিছিলে পা মেলান। মিছিল শেষে একটি সভার আয়োজন করা হয়েছিল। বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি দীনেন রায়-সহ অনান্য নেতৃত্ব। মিছিল থেকে যেমন বন্ধ-বিরোধী স্লোগান দেওয়া হয়েছে, তেমনই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মে সকলকে সহযোগিতা করার আবেদনও জানানো হয়েছে।
|
তৃণমূলের সভা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর গ্রামীণ থানার গোকুলপুরে আয়োজিত হল তৃণমূলের সভা। ৪ নম্বর কলাইকুণ্ডা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস ও স্থানীয় তৃণমূল সমর্থিত শ্রমিকদের উদ্যোগে এই সভায় বক্তব্য রাখেন অপূর্ব ঘোষ, মেক পিয়ারু প্রমুখ। খড়্গপুর শিল্পাঞ্চলের কারখানাগুলিতে স্থানীয়দের নিয়োগের দাবি জানানোর পাশাপাশি বহিরাগত শ্রমিকদের নিয়োগ করা হলে আন্দোলনের হুমকিও দেন তাঁরা। সভা উপলক্ষে এলাকায় মিছিলও হয়েছে।
|
হিন্দি ভাষা প্রসারে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
হিন্দি ভাষার প্রচার ও প্রসারে ১৪-২০ সেপ্টেম্বর-এই সাতদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। খড়্গপুর আইআইটির রাষ্ট্রভাষা বিভাগের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভারও আয়োজন করা হয়। যোগদান করেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গণেশ পুজো উপলক্ষে খড়্গপুর আইআইটিতে নানা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মহারাষ্ট্র মণ্ডল ও কলিঙ্গ সমাজ। বুধবার নজরুল কমিউনিটি হলে তিন দিন ব্যপী উৎসব শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। উদ্যোগে এই সভায় বক্তব্য রাখেন অপূর্ব ঘোষ, মেক পিয়ারু প্রমুখ। খড়্গপুর শিল্পাঞ্চলের কারখানাগুলিতে স্থানীয়দের নিয়োগের দাবি জানানোর পাশাপাশি বহিরাগত শ্রমিকদের নিয়োগ করা হলে আন্দোলনের হুমকিও দেন তাঁরা। সভা উপলক্ষে এলাকায় মিছিলও হয়েছে।
|
হিন্দি ভাষা প্রসারে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
হিন্দি ভাষার প্রচার ও প্রসারে ১৪-২০ সেপ্টেম্বর-এই সাতদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। খড়্গপুর আইআইটির রাষ্ট্রভাষা বিভাগের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভারও আয়োজন করা হয়। যোগদান করেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গণেশ পুজো উপলক্ষে খড়্গপুর আইআইটিতে নানা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মহারাষ্ট্র মণ্ডল ও কলিঙ্গ সমাজ। বুধবার নজরুল কমিউনিটি হলে তিন দিন ব্যপী উৎসব শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। |
|