জমি নিয়ে বিবাদের জেরে সিপিএম নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায় সবংয়ের দশগ্রামে। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা কংগ্রেসের কর্মী-সমর্থক বলেই পরিচিত। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “দশগ্রামে একটা গোলমাল হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”
সিপিএমের সবং জোনাল সম্পাদক অমলেশ বসুর অভিযোগ, “দলীয় নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ঘরবাড়ি ভাঙচুর, লুঠপাট করা হয়েছে। আমরা পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছি।” অভিযোগ উড়িয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ ভুঁইয়া বলেন, “সিপিএম নাটক করছে। জমি নিয়ে একটা সমস্যা হয়েছিল। সেই থেকে সামান্য গোলমাল হয়েছে।” এই পরিস্থিতিতে আবার কংগ্রেসকে বিঁধেছে তৃণমূল। দলের জেলা কোর কমিটির সদস্য অমূল্য মাইতি বলেন, “সন্ত্রাসের রাজনীতিকে আমরা সমর্থন করি না। কংগ্রেস এখানে একটানা সন্ত্রাস করে যাচ্ছে।”
পশ্চিম মেদিনীপুরের সবং কংগ্রেসের ‘খাসতালুক’ বলেই পরিচিত। এটি রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার নির্বাচনী এলাকা। একটি পাট্টা জমির দখলকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের কর্মী-সমর্থকরা জমিটির দখল নেন বলে অভিযোগ। সিপিএম কর্মী-সমর্থকদের সঙ্গে তাদের বচসা বাধে। তখনই কংগ্রেস কর্মী-সমর্থকরা সিপিএম নেতা রামপদ সাহু, তাঁর ভাই লক্ষ্মণ সাহু, দলের স্থানীয় শাখা কমিটির সম্পাদক প্রভাত দাস অধিকারী-সহ বেশ কয়েকজনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। রামপদবাবু গত বছর বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী ছিলেন। এক সময় সবং পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন। তাঁর ভাই লক্ষ্মণবাবু পঞ্চায়েত সদস্য। পুলিশ জানিয়েছে, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। |